| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সুফিয়ান
হাতিমি, হাসজারুদের দেশে থাকি আমরা, স্বপ্ন দেখতে তাই নেই মানা :)
আমি মানুষ হিসেবে যে ভয়াবহ আলসে ধরনের, সেটা আমার প্রবল শত্রু কিংবা প্রবল বন্ধু সকলেই স্বীকার করে এবং বন্ধুত্বের খাতিরে বা শত্রুতার উদ্দেশ্যে সকলেই সেটা মেনে নিয়েছে
এবং এইজন্য আমি কক্ষনই কোন কাজ বেশিদিন আগ্রহ নিয়ে করতে পারি না।
কিন্তু বরাবরই পশু পাখির প্রতি আমার ভয়াবহ দুর্বলতা। ছোট বেলায় বাড়িতে গেলেই মুরগি, গরু নিয়ে পরে থাকতাম। আমার জীবনের প্রথম দুর্ঘটনা ও এই নিয়ে, মুরগির ছানা ধরতে গিয়ে মুরগির আক্রমনের স্বীকার
আমি একুরিয়ামে মাছ পালনের চেষ্টা ও করেছিলাম বেশ কয়েকবার, কিন্তু কোন এক অজানা কারনে মাছেরা ২/১ সপ্তাহের মধ্যেই পটল তুলত এবং তা দেখে আমার ঘরের লোকজন খুবই আনন্দিত হত কারন পৃথিবী যত আনন্দ আছে তার মধ্যে সবচেয়ে আনন্দ পাওয়া যায় মনে হয় " I Told u so " বলতে পেরে...
সেই আমি যখন করার কিছু না পেয়ে অবশেষে পাখি পালার সিদ্ধান্ত নিলাম তখন আমার বাসার লোকজন ছাড়া সবাই ভয়াবহ রকম আশ্চর্য হল এবং আমার মানসিক সুস্থতা নিয়ে গত ২০ বছরে যত আলাপ হয়েছে আবার ও তার পুনরাবৃত্তি ঘটল। কিন্তু আমি " পরাজয়ে ডরে না বীর " ![]()
সিদ্ধান্ত তো নিয়ে ফেললাম পাখি পালবো, কিন্তু কোনটা?
শুরু হল নেট ঘাটাঘাটি, অবশেষে বেসিক আলীতে নাম দেখলাম মুনিয়া পাখি, তাই সই। মুনিয়াই পালুম।
এবার কেনার পালা, গেলাম সেলবাজারে, ক্লিক বিডিতে। আরে এত কম দাম!!!! আরেকটু সার্চ, বাসার আসে পাশে কেউ আছে কিনা দেখতে গিয়ে কিছু কবুতরের পোস্ট দেখলাম এবং কিছু বাজারিগরের ও পোস্ট দেখলাম এবং সেই পোস্ট দেখে সিদ্ধান্ত বদল, কিনলে কিনব বাজারিগর। শুরু হল আবার নেট ঘাটাঘাটি, কি পাখি, কি খায়, কেমনে খায় , কেমনে পালে। অসংখ্য ওয়েবসাইট ঘেঁটে বুঝলাম অতি ভালো এই পাখি। পালা খুবই সহজ, নভিসদের অন্য পাখি পালার নেট প্র্যাকটিস হিসেবে বাজি পালতে বলা হয়!!!! সব পড়ে ঐ কৌতুকের কথা মনে পড়ল, “ স্যার আমি আমার মুরগীরে কিছু খাইতে দেই না, সকালে সবারে ২ টাকা ধরাই দিয়ে বলি নিজে চরে খা”
অবশেষে একদিন মিরপুর-১ এ গিয়ে কিনেই ফেললাম ২ টা পাখি সাথে খাঁচা আর খাবার পাত্র, পানির পট, এবং খানা সব মিলিয়ে ৯০০ টাকা। আর খাওয়ার যে দাম দেখলাম তাতে বুঝলাম মাসে বেশি হলে ১৫/২০ টাকা খরচ হবে ![]()
দোকানদার কইল, ১ মাসের মধ্যে পাখি ডিম দিবে আর ১৫ দিনেই বাচ্চা !!!
বাসায় আনা হইল, বাসার সবাই আবারো সেই লুক দিল...... আর কইল “আমাদের ঘরের হাত নাকি ভালো না, আমাদের হাতে কিছু হয় না!!!!”
