নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উদভ্রান্ত নাবিক। পাটাতনে মোর অগ্নিকুন্ড.......

সুদীপ্ত সরদার

সুদীপ্ত সরদার › বিস্তারিত পোস্টঃ

কলেজে পড়ার সময় এক মেয়েকে খুব ভালো লাগত......

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

কলেজে পড়ার সময় এক মেয়েকে খুব

ভালো লাগত । মেয়েটার সঙ্গে প্রতিদিন

সকালে কলেজে যাওয়ার সময় দেখা হতো ।

সাহস করে একদিন তাকে মনের কথা আর

মুঠোফোন নম্বর লিখে একটা চিঠি দেব

বলে ঠিক করলাম । চিঠি নিয়ে একটু

সকাল সকাল বের হতে যাব , এমন সময়

মা আমাকে একটা বাজারের ফর্দ

হাতে ধরিয়ে দিয়ে বললেন , 'কলেজের

তো এখনো দেরি আছে , তুই আগে বাজার

করে আন । ' মায়ের কথায় অগত্যা বাজার

করে আনলাম । ফেরার সময় দেখলাম

মেয়েটা যাচ্ছে । নার্ভাস

হয়ে তাকে ডাক দিলাম ।

কোনো রকমে চিঠিটা তার

হাতে ধরিয়ে দিয়েই হাঁটা শুরু করলাম ।

বাসায় এসে মাকে বাজার আর

ফর্দটা ফেরত দিলাম । মা ফর্দমতো সব

এনেছি কি না দেখতে দেখতে বললেন , '

বাজারের হিসাবটা দেখে যা বুঝলাম ,

তুই অঙ্কে বরাবরই কাঁচা । নিজের

মোবাইল নম্বরটা পর্যন্ত ঠিক

করে লিখতে পারিস না ?' মায়ের হাত

থেকে কাগজটা নিয়ে দেখি , ওটা আমার

লেখা চিঠি আর মুঠোফোন নম্বরে শেষের

ডিজিটটা ভুল লেখা ।

মেয়েটাকে বাজারের

ফর্দটা ভুলে দিয়ে এসেছিলাম সেদিন ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

পাজল্‌ড ডক বলেছেন: তারপরের ঘটনা বুঝতে পেরেছি :P

২| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:০১

অর্থনীতিবিদ বলেছেন: ভুল নম্বর দেওয়ার থেকে না দেওয়াই ভালো হয়েছে।

৩| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৫০

সুদীপ্ত সরদার বলেছেন: Thank you for comment.Next time obossho vul korini!

৪| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৫১

সুদীপ্ত সরদার বলেছেন: Thank you for comment.Next time obossho vul korini!

৫| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৫১

সুদীপ্ত সরদার বলেছেন: Thank you for comment.Next time obossho vul korini!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.