নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুইসাইড সাইলেন্স

আমার কিছু না করতে খুবই ভাল লাগে। মাঝে মাঝেই বৃষ্টিতে আটকা পড়ে থাকি। ভালই লাগে। আমার কোন তাড়া থাকে না কখনোই। জীবনের দৌড় টা হেটে হেটেই পার হয়ে যেতে চাই, যতদূর যাওয়া যায় আর কী! খুব বেশি দূর আমার ভাল লাগে নি কখনোই।

সুইসাইড সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

এই যে সকাল টা !

০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৬

এই সব ঘুম না ভাঙা সকালগুলো
টলোমলো হয় খুব ।
তামাক পোড়া ধোঁয়ার মতো ।
তোমার ঠোঁট বাঁকিয়ে হাসার মতো ।
তোমার সুগঠিত নরম দেহের মিষ্টি গন্ধের মতো ।

আমার ছুঁইতে ইচ্ছা করে খুব ।
আমি হাতও বাড়িয়েছিলাম ,
সকাল ছিল ,
আম-বাগানে পাগল করা ঘ্রাণ ছিল ।
আমিই ছিলাম না'কো !
আজকে আমি হারিয়ে গেছি খুব ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৬

তার আর পর নেই… বলেছেন: প্রথম চারটে লাইন খুব ভাল্লাগছে। পরের অংশও ভাল, কিন্তু লাইনগুলো আর একটু সাজানো যেতো। +

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯

সুইসাইড সাইলেন্স বলেছেন: ধন্যবাদ :) সময় নিয়ে লেখা দরকার । সেমিস্টার ফাইনাল চলে । সারা রাত জেগে পরীক্ষার আগ মুহূর্তে লেখা । গোছানোর সময় পাই নি । :/

২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪০

অতঃপর শুভ্র বলেছেন: সহমত + তার পর আর নেই

৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮

সুমন কর বলেছেন: মোটামুটি হয়েছে।

ছুঁইতে শব্দটি বেমানান লাগলো।

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১১

সুইসাইড সাইলেন্স বলেছেন: আপনার মন্তব্য পড়ার পর থেকে আমারও এরকম মনে হচ্ছে । আরও কিছু শব্দের পরিবঈতন আনা দরকার । সবচেয়ে বেশি যেটা দরকার তা হল আমার পড়াশুনা করা । একটুও পড়ি না । :/

৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আজকে আমি হারিয়ে গেছি খুব
এই একটা শব্দ লাইনটাকে অনবদ্য করলো।

৫| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: হারিয়ে গেলাম।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.