![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী আমি জীবনের পোষাক পরিধান করেছি, অথচ কারো কাছে পরামর্শও চাইনি, আর নিজেও নানা চিন্তাধারার মধ্যে উদভ্রান্ত থেকেছি। অচিরেই এ পোষাক আমি খুলে ফেলবো, অথচ এখনো আমি জানলামনা কেন এসেছি এবং কোথায় আমার ঠিকানা।
বৃটেনে আসলাম মাত্র দু মাস হল।প্রতিদিন নতুন নতুন বিষয় শিখছি।নতুন বন্ধুদের সাথে পরিচিত হচ্ছি।এখানকার নিয়ম কানুন সব কিছু জানার চেষ্টা করছি।
প্রথম ক্লাশেই স্যার বলে দিলেন আপনারা সবাই এখানে নতুন।অন্যরকম পরিবেশ।বিচিত্র আবহাওয়া।কঠিন নিয়ম কানুন।
আপনি,আপনারা এদেশে আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন,সুতরাং লক্ষ্য রাখতে আপনার দ্বারা যাতে আপনার দেশের কোন বদনাম না হয়।চেষ্টা করবেন আপনার দ্বারা আপনার দেশের মর্যাদা ,সুনাম হয়।
এখানে আসার পর থেকে নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে।হারুন সাহেব নামে এক বড় ভাইয়ের সাথে পরিচিত হলাম।যিনি জাতিসংঘের জেনেভা অফিসে কর্মরত ছিলেন।অনেক দিন তিনি ইউরোপে।তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাই।তিনি বৃটেনের 3w বিষয়ে সতর্ক করলেন।
3 W হল-
1.weather- এখানকার আবহাওয়া একদম বাজে। কখন বৃষ্টি, কখন রোদ তার কোন ঠিক ঠিকানা নেই।বাতাসে সব সময় কঠিন ঠান্ডা ভেসে বেড়ায়।
এখানে যথাসম্ভব ঠান্ডা এড়িয়ে চলতে হবে। একবার ঠান্ডা লাগলে ছয়মাসেও তা আর সারবে না। হয় দেশে যেতে হবে ,নয়তো কষ্ট ভোগ করতে হবে।
2.wine- বিভিন্ন রকমের মদ এখানে পাওয়া যায়। প্রতিদিন নতুন নতুন ব্রান্ডের মদ বাজারে আসে। বিশ্বের সব দেশের মদ এখানে পাওয়া যায়।প্রতি মাসেই মদের বোতলে ডিসকাউন্ট থাকে।তাছাড়া মদ এখানে সহজলভ্য।একবার যদি আসক্তি এসে যায়, তাহলে আর ছাড়াবার উপায় নাই।
3.woman- নারীদের পারিবারিক সম্পর্কে কোন আস্থা নেই।দিনে দিনে ফ্রেন্ড বদলায়। নামে মাত্র কারো পরিবার থাকলেও তারা বহুগামিতায় অভ্যস্থ।জার্নিতে আপনার পাশেই হয়তো কোন সুন্দরী ললনা বসে হাই হ্যালো বলবে।এখানে বাহিরে বের হলেই ক্লিভেজ দেখা একদম ফ্রি।অনেক মেয়েই ফুলপ্যান্ট পরতে অভ্যস্থ নয়। মেয়েরা হাটুর উপর পযর্ন্ত একধরনের মোজা পরে ।যা পরা না পরা সমান কথা।দেখাতেই তারা খুব বেশী পটু।একবার যদি পিছু নেয় ,তাহলে শেষ না দেখে আপনাকে ছেড়ে দেবেনা। সুতরাং সাবধান থাকবেন।
২| ৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৫
ধ্রুব তারা বলেছেন: আমিও আজ দু বছর ধরে আছি, কিন্তু wine এর ব্যাপারটা শুনিনি। আর মজার ব্যাপার হলো আমি এও কখনো দেখিনি যে এখানকার মেয়েরা পিছু নেয় ছেলেদের। এরা Sex এর ব্যাপারে ফ্রি সেটা সত্য। কিন্তু তার জন্য কারো পিছু নেওয়ার তো দরকার নেই।
৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৪
সুঘ্রাণআবদুলকােদর বলেছেন: এটা একজনের উপেদশ।একেক জনের ক্ষেত্রে বাস্তব ঘটনা একেক রকম হতে পারে বা ঘটতে পারে।
৩| ৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৭
ত্রেয়া বলেছেন: সরি ওখানে woman হবে শব্দটি।
৪| ৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৯
সুঘ্রাণআবদুলকােদর বলেছেন: work এর ব্যাপারটি ও একই রকম । কখন কোন কারনে চলে যাবে তা বুঝা কঠিন।
৫| ৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৭
চাঙ্কু বলেছেন: লন্ঠন ?? আফসুস
৬| ৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৬:০২
হাশেম বলেছেন: এই প্রবাদটি মনে হচ্ছে সারা ইউরোপে।
আমিও আসার পর শুনেছি এই www বিশ্বাস নাই: weather, woman, work.
