নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুইসাইড সাইলেন্স

আমার কিছু না করতে খুবই ভাল লাগে। মাঝে মাঝেই বৃষ্টিতে আটকা পড়ে থাকি। ভালই লাগে। আমার কোন তাড়া থাকে না কখনোই। জীবনের দৌড় টা হেটে হেটেই পার হয়ে যেতে চাই, যতদূর যাওয়া যায় আর কী! খুব বেশি দূর আমার ভাল লাগে নি কখনোই।

সুইসাইড সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা; তারপর

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

"রাগী রাগী গলায় মা জিজ্ঞেস করেন
-ছেলেটা কি করে ?
কাঁদো কাঁদো স্বরে মেয়েটা উত্তর দেয়
-অনেক ভালো গিটার বাজায় !"

আর তারপর ,

মেয়েটা আন্ডা-বাচ্চা ফুটায় । তখনো ছেলেটা গিটার বাজায় । গিটারের দুইটা তার কেটে যায় । নতুন তার কিনতে টাকা লাগবে । এই বয়সে আর গিটারের তার কেনার কথা বাসায় বলা যায় না । ছেলেটার গিটারে আর ভালো সুর ওঠে না । ক্লান্ত দুপুরগুলোতে এখন আর কেউ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে গিটারের টুং টাং শোনে না । এখন আর কাউকে বিশেষ দরকারও পড়ে না অবশ্য !

আরো কিছুটা দিন কেটে যায় । মেয়েটা বাচ্চাকে নিয়ে স্কুলে যায় । ছেলেটা বাইকে করে অফিসে যায় । রাস্তায় দেখা হয়ে যায় আবার । হাসি-হাসি মুখে দু'জনই দু'চার টা কথা বলে , চলে যায় । এখন দু'জনেরই ব্যস্ততা আছে । ব্যস্ততার মধ্যে ভালবাসারা থাকে না । ভালবাসারা ব্যস্ততা পছন্দ করে না । ব্যাস্ত মানুষদের জন্য ভালবাসা নয় ।
ভালবাসা হচ্ছে বেকার নামক অফুরন্ত সময়-বিশিষ্ট সুন্দর মানুষদের জন্য ।

মধ্যরাতে টিং টং শব্দে মেয়েটার ফোন টা বেজে ওঠে । ছোট্ট একটা মেসেজ । "Thank you, for letting me love you." মেয়েটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ।
মেয়েটার রিপ্লাই , "And... thank you, for loving me."
ছেলেটাও হাসছে । তৃপ্তির হাসি । তৃপ্তির হাসিতে শব্দ থাকে না ।

ভালবাসায় কখনো হার-জিত থাকে না । ভালবাসায় লাভ-লোকসান থাকে না , কারন ভালবাসার সাথে রুম-ডেট নামক কোন শব্দের সম্পর্ক নেই । ভালবাসা কে.এফ.সি পিজা-হাটের এয়ার কন্ডিশনারে ঢুকতে ভয় পায় । ভালবাসা বরং ক্যাম্পাসের গরম চটপটিতে ভীষণ স্বাচ্ছন্দবোধ করে ।
ভালবাসাগুলো কখনো শেষ হয়ে যায় না । কখনো শহুরে রাস্তার সোডিয়াম বাতির হলুদ আলোর নিচে ঘুরে ফিরে বেড়ায়, কখনো অজ-পাড়াগাঁয়ের কোন শান্ত দিঘীর পাড়ে একলা বসে জোছনা দেখে ।
যেখানেই থাক , যেভাবেই থাক । ভাল থাক পৃথিবীর সব প্রেমিক-প্রেমিকা । ভাল থাকুক ভালবাসা । ^_^

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

অসমাপ্ত গল্পের লেখক বলেছেন: সত্যিই তাই

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১

হানিফুর রহমান হানিফ বলেছেন: এই রকম ভাবতে ভালো লাগে। কিন্তুু বাস্তবতা ভিন্ন।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: এখন দু'জনেরই ব্যস্ততা আছে । ব্যস্ততার মধ্যে ভালবাসারা থাকে না । ভালবাসারা ব্যস্ততা পছন্দ করে না । ব্যাস্ত মানুষদের জন্য ভালবাসা নয় ।
ভালবাসা হচ্ছে বেকার নামক অফুরন্ত সময়-বিশিষ্ট সুন্দর মানুষদের জন্য ।

ইহা আপনি কি বলিলেন । :)

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৮

সুইসাইড সাইলেন্স বলেছেন: হাহাহ্ !!! এরকমই মনে হয় আমার :)

৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২১

সুইসাইড সাইলেন্স বলেছেন: যথার্থ বলেছেন ।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৫

সুমন সোহান বলেছেন: খুবই প্রশান্তি পাইলাম। ধন্যবাদ।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৯

সুইসাইড সাইলেন্স বলেছেন: শুনিয়া পুলকিত হইলাম :)

৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: জয়তু ভালবাসা।
ভাল লাগা রইল ভাই।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

সুইসাইড সাইলেন্স বলেছেন: ধন্যবাদ :)

১০| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: লেখা ভাল লেগেছে ।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৭

সুইসাইড সাইলেন্স বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.