![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন নানা ধরণের বইপত্র পড়ার অভ্যাস রপ্ত করলেও মূলত আমার পাড়ার অভ্যাস তৈরি হয়েছিলো গোয়েন্দা গল্প/উপন্যাস পাঠের মধ্য দিয়ে। গোয়েন্দা গল্প/ উপন্যাস এবং চরিত্রের প্রতি সেই টান এখনো বহাল আছে। অনেক দিন থেকেই ভাছিলাম ব্যোমকেশ পড়বো। কিন্তু হয়ে উঠছিলো না নানা কারণে। কিন্তু দুইদিন আগে ব্যোমকেশ সমগ্র ইবুক নামিয়ে ভূমিকা এবং প্রথম গল্প 'সত্যান্বেষী' পড়লাম। মনে হলো র্যান্ডম সবগুলো গল্প পড়ার চেয়ে সিলেকটেড কিছু গল্প পড়লে ভালো হবে। বইয়ের পোকাদের কারো কাছে কি 'বেস্ট অফ ব্যোমকেশ' বা 'সেরা ব্যোমকেশ' এমন কোন লিস্ট আছে না কি? দয়া করে সাজেস্ট করেন। যদি নাও থাকে, এই থ্রেডের তর্ক বির্তক থেকে আমরা সেরা ব্যোমকেশের একটা লিস্ট বার করে নিতে পারবো বলে আশা করি। আর সেটা পরে গ্রুপের ফাইলে এড করে দেয়া যাবে, তাতে ভবিষ্যৎ পাঠকের সুবিধা হবে বলে আশা করি। তো বন্ধুরা আপনাদের পড়া ব্যোমকেশের সেরা গল্পগুলোর নাম দিয়ে শুরু করুন।
©somewhere in net ltd.