![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমিয়েত্রা ,
রাত কি অনেক হয়েছে ?
নাকি এখন অনেক ভোর ?
অমিয়েত্রা ,
এখনও কি জেগে আছো ?
নাকি মধুর কোন স্বপ্নে বিভোর ?
অমিয়েত্রা জানো ?
আমার চোখে ঘুম নেই ,
আমার রাতে আঁধার নেই ,
আমি এই নেই , এই আছি !
অমিয়েত্রা শুনো,
আমি স্বপ্ন দেখি না ,
দু'হাতে দুঃখ ছুঁই না ,
শুধু ঘুরে ফিরে বেড়াই তোমার-
স্বপ্নের কাছাকাছি ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৫:৪৯
সুইসাইড সাইলেন্স বলেছেন: আপনাকেও
৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:১০
জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ হলাম পাঠে।
ধন্যবাদ কবি।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৯:৩৯
রাফা বলেছেন: বাহ্ .......বেশ চমৎকার লিখেছেন।খুব ভালো লাগলো।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:৪০
সুইসাইড সাইলেন্স বলেছেন: ধন্যবাদ আপনাদেরকে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৫:৩২
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, ধন্যবাদ!