৭| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:৪৪
হাসান বলেছেন: কি ভাই লিংগ সাবধানে রাখতে বলছি দেখে মন্তব্যটি ডিলিট করেছেন নাকি? এত দূর্বল লিংগ নিয়ে বিদেশের মাটিতে পা রাখছেন কেন?
৮| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৬
দূরন্ত বলেছেন: ২ বছর পার হলো, এখনো কোনো woman পিছু নিল না। আফসুস....
৯| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৮
কাজ করে খাই বলেছেন: দূরন্ত বলেছেন: ২ বছর পার হলো, এখনো কোনো woman পিছু নিল না। আফসুস....
আমার ১৪ বছর হলো - যাবতজীবন - এখনো কোন খবর নেই!?
১০| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৮
হাসান বলেছেন: কাজ করে খাই বলেছেন: দূরন্ত বলেছেন: ২ বছর পার হলো, এখনো কোনো woman পিছু নিল না। আফসুস....
আমার ৪ বছর ২ মাস... এখনোও কোনো খবর নাই!?
১১| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:২১
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ছাগলামী করার আগে আপনার আরো কিছু জানা দরকার ।
১২| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৪
আগুন পাখি বলেছেন: বিদেশে যাবার আগে কত শখ ছিল সাদা মেয়েরা ঝাপায়া পরবো...... আজ পর্যন্ত কোন মেয়ে ঘুরে ও তাকাইলোনা : ( : ( : (
আপনারে যে ব্যাডা পরামর্শ দেছে ত্যানারে জিগান কয়ডা মাইয়া হ্যার উপর ঝাপায়া পরছে? আপনে বুকে হাত দিয়ে বলুনতো কোন মেয়ে আপনাকে তাকিয়ে দেখছে কি-না?
এইসব বাজে পোষ্ট দিয়ে নিজেদের আর ছোট কইরেন না .....
১৩| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯
নীল বাউল বলেছেন: এইসব বাজে পোষ্ট দিয়ে নিজেদের আর ছোট কইরেন না .....
১৪| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০২
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: চাঙ্কু বলেছেন: লন্ঠন ?? আফসুস
১৫| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৫
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: জি আমিও শুনছি লন্ঠনের মাইয়াদের দাঁতে নাকি বিষ আছে, একবার কামড়াইলে আপনে শেষ।
সাবধান থাইকেন ভাই।
১৬| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬
বিবর্তনবাদী বলেছেন: এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ছাগলামী করার আগে আপনার আরো কিছু জানা দরকার ।
১৭| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫
অন্যরকম বলেছেন: বিলেতের ছাগলগুলা কেমন!!!!! -
১৮| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১১
কাঙাল মামা বলেছেন: বিদেশের মাটিতে কিছু আবাল আর সকল বিদেশি মেয়েদের বেশ্যার হবার কাহিনী (১৮+ হতে পারে)
১৯| ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১
মুভি পাগল বলেছেন: ইংল্যাণ্ড যাইবার মঞ্চায়।
ক্লিভেজ কি?
