![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্দোনেশিয়া ট্যুর ডিটেইলস(Jakarta + Bali):
জাকার্তা আর বালি দুইটাই অনেক সুন্দর জায়গা। বালি তো অসাধারন। মাশা-আল্লাহ। প্রথমেই বলে রাখছি এখানে আমি আমার ইন্দোনেশিয়া ট্যুর ডিটেইলস শেয়ার করবো। আশা করি কাজে লাগতে পারে আপনাদের। কারন আমি ইন্দোনেশিয়া ট্যুর দেয়ার আগে এরকম পোস্ট অনেক খুজেছি। টুকিটাকি হেল্প পেয়েছি। ফরেইন অনেক ব্লগ পরেছি। আশা করছি যারা একেবারে প্রথম ট্রাভেল করবে তাদের অনেক কাজে লাগবে। আসলে মন থেকে আমি এরকম ১টা পোস্ট আশা করছিলাম। তাই ঘুরে এসে সময় করে শেয়ার করে রাখলাম। আর ১টি অনুরোধ যে, ১৩ নম্বর প্যারাটি মনোযোগ দিয়ে পরবেন।
যা যা থাকবেঃ
১. জাকার্তা কিভাবে যাবেন
২. ফ্রি ভিসা ইনফরমেশন
৩. ডকুমেন্টস কি কি নিতে হবে
৪. এয়ারপোর্ট ইনফরমেশন
৫. ট্যাক্সি ইনফরমেশন(জাকার্তা+বালি)
৬. হোটেল ইনফরমেশন(জাকার্তা+বালি)
৭. খাওয়া-দাওয়া (জাকার্তা+বালি)
৮. জাকার্তা টু বালি (ডোমেস্টিক ফ্লাইট ইনফরমেশন)
৯. লাগেজ/ব্যাগেজ এর ওজনের ইনফরমেশন
১০. লোকাল ট্রান্সপোর্ট ইনফরমেশন (জাকার্তা+বালি)
১১. ডলার-কে রূপিয়া-তে কনভারশন
১২. কেনাকাটায় দামাদামি করার বিষয়
১৩. চিটিং থেকে বাচার উপায়(ডলার-কে রূপিয়া-তে কনভারশন এর সময়)
বিস্তারিত এখন শুরু করা যেতে পারেঃ
১. জাকার্তা কিভাবে যাবেনঃ
উত্তরঃ আপনি যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে আপনার পছন্দের এয়ারওয়েস-এর টিকিট কেটে নিতে পারেন। আমরা মালিন্দো এয়ারওয়েস-এর টিকিট কেটেছিলাম জাকার্তা পর্যন্ত। মালশিয়াতে ট্রান্সিট ছিল কয়েক ঘণ্টার। ঢাকা-মালশিয়া-জাকার্তা। আপনি চাইলে ডিরেক্ট ঢাকা টু বালি যেতে পারেন। তাতে আমার কোন সমস্যা নাই। আগেই বলেছি, এখানে আমি আমার ইন্দোনেশিয়া ট্যুর ডিটেইলস শেয়ার করছি।
২. ফ্রি ভিসা ইনফরমেশনঃ
উত্তরঃ ইন্দোনেশিয়ার ভিসা ফ্রি। সো নো টেনশন। কোন ফি-ও লাগবেনা। তবে আমাদের এয়ারপোর্ট-এ জিজ্ঞাসা করে যে ভিসা নাই কেন। সোজা বলে দিবেন, ইন্দোনেশিয়ার ভিসা ফ্রি, আর আমি ৩০ দিনের বেশি থাকবোনা। আপনার পাসপোর্টে অন্য ২-১ টা ভিসা থাকলে আর সমস্যা করবেনা। আর ইন্দোনেশিয়ায় কিছু জিজ্ঞাস করলে বলবেন ফ্রি ভিসায় এসেছি(আমাদের জিজ্ঞাস করেছে ২ যায়গাতেই)।
৩. ডকুমেন্টস কি কি নিতে হবেঃ