এরি মধ্যে আমার মামাত ভাইয়ের ও শখ জাগল, সেও কিনবে। সে কিনল একজন ব্রিডারের কাছ থেকে, তার কাছ থেকে জানলাম এই পাখিরে আরও অনেক কিছু দেয়া লাগে, মিনারেল ব্লক তার মধ্যে একটা। আবার যাও মিরপুর-১ সেখান থেকে ব্লক কিনতে গিয়ে বিএসবি এর নাম জানা এবং গ্রুপে যোগদান। পরে জানতে পারলাম আমার পাখি নিজেরাই মাত্র ডিম ঠেকে ফুটা বাচচা, ডিম দিবে কি ?!!![]()
![]()
এরি মধ্যে আরও ২ টা পাখি কিনলাম !!! এর মধ্যে একটা আবার উড়ে গেলো!!! এই পাখি নিজে থেকে খাঁচার দরজা তুলতে পারে সেটা কে জানত!!! আবার প্রথম কেনা পাখিদের একটা ডায়েরিয়ায় মারা গেলো ![]()
শুরু হল আমার সত্যিকারের পাখি পালা, অভিজ্ঞ ব্রিডারদের বাসায় যাওয়া আসা, তাদের পাখি পালন দেখা, তার অনুকরন করা, সারাদিন ফেসবুক আর বিভিন্ন ওয়েবসাইটে বসে পাখির উপর যত গ্রুপ আছে সবগুলোতে যোগদান করা এভাবে আবার নতুন করে আরও পাখি কেনা, প্রয়োজনীয় অসংখ্য ঔষধ, কাটল বোন কেনা। সপ্তাহে ২/৩ দিন শাক দেয়া, ২/৩ দিন সব্জি দেয়া। মামাতোভাইকে সাথে নিয়ে কত অদ্ভুত জায়গায় ঘুরেছি !!! এভাবে করতে করতে ৪ মাসের মাথায় আমার বাসায় প্রথম কোন বাজিগরের বাচ্চার জন্ম, ২১ শে জুলাই। প্রথম রোজার দিন ইফতারের কিছুদিন পরেই ![]()
কিন্তু আবার ও দুর্ভাগ্য, ১ মাস বয়সে আবার ও খাঁচার দরজা তুলে এই বাচ্চাদের পলায়ন এবং কেবল একজনই রয়ে গেলো, বেচারা সবচেয়ে ছোট হওয়ায় বুঝতে পারে নাই
অন্য যারা উড়ে গেলো তাদের জন্য এখন ও খারাপ লাগে এই কারনে যে তারা কিন্তু মুক্ত থাকতে পারবে না। কাকের শিকারে পরিণত হবে ![]()
একমাত্র রয়ে যাওয়া ![]()
আবার ও বাসার ডায়ালগ তোর দ্বারা হবে না, আমাদের হাতে এসব হয় না। এসব করে লাভ কি?
কিন্তু লেগে ছিলাম আর তার ফল এখন পাচ্ছি। এখন আমার কাছে ৪০+ পাখি সব সুস্থ স্বাভাবিক , সারাদিন কিচিরমিচির করে ঘরের মানুষ কে ব্যতিব্যস্ত করে রাখছে।
আর এই পাখির এত রকমের রঙ বৈচিত্র্য , মিউটেশন, হাজার রকম ভেদ দেখে আমার আর সময় কাটানোর উপায় ও খুজতে হয় না। কারন এই পাখির কান্ড কীর্তি দেখে ঘণ্টার পর ঘণ্টা পাড় করে দেয়া ও কোন ব্যাপার না। আর নতুন বাচ্চাদের সব কিছুই এত অসাধারন যে আমি আসলেই ঘণ্টার পর ঘণ্টা এদেরকে নিয়ে পার করি। আস্তে আস্তে উড়তে শেখা, খেতে শেখা, খেতে খেতে ঘুমিয়ে যাওয়া ![]()
![]()
আমার সঙ্গী সাথিরা ![]()
আমার ঘরের প্রথম বাচ্চা ( পলায়নে অনিচ্ছুক
, এখন সে পূর্ণবয়স্ক) 
আমার কেনা প্রথম পাখিটা, এখন সে গর্বিত মাতা ![]()
ওহ মাত্র ৯০০ টাকা দিয়ে যাত্রা শুরু করেছিলাম এখন ১ বছর পরে হিসেব করে দেখি আমার খরচের খাতায় ২২০০০ টাকার বেশি দেখাচ্ছে !!! কিন্তু গত ১ বছরে যেই অপরিসীম আনন্দ আমি পেয়েছি তার তুলনা ও তো কোথাও পাওয়া দুস্কর
কারো যদি বাজেরিগর নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে
বিএসবি
Feather Aviary
এবং আরও অসংখ্য গ্রুপ রয়েছে, এই গ্রুপের অধিকাংশ সদস্যই খুব হেল্পফুল এবং প্রয়োজন হলে বাসায় এসে ও সাহায্য করে এতটাই আন্তরিক!!!!