২০| ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
লড়াকু বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ছাগলামী করার আগে আপনার আরো কিছু জানা দরকার ।
২১| ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
জানা বলেছেন: প্রথম ক্লাশেই স্যার বলে দিলেন আপনারা সবাই এখানে নতুন।অন্যরকম পরিবেশ।বিচিত্র আবহাওয়া।কঠিন নিয়ম কানুন।
আপনি,আপনারা এদেশে আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন,সুতরাং লক্ষ্য রাখতে আপনার দ্বারা যাতে আপনার দেশের কোন বদনাম না হয়।চেষ্টা করবেন আপনার দ্বারা আপনার দেশের মর্যাদা ,সুনাম হয়।
-----------------------------------------------------------------------------
ভাই সুগন্ধআব্দুলকাদের, কেবল মাত্র আপনিই দেখছি আপনার মাননীয় শিক্ষকদের কথা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। সুনামে, মর্যাদায় দুঃখী এ, দেশকে গৌরবান্বিত করে চলেছেন।
ভাইরে, মাত্র দু'মাস আগে একটি দেশে এসে ঐ দেশ সম্পর্কে এমন বিশাল একটি গবেষনামূলক লেখায় বিমোহিত হলাম। আপনার এই স্বল্প সময়ের গবেষণার বিশেষ ফলাফলটি নিশ্চয়ই এ,দেশের সর্বসাধারণ মানুষের উপকারে আসবে। আর কেউই কোন দিন আপনার অভিজ্ঞতায় ভাগ বসাতে বিলেত যাবার চিন্তাও করবে না। যাঁরা গেছেন এবং অনেক দিন যাবৎ নিজেদের কেবল নানান কাজকর্মে নিয়োজিত রেখেছেন, তাঁদের চোখ এবার খুলে যাবে আপনার লেখা পড়ে। তাঁরা দলে দলে ফেরত আসবেন এইবার। তবে আপনাকে ওখানে থাকতেই হবে। নতুবা আমরা এমন সুচিন্তিত গবেষণামুলক লেখা থেকে বঞ্চিত হবো। আপনি নিসন্দেহে গুনীজন......।
কেবল মাত্র আপনিই দেখছি আপনার মাননীয় শিক্ষকদের কথা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। এ, দেশকে গৌরবান্বিত করে চলেছেন।
মর্যাদাবোধ, সহনশীলতা, পারষ্পরিক শ্রদ্ধাবোধ ইত্যাদি আমরা এবার কিছুটা শিখতে পারবো মনে হচ্ছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২২| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪০
হোরাস্ বলেছেন: আপসুস এই পোস্টটা ডেন্ড্রাইটরে ফেল মারতে পারল না।
২৩| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪
শান্তির দেবদূত বলেছেন: অনেক দিন পর ডেনড্রাইটের কথা মনে পড়লো হোরাসের কমেন্ট দেখে। এতদিনে কত মাইনাস পড়েছে দেখার জন্য ঐ ব্লগে গিয়ে দেখি ব্যাটা ঐ পোষ্ট মুছে দিয়েছে !!! আফসোস, নতুন ব্লগাররা ঐ মজা থেকে বঞ্চিত হইলো ......মডুরা কি কোন ভাবে ঐ পোষ্ট ফিরিয়ে আনতে পারে না ?
Click This Link
২৪| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ২:২০
দেশী পোলা বলেছেন: ভাইয়া, আপনি তো একটা মহাগুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন!
এতদিনে বুঝতে পারছি, লন্ডনে গেলেই কেন আমার চারদিকে একটা মেঘলা মেঘলা ভাব থাকে, আর সুন্দরী লন্ডনীরা মদের বোতল নিয়ে আমার পিছে ধাওয়া করে! তাজ্জব কি বাত, এতদিনে জানলাম!
২৫| ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২১
সোনালীডানা বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: চাঙ্কু বলেছেন: লন্ঠন ?? আফসুস
২৬| ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
'লেনিন' বলেছেন: নামসর্বস্ব কিছু ইউনিভার্সিটি আর কলেজ আছে লণ্ঠনে যারা কাজের পারমিট আর স্টাডি ভিসা যোগাড় করে দেয়। লেখাপড়ার নামে ঠনঠন।...