উত্তরঃ আসলে তেমন কিছু প্রয়োজন নেই। টিকিট এর কপি নিয়ে নিন। পাসপোর্টে ডলার এন্ডোরসড করে নিন। হোটেলের বুকিং এর কপিটা প্রিন্ট করে নিতে পারেন(ট্যাক্সি ওয়ালাকে এড্রেস দেখাতেও কাজে লাগবে এটা, আর হোটেলেও শো করতে পারেন। মোবাইলে ছবি থাকলেও হবে, সমস্যা নাই)। কোন ইনভাইটেশন থাকলে প্রিন্ট করে নিতে পারেন। পাসপোর্টের কপিও রাখতে পারেন ২-১ টা। বলে রাখছি, আমার ক্ষেত্রে এসবের কিছুই লাগেনি, ব্যাকাপ নিয়ে নিয়েছিলাম।
৪. এয়ারপোর্ট ইনফরমেশনঃ
উত্তরঃ সাথে দামী কোন Perfume/Body Spray Carry করবেননা hand Bag-এ, ১০০ মিঃলিঃ-র উপরে হলে এয়ারপোর্ট থেকেই তা ফেলে দিবে। আমাদের ৩ টা Perfume আর Body Spray ফেলে দিয়েছে। সকল এয়ারপোর্টে ফ্রি wifi পাবেন। কিন্তু একটু কষ্ট করে খুঁজে/সার্চ করে connect করে নিতে হবে। এছাড়া এই লিংক থেকে আগে থেকেই free wifi ID & Password নিয়ে রাখতে পারেন। https://www.google.com/maps/d/viewe...
জাকার্তা নেমে ১০০-২০০ ডলার ভাঙ্গিয়ে নিন। এয়ারপোর্টে ডলার এর প্রাইস একটু কম পাবেন। ট্যাক্সি আর হোটেল ভাড়া তো দিতে হবে।
৫. ট্যাক্সি ইনফরমেশন(জাকার্তা+বালি)
উত্তরঃ জাকার্তা নেমে অন্য কোন ট্যাক্সি নিবেননা। একটু খুঁজে BLUE BIRD ট্যাক্সি-র স্ট্যান্ডে চলে যান। এক কথায় trusted বলা যায়। কোথায় যাবেন তাকে জানিয়ে দিন। সে নিয়ে যাবে। মিটার অনুযায়ী ভাড়া দিয়ে দিন (টোল গুলো আপনাকেই দিতে হবে)। আর বালি-তে এয়ারপোর্ট-এ নেমে BLUE ট্যাক্সি না পেলে লোকাল ট্যাক্সি ভাড়া ঠিক করে নিন। আমি গুগোল ম্যাপ দেখে দূরত্ব অনুসারে ভাড়া ঠিক করেছি। সহজ কথা ট্যাক্সি ওয়ালা যা চাবে তার অর্ধেকের কম বলুন। লাইনে চলে আসবে আশা করি।
৬. হোটেল ইনফরমেশন(জাকার্তা+বালি)
উত্তরঃ আমি http://www.booking.com থেকে প্রত্যেকটা হোটেল বুকিং দিয়েছি(জাকার্তা+বালি)। বুকিং-এ credit card এর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ্, কোন সমস্যা হয়নি। হোটেল গুলো মারাত্মক ছিলো। সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে। দামের তুলনায় অসাধারন। সত্যি কথা, এখান থেকে আপনি বাংলাদেশের চেয়ে কম খরচে 4 star এর সুবিধা সহ হোটেল বুকিং দিতে পারবেন। অনেক অনেক টাকা বেঁচে যাবে। লোকেশন বোঝার জন্য গুগোল ম্যাপের চেয়ে বিকল্প আর কিছু নাই। আমরা জাকার্তায় উঠেছিলাম ParagonBiz/ ZEN Rooms Hotel Lippo Karawaci-তে, আর বালি-তে উঠেছিলাম Savvoya Resort Hotel Seminyak-এ। ব্যাবহার আর সার্ভিস অসম্ভব ভালো। আপনারা যদি Couple হয়ে/গিয়ে থাকেন তাহলে ডিনারে সমুদ্রের সাথে অসাধারন লাইটিং আর অসম্ভব সুন্দর পরিবেশের Breeze at The Samaya Seminyak এ না