![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সুন্দর কোনো মানবীর স্বপ্ন কখনই
দেখি না।
আমি একজন মায়াবতীর স্বপ্ন দেখি।
সেই মায়াবতীর স্বপ্ন
দেখি যে চোখে কাজল দিয়ে এসে আমায়
জিজ্ঞেস করবে "দেখো তো আমার চোখ
ট্যারা কিনা?" শুধু এইটুকু শোনার
আশায়,"কাজল চোখে আমার বউটাকে দারুণ
লাগছে।"
হয়তো কপালে কালো টিপ
পরে এসে বলবে "দেখো তো টিপটা ঠিক
আছে কিনা?" শুধু এইটুকু
শুনবে বলে "টিপটা তোমায় দারুন
মানিয়েছে গো।"
বাইরে বের হওয়ার সময় শাড়ির
কুঁচি সামলাতে না পারার অভিনয়
করবে শুধু আমার কাছ থেকে "দাড়াও,
আমি ঠিক করে দিচ্ছি" এইটুকু শোনার
ইচ্ছায়।
কাজ করার সময় অহেতুক হাত
নাড়িয়ে চুড়ির শব্দ করবে শুধু
"চুড়ি গুলা তোমার হাতে সুন্দর লাগছে"
এই টুকু শুনবে বলে।
হয়তো রাতে খাওয়ার আগে হাতে শুধু শুধু
মেহেদী দিয়ে বলবে "আমি তো হাতে মেহেদী দিয়েছি,
তাই খাবো না। তুমি খেয়ে নাও" যেন
আমি তাকে বলি "এসো,
আমি খাইয়ে দিচ্ছি।"
অথবা, সেই মেহেদী রাঙ্গা হাতে আমার
সামনে এসে পায়েলটা পরার ভান
করবে যেন আমি তাকে বলি "দাও, আমিই
পরিয়ে দিচ্ছি।"
অথবা কোন বর্ষনমুখর সন্ধ্যায় মেঘের
গর্জন শুনে ভয় পাওয়ার অভিনয় করবে যেন
আমি তাকে বুকে জড়িয়ে বলি "কোন ভয়
নেই তোমার, আমি আছি তো।"
হয়তো যখন তাকে ভালোবেসে খুব
একান্তে পেতে চাইবো তখন "যাহ, দুষ্টু"
বলে লজ্জায় মুখ লুকাবে!
সবচেয়ে বড় কথা, সে সবসময় আমার
আশেপাশে থাকবে যাতে আমি তাকে ডেকে বলি,"আমি তোমায়
ভালবাসি, মায়াবতী।"
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।