নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উদভ্রান্ত নাবিক। পাটাতনে মোর অগ্নিকুন্ড.......

সুদীপ্ত সরদার

সুদীপ্ত সরদার › বিস্তারিত পোস্টঃ

আদিবাসীদের প্রতি.....

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১৫

আদিবাসীদের প্রতি অধিকাংশ বাঙালির

মনোভাব

অনেকটা এমন-"ওরা বাঙালি হয়ে যাক।"সমাজের

মূলস্রোতে ওদের একাত্ম করার ইচ্ছেও

বোধহয় আমাদের অনেকের নেই।সেইদিক

দিয়ে বিহারীদের

দূর্দশা তো বর্ননাতীত। চট্টগ্রামের

ঝাউতলায় বিহারী জনগোষ্ঠীর বড়

একটা অংশের বসবাস।

অনেকটা একঘরে জীবন ওদের।

জীবনধারনের সুযোগ-সুবিধাগুল োর

অপ্রতুলতার কারনে তাদের অনেকেই

নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে,আর

নিম্নবিত্তায়নের মাঝেই জীবন কাটে।

এক ই ধর্মীয় অনুশাসন মেনে চলার পরেও

তারা পারছে না বাঙালির আপন

হতে,না বাঙালি তাদের আপন

করে নিচ্ছে।

সত্যি কথা বলতে কী,কোনো একটা দেশের

সকল সংখ্যালঘু সম্প্রদায়কে(নৃত

াত্ত্বিক,ধর্মীয় অথবা জাতিগত) প্রচুর

মানসিক এবং সামাজিক হেনস্তার

মাঝে বেঁচে থাকতে হয়,যা বাকিদের

পক্ষে অনুধাবন করা প্রায় অসম্ভব।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১৭

সুদীপ্ত সরদার বলেছেন: Enable

২| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি মনে করি আগে এই সংখ্যালুঘু শব্দটা উঠিয়ে দেয়া উচিত। মানুষ হিসেবে সকলেই গন্য হবে যেখানে সকলেরই অধিকার সমান থাকবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.