নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুইসাইড সাইলেন্স

আমার কিছু না করতে খুবই ভাল লাগে। মাঝে মাঝেই বৃষ্টিতে আটকা পড়ে থাকি। ভালই লাগে। আমার কোন তাড়া থাকে না কখনোই। জীবনের দৌড় টা হেটে হেটেই পার হয়ে যেতে চাই, যতদূর যাওয়া যায় আর কী! খুব বেশি দূর আমার ভাল লাগে নি কখনোই।

সুইসাইড সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

আমাদের বেঁচে থাকা

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

অল টাইম সুইট টোস্টের প্যাক টা খুলেই রাব্বীর মন খারাপ হয়ে যায় । কুঁচকানো দুইটা টোস্ট । কালকেই আশরাফ এক কামড় খাওয়ালো । কত্ত সুন্দর ফোলা-ফাঁপা মচমচে টোস্ট । আজকে রাব্বী কিনেছে , তো কুঁচকানো মিইয়ে যাওয়া টোস্ট । আরেকটা কিনতে ইচ্ছা করছে । পকেটে শেষ একশ টাকার নোট নিয়ে চাইলেই পাঁচ টাকা দিয়ে আরেকটা টোস্ট কেনা যায় না । বাসা থেকে ফোন দিয়ে বলে দিয়েছে , এই মাসে টাকা পাঠাতে দেরী হবে । প্রতি মাসেই দেরী হয় । তাও কথাটা শুনতে ভালই লাগে । মনে হয় এই মাসে দেরী হবে হোক । পরের মাসে সব ঠিক হয়ে যাবে । যাদের সব ঠিক থাকে তাদের পরের মাসের জন্য অপেক্ষা করতে হয় না , প্রতি মুহূর্তেই সব ঠিক থাকে ।
মিইয়ে যাওয়া টোস্ট চিবাতে চিবাতে রাব্বী সব ঠিক হয়ে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে । স্বপ্ন , আশা অনেক সুন্দর জিনিস । এইসব না থাকলে জীবন আর মৃত্যুর মধ্যে খুব বেশি পার্থক্য থাকতো না । যাদের স্বপ্ন , আশা থাকে না , তারা ধুম করে সুইসাইড করে । রাব্বীর ও সুইসাইড করতে ইচ্ছা করে মাঝে মাঝে । কিন্তু জীবন অনেক বেশি সুন্দর । সবগুলা হতাশা আর না পাওয়ার কষ্ট একসাথে করলেও সেগুলা শুধুমাত্র টিনের চালে ঝুম বৃষ্টির শব্দের মোহের কাছেই এক্কেবারে তুচ্ছ । এক প্যাক মিইয়ে যাওয়া টোস্টের জন্য সুইসাইড করার কোন মানে হয় না ।
রাব্বি মনে মনে কবিতা পড়তে থাকে-
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
ছোট্ট ঘাসফুলের জন্যে
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে
আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে.....

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সিনবাদ জাহাজি বলেছেন: আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব
:) +

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সুইসাইড সাইলেন্স বলেছেন: কবিতাটা বেশি সুন্দর । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.