২৭| ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭
হাসান মাহবুব বলেছেন: সবাই খালি পোস্টদাতার দোষ দিতাছে ক্যান! তারে তো সবক দিসে হারুন সাহেব নামে এক বড় ভাই! আপ্সুস।
২৮| ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩
সুবিদ্ বলেছেন: @হামাঃ সবাই উনার ভবিষ্যত উপদেশের কপি-পেষ্ট মার্কা পোষ্টের হাত থেকে বাঁচতে চায়, বোধ হয়.....)
কবে যে যামু লন্ডন!!
২৯| ০২ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৫
রাজিবুল ইসলাম বলেছেন: ভাই নিজের সংস্কৃতিকে প্রতি শ্রদ্ধাবোধ থাকা মানেই অন্যের সংস্কৃতির দূর্নাম করা নয়, এই ব্যাপারটি এই ব্যাপারটি একটু বুঝে দেখবে। এতে নিজেদের হীন মানসিকতার পরিচয় দেওয়া হয়।
৩০| ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০১
উড়াল পাখি বলেছেন: এইসব বোকাচোদা... ৩য় শ্রেনীর ব্লগার এর লেখা
সুঘ্রাণ এর দারা আবার ও প্রমানিত হল অল্প বিদ্যা ভয়ংকরি। আমি প্রায় ৯ মাস হলো লন্ডনে, এমন উদ্ভট কাহিনী কারো কাছে শুনিনি…
উনার behave টা অনেকটা বাংলা ছবির গ্রামের কমেডিয়ান এর মতো, হঠাত একদিন ঢাকা আসে। তারপর তার এতো বড় শহর দেখে বলে… এ দেহি ঢাহা শহর, কত্তো বড়, আর মাইয়া গুলান কী সুন্দর।
আর আমি যতদুর জানি 3w means: work, weather & women. But এই wine তিনি কোথায় পেলেন আল্লাহই মালুম।
Work: মানে হলো এখানে চাকরির কোনো certainty নাই। যেকোনো সময় চাকরি হারাতে পারেন/ আবার পেতেও পারেন।
Weather: কাহিনী একই শুধু পল্ট ভিন্ন। হাসান ভাই বলেই গেছে
Women: আমি জানিনা উনি ঢাকা শহরের খবর কতটুকু রাখেন (যেটা আদনান ভাই খুব সুন্দর করে বলে গেছেন) Its natural… “Where is money there is honey”
ভাই আপনাদের মতো মূখ্র লোকেদের জন্য আজ লন্ডনে বাংলাদেশীদের এতো হীন্মন্যতায় থাকতে হয়।
৩১| ১২ ই জুন, ২০১০ বিকাল ৪:২৬
ডেমিয়েন থর্ন বলেছেন: ভাইজান দেশে চলে আসেন, আপনার আর কষ্ট করে ও দেশে থাকার দরকার নাই। বাংলাদেশ ও লন্ডন হয়ে গেছে, যেখানে সেখানে ক্লিভেজ দেখা যায়।
৩২| ০৮ ই জুন, ২০১১ দুপুর ১:০৩
মনিরুল ইসলাম বাবু বলেছেন: লন্ডন যাইতে মুঞ্চায়
৩৩| ০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৪১
রন্টি চৌধুরী বলেছেন: বুঝলাম না এই নির্দোষ পোষ্টটায় লোকজন এত ক্ষেপে গেলেন কেন? পোষ্টদাতা মাত্র ২ মাস প্রবাসে আছেন বলে তাই? কিন্তু তিনি তো জনৈক হারুন সাহেবের ভাষ্য শোনাচ্ছেন। বলছেন যে তিনি দুমাস লন্ডনে আছেন উনার শিক্ষক তাকে এটা বলেছেন, হারুন সাহেব ওটা বলেছেন। নির্দোষ পোষ্ট।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:০০
ত্রেয়া বলেছেন: 3w টা বোধহয় weather, women and work।
বলা হয় যে এখানে weather, women আর work এর কোন ঠিক নেই।আবহাওয়া মুহূর্তেই বদলে যেতে পারে,কাজ যে কোন সময় চলে যেতে পারে আর সঙ্গিনীটিও যে কোন সময় আপনাকে ছেড়ে চলে যেতে পারে।
wine এর ব্যাপারে আগেতো শুনিনি।