নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের ফেরিওলা

সুজন সুপান্থ

সুজন সুপান্থ › বিস্তারিত পোস্টঃ

জল জঙ্গলের কাব্য

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:৪২

জলজ বনজ খেলা

সুজন সুপান্থ



পাতাঝরা দিনে জলের ছন্দে পাতারাও নেচে ওঠে উত্সবে। জলের সাথে পাতারাও তুলে যায় কালাংড়া তাল। জল-পাতার সে তাল কখনো কখনো উন্মাতাল হয়ে যায়। জল রুপোলী থেকে আরও রুপোলীতর হলে জেগে ওঠে পাতাদের দৈহিক কামনার আঁচ-সঙ্গত নিজেদের পতনের কথা ভেবেই পাতারা আছড়ে পড়ে জলের দেহলোকে। ঘুমন্ত জলও কামবতী যুবতীর মতো তোলে কামছন্দ। জলের দেহে উথাল-পাতাল ঢেউ। সুতরাং শুরু হয়ে যায় জলজ-বনজ খেলা। পতিত পাতায় ভর করে সম্মুখে ভেসে চলে জলের কৌমার্য। প্রতি পাতাঝরা দিনে জল আর বনে দেখি এ উত্সবের মহা আয়োজন-ছাইতান গাছের ছায়ায় বসে করি নিজের স্বস্ত্যয়ন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:৪৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: সুন্দর। +++

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:৫১

সুজন সুপান্থ বলেছেন: ধন্যবাদ | ভালো থাকবেন |

২| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:৫২

বদিউজ্জামান মিলন বলেছেন: তুমি তো ভালোই লেখ। পাতা ঝড়া নয় ঝরা হবে। ভালো লেগেছে লেখাটি।

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:৫৩

সুজন সুপান্থ বলেছেন: ধন্যবাদ মিলন ভাই |

৩| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৪:৫৬

অর্ফিয়াস বলেছেন: হাই থটের লেখা। বুঝি নাই। তবে লেখা যে ভালো হৈছে সেটা বুঝছি। ধন্যবাদ ভাই।

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:০০

সুজন সুপান্থ বলেছেন: হা হা হা .....

৪| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:০৬

অর্ফিয়াস বলেছেন: আপনার লেখার টাইটেলটা সেইরকম হইছে। জল জঙ্গলের কাব্য্। দারুন।

মনে পরে যায় ছোট বেলার কথা। আমার নানাবাড়ি ঠিক চেছনেই ছিলো এক বিশাল বন। বড় বড় কড়াই গাছ,বাশ ঝাড় আরো নানান গাছ। পাশেই ছিলো বেড় মানে ছোট খালের মতো জলাশয়। বর্ষায় সের বেড় পানিতে পূর্ন হয়ে যেতো। আমার কাছে সেই জল আর জঙ্গল ছিলো রহস্যময় এক জগত।

মনে করিয়ে দিলেন সেই জগতটাকে।

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৪১

সুজন সুপান্থ বলেছেন: তাই নাকি ??? তাহলে তো ছোটবেলাটা আপনার মজায় কেটেছে |

৫| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৭

অর্ফিয়াস বলেছেন: তা কেটেছে। তবে এখন গেলে মনটা খারাপ হয়ে যায়। মানষের লোভ সেসব গাছ কবে শেষ করে ফেলেছে। বর্ষায় জলটা অবশ্য ঠিক থাকে।

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৫১

সুজন সুপান্থ বলেছেন: সত্যিই দু:খ জনক | তারপরও ভালো থাকার চেষ্টা করবেন |

৬| ০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৫৩

অর্ফিয়াস বলেছেন: লেখক বলেছেন: সত্যিই দু:খ জনক | তারপরও ভালো থাকার চেষ্টা করবেন

- ধন্যবাদ। আমি ভালো থাকার চেষ্টা করি। আমি নিজের মধ্যেই একটা জল জঙ্গলের জগত গড়ে তুলেছি। প্রায়ই চলে যাই সে জগতে।

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৫৬

সুজন সুপান্থ বলেছেন: বাহ ! তাই নাকি ! আমায় নিয়ে যাবেন আপনার সেই জল জঙ্গলের জগতে ????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.