![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সব ঘুম না ভাঙা সকালগুলো
টলোমলো হয় খুব ।
তামাক পোড়া ধোঁয়ার মতো ।
তোমার ঠোঁট বাঁকিয়ে হাসার মতো ।
তোমার সুগঠিত নরম দেহের মিষ্টি গন্ধের মতো ।
আমার ছুঁইতে ইচ্ছা করে খুব ।
আমি হাতও বাড়িয়েছিলাম ,
সকাল ছিল ,
আম-বাগানে পাগল করা ঘ্রাণ ছিল ।
আমিই ছিলাম না'কো !
আজকে আমি হারিয়ে গেছি খুব ।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৯
সুইসাইড সাইলেন্স বলেছেন: ধন্যবাদ সময় নিয়ে লেখা দরকার । সেমিস্টার ফাইনাল চলে । সারা রাত জেগে পরীক্ষার আগ মুহূর্তে লেখা । গোছানোর সময় পাই নি । :/
২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪০
অতঃপর শুভ্র বলেছেন: সহমত + তার পর আর নেই
৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮
সুমন কর বলেছেন: মোটামুটি হয়েছে।
ছুঁইতে শব্দটি বেমানান লাগলো।
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১১
সুইসাইড সাইলেন্স বলেছেন: আপনার মন্তব্য পড়ার পর থেকে আমারও এরকম মনে হচ্ছে । আরও কিছু শব্দের পরিবঈতন আনা দরকার । সবচেয়ে বেশি যেটা দরকার তা হল আমার পড়াশুনা করা । একটুও পড়ি না । :/
৪| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আজকে আমি হারিয়ে গেছি খুব
এই একটা শব্দ লাইনটাকে অনবদ্য করলো।
৫| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪
বিজন রয় বলেছেন: হারিয়ে গেলাম।
++++
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৬
তার আর পর নেই… বলেছেন: প্রথম চারটে লাইন খুব ভাল্লাগছে। পরের অংশও ভাল, কিন্তু লাইনগুলো আর একটু সাজানো যেতো। +