যাওয়ার চেয়ে আফসোসের আর কিছু নাই। ঘাবড়াবেননা(যদি আমার মতো একটু হিসেবি হয়ে থাকেন আরকি), এটার রুম ভাড়া অনেক বেশি(বাংলাদেশি টাকার ৪৮ হাজার টাকার উপরে প্রতিদিন), বাট ডিনার তো করতেই পারেন, তাইনা? যদিও ডিনারের জন্য বুকিং দিয়ে রাখতে হয় আগে থেকেই। কিন্তু মনে রাখবেন, ডিনারে ড্রেস কোড আছে। মেয়েদের না, ছেলেদের অবশ্যই হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরতে হবে। দাম? বাংলাদেশের 5 star এর তুলনায় কিছুই না।
৭. খাওয়া-দাওয়া (জাকার্তা+বালি)
উত্তরঃ জাকার্তাতে মুসলিম মানে হালাল খাবার পাবেন। আমি যেই লোকেশনে ছিলাম সেখানে বাংলা কোন খাবার ছিলোনা। তাই সকালে থেকে রাত পাওরুটি, কলা, চিকেন ফ্রাই, আর 1st food এর উপরে ছিলাম। KFC, Burger king, A&W তে বেশি খেয়েছি। আর বালি-তে লোকাল ফুড পাওয়া যাবে। খেতে পারলে ভালো (আমি লোকাল ফুড খেয়েছি , অনেক সস্তা পরবে), আর না পারলে KFC, Pizza Hut, Burger king এর উপরে থাকতে হবে।
৮. জাকার্তা টু বালি (ডোমেস্টিক ফ্লাইট ইনফরমেশন)
উত্তরঃ জাকার্তা টু বালি ডোমেস্টিক ফ্লাইট এর মধ্যে Air Asia Best. বলতে গেলে ১০ মিনিট-ও ফ্লাইট ডিলে করেনি। আমরা এয়ারপোর্ট-এ নেমেই Air Asia থেকে জাকার্তা টু বালি ডোমেস্টিক টিকিট কেটে নিয়েছিলাম। তবে আমি suggest করবো যে Air Asia ওয়েব সাইট থেকে credit card দিয়ে টিকিট কেটে নিন(যদি ক্রেডিট কার্ড থাকে)। আমিও ক্রেডিট কার্ড দিয়ে কিনে নিতাম, কিন্ত একটা সমস্যার কারনে পারিনি। অনেক টাকা বেঁচে যাবে। Air Asia ওয়েব সাইট থেকে credit card দিয়ে টিকিট কাটাটা Secured. সমস্যা নাই।
৯. লাগেজ/ব্যাগেজ এর ওজনের ইনফরমেশনঃ
উত্তরঃ ইন্টারন্যাশনাল-এ আপনি লাগেজ ২৫-৩০ কেজি নিতে পারবেন। আর নিয়মানুসারে ডোমেস্টিক ফ্লাইট-এ প্রতিজন ১৫ কেজি নিতে পারবেন ফ্রি। আর সাথে ক্যারি-ও করতে পারবেন ইন্টারন্যাশনাল/ডোমেস্টিক-এ। সহজভাবে বলতে গেলে সাথে ক্যারির ব্যাগে যদি আপনি ১৫-২০ কেজি-ও নেন তাতেও সমস্যা নাই ডোমেস্টিক-এও। ছোট লাগেজ ট্রলী গুলোও সাথে ক্যারি করতে পারবেন।
১০. লোকাল ট্রান্সপোর্ট ইনফরমেশন (জাকার্তা+বালি)
উত্তরঃ লোকাল ট্রান্সপোর্ট হিসেবে স্কুটী জাকার্তা বা বালি ২ জায়গাতেই পাবেন। তবে জাকার্তায় আমাদের দেশের হাই-এইস গাড়ির মতো লোকাল মাইক্রো পাবেন। সস্তায় রুট অনুসারে মুভ করতে পারবেন। রুট টা আপনাকে চিনে নিতে হবে। আমি রুট চিনে নিয়েছিলাম ১ম দিনি। তাই অন্নেক টাকা বাচাতে পেরেছি এর জন্য। এছাড়া ট্যাক্সি আথবা স্কুটীতে মুভ করতে হবে আপনাকে। আর বালি-তে দিন হিসেবেও স্কুটী ভাড়া পাওয়া যায়। আপনি ২-৩ দিন হিসেবে স্কুটী ভাড়া নিতে পারবেন। এরপর আপনি স্কুটিতে করে যেখানে খুশি সেখানে মুভ করতে পারবেন বালি-তে। তেল আপনাকে কিনতে হবে। এটাই(স্কুটী) সবচেয়ে বেস্ট।
