নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুইসাইড সাইলেন্স

আমার কিছু না করতে খুবই ভাল লাগে। মাঝে মাঝেই বৃষ্টিতে আটকা পড়ে থাকি। ভালই লাগে। আমার কোন তাড়া থাকে না কখনোই। জীবনের দৌড় টা হেটে হেটেই পার হয়ে যেতে চাই, যতদূর যাওয়া যায় আর কী! খুব বেশি দূর আমার ভাল লাগে নি কখনোই।

সুইসাইড সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

প্রেম আবার

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

সিগারেটে প্রথম টান-
দুঃখ নিয়াই দিছি ।
তুমি চলে গেছো ।
প্রেম চলে গেছে ।
প্রেম দূরে থাকতে পারে না ।

প্রেম আবার আসবে ।
প্রেম আবার আসে ।
বার বার আসে ।

প্রেম হাসে,
তোমার মত করেই হাসে ।
আমি প্রেমে পড়ে যাই ।

আবার প্রেমে পড়ব ।
নতুন প্রেমেই পড়ব ।
প্রথম প্রেমেই পড়ব ।
প্রেম দ্বিতীয় হয় না , তৃতীয় হয় না ।

প্রেম আমি ভাল-পাই ,
বার বার প্রেমে পড়তে চাই ,
বার বার প্রেমে পড়িও তাই ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

সুইসাইড সাইলেন্স বলেছেন: ধন্যবাদ :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

মাহমুদা আক্তার সুমা বলেছেন: হা হা হা। মজা পাইলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

সুইসাইড সাইলেন্স বলেছেন: :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.