নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল প্রসংশা শুধু তাঁরই-যিনি আমাকে সৃশ্ঠি করেছেন।

মন যা বলে তাই করতে চাই কিন্তু কেন জানি কখনও করা হয়ে উঠে ন।

অন্য জগৎ

I love my self

অন্য জগৎ › বিস্তারিত পোস্টঃ

সবুজ চা পানের উপকারিতা

১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩





প্রায় ৪০০০ বছর আগে থেকেই চীনে ওষধ হিসাবে ব্যাবহার করা হচ্ছে সবুজ চা বা গ্রিন টি। সময়ের পরিবর্তনে গ্রিন টির ব্যবহার চীনের বাইরে পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে।

গবেষকরা গ্রিন টি’র মধ্যে খুঁজে পেয়েছেন অনেক রোগের নিরাময় গুণ। নিয়মিত সবুজ চা পান করলে, ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকিও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

***আমাদের শরীরের জন্য সবুজ চা পানের উপকারিতা**

*ক্যান্সার প্রতিরোধ করে

*হার্ট অ্যাটাক এর ঝুঁকি কমায়

*রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়

*উপকারি কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়

*সবুজ চা ভাইরাসজনিত ফ্লু রোধ করে বা দ্রুত সেরে উঠতে সাহায্য করে

*বার্ধক্য রোধ করে শরীরকে সুস্থ ও সুন্দর রাখে

*ইনফেকশান কার্যকর হওয়ার ঝুকি কমায়

*কিডনি রোগের জন্য উপকারি

*ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকর

*দাঁতক্ষয় এবং পেটের রোগ সারাতে গ্রিন টি কাজ করে।

***নিয়মিত পরিমিত সবুজ চা পান করুন। অনাকাংক্ষিত অনেক রোগের ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখুন।

সুত্র :বাংলা নিউজ ২৪



আমার আগের পোস্ট গুলো।।

ক্যান্সার প্রতিরোধী খাবার ।।।

বাড়তি ওজনের এক খেসারত !!!

ক্যানসার প্রতিরোধ সহজেই !!!

অতি সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়!!!!!!!!

প্রতিরোধেই মিলবে স্ট্রোকের প্রতিকার

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুব সুন্দর তথ্যমূলক পোস্ট, প্রিয়তে নিলাম.. Green tea খুবই উপকারী জিনিস, কিন্তু সমস্যা হলো.... +্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.