১১. ডলার-কে রূপিয়া-তে কনভারশনঃ
উত্তরঃ জাকার্তা নেমে ১০০-২০০ ডলার ভাঙ্গিয়ে নিন। এয়ারপোর্টে ডলার এর প্রাইস একটু কম পাবেন। এরপর বাহিরে আপনার সুবিধা অনুযায়ী ডলার ভাঙ্গিয়ে নিন। বিভিন্ন মার্কেটে মানি এক্সচেঞ্জ পাবেন জাকার্তায় । জাকার্তা থেকে বালিতে ডলার এর প্রাইস একটু বেশি। কিন্তু সাবধান, “লোভে পড়বেননা”... বিস্তারিত এই বিষয়ে পরে লিখছি। ১৩ নম্বর প্যারাটি পরুন।
১২. কেনাকাটায় দামাদামি করার বিষয়ঃ
উত্তরঃ জাকার্তা থেকে বালিতে জিনিস পত্রের দাম অনেক বেশি। সহজ ভাবে বলতে গেলে বালিতে আগুন দাম। আর বালিতে ওরা ১টা জিনিসের দাম ৭-৮ গুন বেশি চাইবে আপনার কাছে। সো, লজ্জা করে লাভ নাই, নির্লজ্জের মতো ৭-৮ গুন কম দাম বলুন(ব্র্যান্ডের শো রুম ছাড়া)। এমনকি সী-বিচেও যে বেড ঘন্টা হিসেবে ভাড়া নিবেন ওইটাও দামাদামি করুন। আমি দামাদামি করে ২০,০০০ রুপি বাচিয়েছি। দামাদামি করুন, ওই টাকা দিয়ে প্রয়োজনে প্রিয়জনদের জন্য গিফট কিনে আনুন, ভালো হবে।
১৩. চিটিং থেকে বাচার উপায়(ডলার-কে রূপিয়া-তে কনভারশন এর সময়)
উত্তরঃ এই পার্ট-টি মনোযোগ দিয়ে পরতে পারেন। কারন, ঘটনা ঘটার আগে এই অনুভিতি আপনি উপভোগ করতে পারবেননা। জাকার্তাতে প্রতি ডলার প্রাইস ১২,২০০ রুপি থেকে ১২,৬০০ রুপি। বালি-তে ১২,৬০০ থেকে ১২,৯০০ রুপি। মনে রাখবেন, এরা সাধারনত ১ লাখ(১০০,০০০) এর নোট বেশি দিবে। কিন্তু অনেক মহামানব/মানি এক্সচেঞ্জ আছে যারা আপনার আরও ভালো চায়। তারা আপনাকে ১৩,০০০ থেকে ১৩,৮০০ রুপি-ও দিবে(অফার করবে)। বড় বড় করে বোর্ডে প্রাইস দিয়ে রাখবে। ব্যাবহার অসম্ভব ভালো। প্লিজ, ভুলেও লোভে পড়বেননা। ঘটনা বলছি। আপনি কোথায় উঠেছেন, কেমন আছেন, কবে যাবেন এসব বিষয়ে কথা বলবে। মনে রাখবেন, তারা আপনাকে সবগুলো নোট ৫০ হাজারের(৫০,০০০) দিবে। আপনার বিশ্বাস যোগাতে ৫০ হাজারের বিশ-টি করে নোট (১০ লাখ/১ মিলিয়ন) করে আপনাকে গুনতে দিবে। মনে করেন, আপনি ৩০০ ডলার ভাঙ্গালেন, ৪০ লাখ/৪ মিলিয়ন এর উপরে রুপি পাবেন আপনি। সো সে আপনার বিশ্বাস যোগাতে ৫০ হাজারের বিশ-টি করে নোট (১০ লাখ/১ মিলিয়ন) করে আপনাকে গুনতে দিবে। আপনি ১টি ১টি করে মানে ২০ টির করে গুনবেন, সে সেই নোট আপনার সামনেই