![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিভিশনের টকশো, বিভিন্ন লোকের সাথে গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করতে আমার খুব ভালোলাগে । গত সপ্তাহে কিছু পরিচিত লোকের ধর্ম নিয়ে আলোচনা শুনে বিপদে পড়েছি । এমনিতেই আমার ধর্মিয় বিশ্বাস একটু অন্য রকম তাতে একই বিষয়ে একেকজনের কাছে একেক রকম শুনলে আরও সমস্যায় পড়ে যাই। এবার তাদের আলোচনার বিষয়ে আসি, তাদের আলোচনার বিষয় ছিল " কবরের আজাব " । অন্যদের থেকে ভিন্ন মত পোষন করে একজন বললো হাসরের মাঠে বিচারের আগে কারো কোন শাস্তি হবে না। তার এ মতের বিরোধিতা করে আমি ছাড়া সবাই উত্তেজিত কন্ঠে বলে উঠলো কোথায় পেয়েছো তোমার এই যুক্তি ? সে সবাইকে প্রশ্ন করলো তোমরা কী আমাকে দেখাতে পারবা হাসরের মাঠের বিচারের আগে কবরে কারো শাস্তির বিষয়ে ? তাছাড়া দুনিয়ার কোন্ দেশে বিচারের আগে শাস্তির বিধান আছে ? তবে আছে আমাদের মতো দেশে যেখানে আইনের শাসন নাই । আল্লাহতো বেআইনি কাজ করবেন না? তাই এখন আমি পড়ে গেছি মহাবিপদে, ছোটবেলা থেকে শুনে আসছি গুনাহগারকে কবরস্থ করার সাথে সাথে বিষাক্ত সাপ এসে দংশন করতে থাকে। বাসায় এসে সবাইকে যখন ঐ আলোচনার কথা জানালাম তখন তারা শুনে আমাকেই প্রশ্ন ছুড়ে দিলো তুমি কোনটা বিশ্বাস করো? আমি বললাম আমি যুক্তিতে বিশ্বাস করি তাই হাসরের মাঠে বিচারের আগে কবরের শাস্তি আমার কাছে অগ্রহনযোগ্য। সবাই আমাকে নাস্তিক বলাতে অবাক হইনি। কারণ সেই স্কুলে পড়ার সময় থেকেই এই শব্দটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিত্য কবর নিত্য হাশর নিত্য হয়রে তোর বিচার
করিস কেন দিগদারী হায় বিবেক কি মরেছে তোর!!
তোর দেহইতো বিরাট কবর
ওরে বেখবর
নিত্য- জন্মমৃত্যু চলছে হেথা
কোষ কলায় তার রাখীস খবর!?
পায় কষ্ট রুহুটা তোর
যেমন স্বপ্নে কষ্ট পায় সবে
নিজেই বাদী, বিবাদী হয়ে
নিজের বিচার কর এবার!
সেই পরমের জ্ঞান কি, অধম
মানব জনম বুঝতে পায়
তার সৃষ্টি চোখের সামনে তবু
রহস্যই হয়ে রয়!!!
তারে কেমনে বুঝবি হায়...
তাই নিজের পানে তাকাও রে মন
ছেড়ে সব কিতাবী ধন-
আত্ম-আয়নায় ফুটলে আলো
দেখবে কারে বলে জ্ঞান!!!!
তোমার মৃত্যু তোমার কেয়ামত
কোরানেরই বর্ণনা ম---ত
হাশর নাশর নাও খুজে
কোন রুপে হবে পুন: সৃজিত।।
ভাই আপনার পোষ্টতো আমারে ভাবকবি বানায়া এক অনবদ্য উপহার দিল। থ্যাংকু আপ্নেরে!!
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২
চলন বিল বলেছেন: আমার তো মনে হয় কবরের আজাব সব ভুয়া কথা। এক মৃত্যুতেই সব শেষ, এরপরে আর কিছু নেই
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: @চলনবিল... এইরকম করে বলেচে প্রথ যুগের অবিশ্বাসীরাও। তার ভিত্তিতে আয়াতও নাজিল হয়েছে--
তারা বলে মাটি আমাদের খেয়ে ফেললে আমাদের কিরুপে শাস্তি হবে!? অাল্লাহ বলছেন- আমিতো জানি মাটির কতটুকু তাদের খেয়ে ফেলে কতটুকু নয়! তারা কি প্রথমে এক ফোটা বীর্য ছিলনা! সেখান থেকে আমিই তাদের অবয়ব দান করি। তারা যখন পূর্ন বয়স্ত হয় তখন আল্লাহকে অস্বীকার করে!"
তাদের প্রথবার সৃষ্টির চেয়ে পুন: সৃষ্টি কি কঠিন নাকি? যখন তারা সেই সত্যের শূখোমূখি হবে তাদের আর পেছনে ফেরার, প্রত্যাবর্তনের কোন সুযোগ থাকবে না। হায় তারা যদি জ্ঞানের ব্যভহার করত!
আপনি বিজ্ঞান সম্মত ভাবেই ভাবুন। আপনি কি ছিলেন? কিছূই না। পিতার বীর্য থেকে আপনি দুনিয়াতে এলেন। আবার চোখের সামনে দেখছেন স্বজনদের কত লোকদের মরে যেতে। এরপরে কি তা কিন্তু দেখতে পাচ্ছেন না! দেহ বিলীন হয়! আত্ম বিলীন হয় কে বলেছে?
আর যদি বলেন আত্ম নাই- তবে এইরকম হাজারো কোটি মাটির দেহতো নিত্য পূজায় বানানো হয়! সেগুলো প্রাণময় করেনতো দেখি! সারা বিশ্বের সকল বিজ্ঞানকে সাথে নিয়ে!!
বিজ্ঞান কেবল প্রাপ্ত বস্তুর ব্যাখ্যা করতে পারে। সৃষ্টি নয়! আর সেই সামান্য ব্যাখ্যায়ই পাগল হয়ে স্রস।টাকেই অস্বীকার করা কি মূর্খতা নয়!
আপনার যেকোন সামান্য একটা দেহের অঙ্গকে নিয়ে ভাবুন। তার কার্যকারিতার যে নিয়ম শৃংখলা সেটা করা আছে তা ভেবে কি আপনার মনে বিস্ময় সৃষ্টি হয় না?
এর সামান্য ব্যত্যায় হলেই ডাক্তারের কাছে দৌড়ান উপশমরে আশায়। সেই নিয়ামত নিত্য ভোগের পরও কি সেই পরমের সন্ধানে সত্য খুজতে চষ্টাও করবেন না????
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
হানিফঢাকা বলেছেন: এই বিসয়ে জানতে Click This Link দেখুন