![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলা বলি আর রাজনীতি বলি, সবকিছুই বুঝি, কিন্তু বলা হয়না বা হয়ে উঠেনা। আমি আমার সামান্য জ্ঞান এ যা মনে করি তাই লিখছি। আর আমি যা লিখছি তা আসা করছি কেও ভুল প্রমান করার চেষ্টা করবেননা।
যাই হোক, ঘটনা বলি আর দুর্ঘটনা বলি, তা কয়বার আর কয়টি ক্ষেত্রে হতে পারে। আমরা সবাই খেলা দেখেছি। বুঝেছি।
শুরু থেকেই বলি, এই ভেন্নু তে কি খেলা হবার কথা ছিল? ইন্ডিয়া এই ভেন্নু তে এর আগেও খেলেছে। বাংলাদেশ খেলেনি। আমার জানা মতে এই ভেন্নু সবচেয়ে বড় ভেন্নু যেকোনো টীম এর জন্য, যা বাংলাদেশ এর জন্য একেবারেই নতুন। আর যেখানে বাংলাদেশ আগের খেলাটি খেলেছে সবচেয়ে ছোট ভেন্নু তে।
আচ্ছা, কিছুদিন আগেও শুনলাম নক-আউট এ কোন রিসার্ভ-ডে নাই। ওকে। এর পর নিয়ম দেখলাম বৃষ্টি হলে ২০ ওভার এর কম খেলা হয়ে থেমে গেলে নিওমানুসারে ইন্ডিয়া পয়েন্ট এর দিক দিয়ে জিতে যাবে। আর ২০ ওভার এর বেশি খেলা হয়ে থেমে গেলে তা রিসার্ভ ডে তে হবে। বেচে গেলাম যে, বৃষ্টির কারনে খেলা ১বার থামলেও তা ২০ ওভারের পরে ছিল। এবারো ওকে। আম্পায়ার পরিবর্তন করে নেয়া হোল বেস্ট আম্পায়ারদের। এরপর আসি মাসরাফির এল,বি,ডাব্লিউ এ। সাধারন ভাবে দিলনা। রিভিউ নেয়া হোল তাও দিলনা। রিভিউ তা নষ্ট করে দিলো।
এরপর “নো বল”- যা কিনা সাধারন ভাবেই কোমরের নিচে। আর রোহিত যতটুকু সামনে এসেছে তা হিসেব করলে তো আরও নিচে। আর এই “নো বল” দিবে লেগ আম্পায়ার। আর তাও প্রয়জনে ২ আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে। আর “নো” টা দেয়াও হয়েছে Catch টা ধরার পরে। ওকে।
মাহমুদুল্লাহ এর Catch/Six... যা পরিষ্কার যে ফিল্ডার এর পা লেগে আছে। আর এসব “বেনিফিট অফ ডাউট” এ ব্যাটসম্যান রা Priority পায়ে থাকে। তাও হলনা। ওকে।
ব্যাটিং এ আসি, ৩০৩ রান আমাদের এই টীম এর জন্য কোন রান-ই না। যা ওরা জানতো। আর ওদের এই ফালতু বলিং এ(সামি ছাড়া)??? বোলিং এটাক নিয়ে কিছু বলবনা। কারন তা যথেষ্ট ভালো ছিল। ব্যাটিং এ আমি সাকিব, মুস্ফিক, সাব্বির সহ কারো কোন দোষ দিবনা। কারন আমি এটা মনে করি যে এখানে অবশই আই,সি,সির চাপ পরেছে বি,সি,বি এর উপর। আর বি,সি,বি এর চাপ পরেছে ব্যাটসম্যান দের উপরে। নয়তো সাকিব, মুস্ফিক এভাবে করে একের পর এক এই ধরনের খেলা খেলেনা। যা আমি মনে করি অন্তত ওদের এরকম খেলা দেখে। দুঃখ এটাই যে আই,সি,সি এর প্রেসিডেন্ট মোস্তফা কামাল বাংলাদেশী। যাই হোক, অনেক বলে ফেল্লাম। হয়তো অনেক বেসি-ই বলে ফেল্লাম। কিন্তু আমি মনে করি যা বলেছি আর মনে করছি টা ভুল না। সঠিক। এটা জানা ছিল যে, আই,সি,সি ইন্ডিয়া কে জিতাবে, কারন স্পন্সরশীপ, টিকিট সেলিং থেকে শুরু করে সবকিছুতেই উনারা একটু আগিয়ে আছেন জনগনের দিক বিবেচনা করে। কিন্তু এভাবে এতো সুন্দর করে তা ভাবিনি। যেখানে South Africa Captain-AB DE VILLIERS তার ফ্যানপেজ-এও দুইটি বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। সবটুকু নিজের থেকেই লিখলাম। যাই হোক, সব কথার শেষ কথা, জিতেছি আমরাই...
©somewhere in net ltd.