আর নিজে নিজে শিখতে চাইলে এই ওয়েবসাইট খুব ই ভালো প্রাথমিক ধারনার জন্য
বাজি প্লেস
হ্যাপি ব্লগিং
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭
আমি সুফিয়ান বলেছেন: মাঝে মাঝে বিক্রি করি তো !!!!
নাহলে তো এতদিনে ৬০ এর উপ্রে থাকত, বাসায় জায়গা নাই তাই বিক্রি করতে হয়। কিন্তু মাঝে মাঝেই বিক্রির এড দেয়ার পরেই মায়া পড়ে যায়, তখন আবার রেখে দেই।
আর খরচ তুলতে হলে প্রফেশনাল ব্রিডার হতে হবে, পাখিকে মুরগির মত করে পালতে হবে, আমার দ্বারা সেটা সম্ভব না
বাজির মিউটেশন মজার জিনিস, মিশ্র রঙ কেন? আরও অনেক অদ্ভুত কিছু ও দেখা যায় ![]()
ধন্যবাদ
২|
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯
িনদাল বলেছেন: পাখি খাঁচার দরজা খুলে পালায় যায় মানে কি ! তালা মেরে রাখেন। আর পাখির নাম টা আসলে কি ? বদ্রি/বাজারিগর/বাজিগর/বাজি ??
ছবিগুলা ভাল হইসে। +++++++
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯
আমি সুফিয়ান বলেছেন: এখন দরজা বেঁধে রাখি..
আর এর নাম বাজেরিগর, বাংলা কোন নাম নেই।
কলকাতায় বদ্রি বলে, আমরা সংক্ষেপে বাজি বলি।
কাটাবনে বাজ্রিকা অথবা বাজিগর বলে
৩|
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭
মায়াবী রূপকথা বলেছেন: সেই কবে শেষ পাখিটাকেও মুক্ত করে দিয়েছি। ভবতেওভালোলাগে সেইসব দিনের কথা।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০
আমি সুফিয়ান বলেছেন: এই পাখিকে আসলে মুক্ত করা ও সম্ভব না, এরা আমাদের মুক্ত পরিবেশে টিকতে পারবে না
৪|
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার একটি পোস্ট। প্রিয়তে নিয়ে নিলাম। সাথে প্লাস রইল অবশ্যই।
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪
আমি সুফিয়ান বলেছেন: ধন্যবাদ ![]()
৫|
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর পাখি! এই পাখির কান্ডকীর্তি দেখে নাকি ঘন্টার পর ঘন্টা পার করে দেয়া যায়। তো কিছু বর্ণনা দিতেন সেই কান্ডকীর্তির!
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১
আমি সুফিয়ান বলেছেন: পোষ্ট বেশি বড় হয়ে গিয়েছিল তাই শেষের দিকে কাটছাঁট মেরেছি
আর এই পাখির কাজ কর্ম দেখাতে হলে ভিডিও দেখাতে হবে
৬|
০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭
অপর্ণা মম্ময় বলেছেন: খুব চমৎকার সব ছবি দেখলাম।
নিজের হাতে পাখি পালন , তার পরিচর্যা , পাখির বাচ্চা বা নিজের হাতে লাগানো গাছের প্রথম ফল বা ফুল দেখার যে আনন্দ সেটা কোনও কিছুর সাথেই তুলনীয় নয় !
হ্যাপি পাখিপালন ! সঙ্গী সাথি নিয়ে ভালো থাকুন , আনন্দে কাটুক আপনার সময় !