রাখবে। ২০ টির করে চারটি বান্ডেল আপনার সামনেই রাখবে। আপনিও দেখছেন সব ঠিক। কারন আপনি নিজেই তো গুনেছেন। সে আপনাকে চারটি বান্ডেল আর বাকি রুপি গুলো একসাথে আপনার চোখের সামনে আপনার হাতে তুলে দিবে। আপনিও তো খুশি, কই ১২,২০০ রুপি আর কই ১৩,৮০০ রুপি প্রতি ডলারে। মজাই মজা। কথা হচ্ছে এখন, আপনি যদি অনেক হিসেবি হন তাহলে আপনি দিন শেষে রাতে হয়তো বা পরে ফ্রি কোন সময়ে আপনার রুপির হিসেব নিয়ে বসবেন। যদি সঠিকভাবে হিসেব করতে পারেন, তাহলে আপনি কখনই ১০ লাখ রুপির, মানে ৫০ হাজারের ২০ টি নোটের হিসেব কখনই খুঁজে পাবেন্না। নিজে মানতে-ও পারবেননা যে কিভাবে কি হওয়া সম্ভব। কারন আপনি-তো নিজে টাকা গুলোর প্রত্যেকটা নোট গুনেছেন, আর সেও আপনাকে সেই নোট গুলোই দিয়েছে, আপনি পকেটে ঢুকিয়েছেন। কাহিনী এখানেই, জানেন তো “লোভে পাপ, পাপে মৃত্যু”... ভাইরে এটাই ম্যাজিক। আপনি তাকিয়ে থাকলেও এই ম্যাজিক হয়তো ধরতে পারবেননা। চোখের পলোকে তারা এই কাজ করতে পারে। ঐযে, যেই টাইমে সে আপনার নিজের হাতে গুণা চার-টি নোটের বান্ডেল এক করে আপনাকে দিয়েছে, ওই টাইমেই জাস্ট চোখের ১টা পলকের সাথে সাথে সে সেই কাজটি করে ফেলে। পুরো ৫০ হাজারের গুণা ২০ টি নোটের ১ টি বান্ডেল নাই করে দেয়। এটা অনুমান করা কথা না। এটা বুঝতে আমি আবারো আরেক জায়গায় গিয়েছি পরেরদিন, তখন সব মিলিয়েছি দেখে দেখে। একই কথা, একই ভাব, একই প্রসেস, একই নিয়মে টাকা দেয়া, একই নিয়মে গুনতে দেয়া, একই নিয়মে টাকার বান্ডেল রাখা্, একই নিয়মে আমাকে নোট গুলো দেয়া। যাই হোক, আমি আর ভাঙ্গাইনি ওখানে। রেপুটেড মানি এক্সচেঞ্জ-এ ভাঙ্গিয়েছি একটু কম রুপিতে। যারা জানে তারা আসলে তাই করে। লোভে পরেনা। আল্লাহ্ আমাকে বাঁচিয়েছে। আমি কোন বারই ধরা খাইনি। সে অনেক কথা। জানিয়ে রাখা দরকার আমি মনে করি, তাই শেয়ার করলাম। সাজেশন এটাই, লোভে পড়বেননা, অনেক রেপুটেড মানি এক্সচেঞ্জ আছে। রুপি কম দিবে। ১২,৭০০-১২,৯০০ কিন্তু এভাবে টাকা মেরে দিবেনা। ভাঙ্গালেই বুঝবেন।
*** পোস্ট-টি একটি অনলাইন পোর্টালেও দেওয়া আছে। আমার প্রফাইলে ফোল্ডার-টি সকলের সুবিধার্থে পাবলিক করা আছে। আমাদের নিজেদের কিছু ছবিও আছে এখানে(সব ছবি নয়)। মূলত লোকেশনের সৌন্দর্য বা লোকেশন বোঝানোর জন্যই দেয়া। পাবলিক ফিগার হবার জন্য নয়।
শেয়ার দেয়ার জন্য অনুমতির প্রয়োজন নেই। ধন্যবাদ।
আমার Original Post Link: goo.gl/c0EnQF
Online Portal URL: goo.gl/tpcAxd
TOB DOC URL: goo.gl/QXosEH
Happy Traveling.....
২| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২২
জিল্লুর রহমান রিফাত বলেছেন: কেনা কাটা বাদে, মোট কত টাহা খরচ হয়েছিল?
৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
জুন বলেছেন: সামনে যাবার পরিকল্পনা করছি। অন এরাইভ্যাল ভিসার কথা শুনে খুশী হোলাম।
তথ্যগুলো পুরোটাই কাজের তাই প্রিয়তে রাখলাম।
আচ্ছা বালি থেকে কোটাকিনাবালু যাবার কি ব্যবস্থা আপনি জানেন কি ? ওখানে যাবার ইচ্ছে আছে। মনে ডোমেস্টিক ফ্লাইট আছে। এ ব্যাপারে কিছু জানা থাকলে জানাবেন কাইন্ডলি। আর টাকা ভাংগানোর ব্যাপারটা জানিয়ে খুবই উপকার করলেন। ধন্যবাদ শেয়ারের জন্য।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
খায়রুল আহসান বলেছেন: শীঘ্রই সেখানে যাওয়ার ইচ্ছে পোষণ করছি। লেখাটা "প্রিয়"তে নিলাম।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২
আরাফাত৫২৯ বলেছেন: সেই সাথে সুমাত্রার লেক তোবা দেখে আসতে পারেন। এই লেক ৭৫০০০ বছর আগে সুপার ভলকানো ছিলো যার কারণে পৃথিবীর অল্প কিছু মানুষ বাদে সবাই মারা যায়। বর্তমান পৃথিবীর মানুষের ডাইভার্সিটি সেই অল্প কিছু মানুষ থেকেই এসেছে। সেই নিয়ে অনেক সুন্দর ডকুমেন্টারি ইউটিউবে পাবেন। আর লেকটা দেখার মত অপার্থিব সুন্দর। এটা ছাড়াও পুরা ইন্দোনেশিয়া খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। আশাকরি, আমরা ইন্দোনেশিয়াতে গিয়ে এমন কিছু করবনা যার কারণে আমাদের ভিসা ফ্রী প্রিভিলেজটি বন্ধ হয়ে যায়।
আর বলার লোভ সামলাতে পারছিনা, আমার শ্বশুড়বাড়ি ইন্দোনেশিয়ায়। সেই হিসাবে ইন্দোনেশিয়ার প্রতি আমার আলাদা টান।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪
কোলড বলেছেন: Informative post but was it really necessary to put the face pic? A traveler should not be in the pic.
৭| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৬
রক্তিম দিগন্ত বলেছেন:
মেগাপোস্ট। ভ্রমণ-পিপাসুদের ভাল কাজে লাগবে।
৮| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৯
কালীদাস বলেছেন: চমৎকার গাইডলাইন ভ্রমণপিপাসুদের জন্য। পোস্টে ন্যাচারাল ছবি এবং ইন্দোনেশিয়ার ল্যান্ডমার্ক টাইপের ছবি কম এসেছে, আরও কিছু দেয়া যায় কি?
৯| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
তানভীর হাফিজ বলেছেন: can you please tell us how much was the domestic flight tickets in indonesia?
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৬
ছাসা ডোনার বলেছেন: খুবই সুন্দর ও উপকারী পোস্ট , অনেক অনেক ধন্যবাদ ভাইজান!!!!