নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজন সিরাজ

আমি এক কনফিউজড্‌ ম্যান

সুজন সিরাজ › বিস্তারিত পোস্টঃ

হজ্ব নিয়ে কিছু কথা

২১ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৫৩

হজ্ব হচ্ছে ইসলাম ধর্মের পাঁচটি কাজের একটি। প্রথম ফরজটি হল নামাজ। খুবই দারুন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব ছাড়াও জীবনের একটা শৃংখলা থাকে। কিন্তু হজ্ব পালনে আমি তেমন কোন উপকারীতা পাইনা। আমাদের দেশ থেকে হজ্বে যেতে প্রতিটা লোকের চার থেকেপাঁচ লক্ষ টাকা লাগে। কিন্তু এই টাকার বিনিময়ে তারা কী অর্জন করে নিয়ে আসে আমি আজও জানতে পারলাম না। আমার আব্বা আর আমার শশুর দুই বছর আগে হজ্ব করে এসেছেন। আমার প্রশ্ন উনারা হজ্ব না করলে কী ক্ষতি হতো ? উনারা দুইজনই আগেও সৎলোক ছিলেন এখনও আছেন। তাহলে এতোগুলো টাকা খরচ করার কী দরকার ছিলো। আমার মনে হয় এই টাকা খরচ করে শুধু উনাদের নামের আগে হাজ্বী শব্দটা লাগাতে পারছেন আর সমাজের নিন্দুকের মুখগুলো বন্ধ হলো। কিন্তু এই টাকাগুলো এলাকায় কাজে লাগানোর মতো হাজারো খাত পড়ে রয়েছে, সেগুলো ফরজ না বলে উপেক্ষায় করে যাচ্ছে সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.