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪
আমি সুফিয়ান বলেছেন: ধন্যবাদ, হুম প্রথম বাচ্চা দেখার অনুভূতি......
প্রথম ফুল দেখার অনুভূতি ও অসাধারন কিন্তু এতটা না
৭|
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩
পরিযায়ী বলেছেন: ভাই, আপনার স্কাইপি আইডি যদি থাকে আমাকে অ্যাড করেন। please..
krypton604
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪
আমি সুফিয়ান বলেছেন: করলাম
৮|
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন ...
আরো লেখতেন............
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৮
আমি সুফিয়ান বলেছেন: ভাই অনেকদিন পড়ে কিছু লিখলাম, একটু লেখার পরই হাপ ধরে গেছে ![]()
৯|
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
ধানের চাষী বলেছেন: বাজরিগার বেশ মজার পাখি, খাঁচায় দোলনা বা অন্য কিছু খেলার মতো থাকলে দারুন খেলা দেখা যায়। অনেক বুদ্ধিমান পাখি।
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬
আমি সুফিয়ান বলেছেন: হুম, দোলনা, চুড়ি, মই বা কাগজের যেকোন হোমমেড খেলনা সব কিছুতেই আগ্রহ
১০|
১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪০
িনদাল বলেছেন: বদ্রি পাখির মিউটেশন নিয়ে একটা ডিটেইল পোস্ট দেন
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯
আমি সুফিয়ান বলেছেন: তাহলে অনেক বোরিং আর অনেক বড় একটা পোষ্ট দিতে হবে, আর আমি এখন ও সব মিউটেশন সম্পর্কে জানি না
১১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪
ফয়সল নোই বলেছেন: দারুন !
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
আমি সুফিয়ান বলেছেন: ধন্যবাদ
১২|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার টিয়া পাখি মারা গেছে, আব্বু বলেছে আর কোন দিন কোন পশু পাখি কিনে দিবে না।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
আমি সুফিয়ান বলেছেন: শুনে মন খারাপ হলো
একটু কেয়ার নিলেই পশু পাখির যত্ন নেয়া যায়, শুধু সঠিক নিরদেশ্না প্রয়োজন। আমি এখন বাসার বাইরে তারপর ও আমার পাখি গুলো ভালই আছে। বাসার লকজনেখন তাদের যত্ন নেয়
আর ভবিষ্যতে পালতে চাইলে কেজ বার্ড পালুন। টিয়া আমাদের দেশের পাখি, এরা মুক্তই থাকুক না ![]()
১৩|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পাখিপোস্ট। সেই সঙ্গে হৃদয় বিদারক ঘটনা। চমৎকার হয়েছে। তবে খাচায় পাখি পালা আমার কাছে তাদের স্বাধীনতার হস্তক্ষেপ মনে হয়।আমার মুক্ত বিহঙ্গ বেশি ভাল লাগে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
আমি সুফিয়ান বলেছেন:
এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই দেখা যায়। বনসাই গাছের ক্ষেত্রেও তাই বলা যায়
আমরা যেই মাছ, মাংস খাই সেক্ষেত্রে ও এটা বলা যায়।
আমি শুধু এটা বলব এই পাখি গুলর জন্ম হয়েছে কেজে, এরা অবশ্যই মুক্ত প্রিবেশে বেড়ে উঠার অধিকার রাখে, কিন্তু সেটা আমাদের দেশের প্রিবেশে না। আমি যদি আমার পাখি গুলোকে আজ ছেড়ে দেই, ১ দিন ও এরা টিকবে না
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪২
টেস্টিং সল্ট বলেছেন: খাঁচার দরজায় তালা দেন মিয়া
বুদ্ধি দেবার জন্য খাওয়া পাওনা রইলো
তাদের দেখে ভাল্লাগলো। আমার চারটে পাখি ছিলো, একজন দুটো ডিমও দিয়েছিলো। বাসার দরজা খোলা পেয়ে এলাকার ছেলে পিলে রা ডিমের উপর থেকে মা পাখিকে চুরি করে নিয়ে যায়
মিশ্র রঙের পাখি আগে দেখি নি।
আপনি বিক্রি করছেন না কেনো?? আপনার খরচ উঠে আসবে।
পোস্ট প্লাসায়িত এবং প্রিয়তে