![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাহ,
বিশাল এই পৃথিবীর কিছুই দেখি নি , কিছুই জানি নি , শিখি নি , বুঝি নি ।
ছোট্ট এই জীবনে শুধু কিছু মুহুর্ত বেঁচেছি ,
যখন রেস্টুরেন্টে খাবার পর ওয়েটারের হাতে পঞ্চাশ টাকার নোট ধরিয়ে দিয়ে নিশ্চিন্তে চুয়িংগাম চিবাইতে চিবাইতে বেরিয়ে এসেছি... এবং যখন পঞ্চাশ টাকার নোট পকেটে নিয়ে আরো সপ্তাহ-খানেক চলতে হবে ভেবেও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছি ।
কে জানে !
হয়তো জীবন শিখছি !
©somewhere in net ltd.