নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love my self
বিশ্বে প্রথমবারের মতো ব্যবসায়িক ভিত্তিতে বৈদ্যুতিক বাস সার্র্ভিস চালু করেছে দক্ষিণ কোরিয়া। বৈদ্যুতিক এই বাস চলবে দক্ষিণ কোরিয়ার মাউন্ট নামসান সার্কুলার ওয়েতে। জানা গেছে, এই বৈদ্যুতিক বাস ১১.০৫ মিটার দীর্ঘ এবং একবার চার্জ দিলে ৮৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। খবর গিজম্যাগ-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাবসায়িক ভিত্তিতে বৈদ্যুতিক এই বাস সার্ভিস চালু করছে সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট (এসএমজি)।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোরিয়ার তৈরি এই বৈদ্যুতিক বাস চার্জ হতে ৩০ মিনিটেরও কম সময় লাগে এবং প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। এই বাস ব্রেকের ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি পুনঃব্যবহারও করতে পারে।
জানা গেছে, এই বাসের কাঠামো লোহার বদলে কার্বনের তৈরি। ফলে গাড়ির ওজন বেশ হালকা। এতে প্রতিবন্ধীদের জন্যও বিশেষ সুবিধা রয়েছে। বাসগুলো দেখতে অনেকটা বাদামের মতো এবং এটি চীনের নামসান টাওয়ার এবং এমটি. নামসান এর ল্যান্ডস্কেপ ডিজাইনের তৈরি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘গ্রিন-কার, স্মার্ট সিটি’ স্লোগানে সিউলে মোট ৫ টি বৈদ্যুতিক বাস চালু করছে দেশটি। পরে এর সংখ্যা বাড়িয়ে ১৪টি করা হবে বলেও জানা গেছে।
জানা গেছে, ২০২০ সাল নাগাদ দক্ষিণ কোরিয়ার বৈদ্যুতিক শক্তি চালিত বাহনের সংখ্যা দাঁড়াবে ১ লাখ ২০ হাজারেরও বেশি। -ইন্টারনেট
আমার আগের পোস্ট গুলো।।
স্বাস্থ্য সুরক্ষায় মধু
ব্রণ ব্রণ ব্রণ !!!!
গাজরের গল্প ।।।।
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ ।।।
ক্যান্সার প্রতিরোধী খাবার ।।।
বাড়তি ওজনের এক খেসারত !!!
ক্যানসার প্রতিরোধ সহজেই !!!
অতি সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়!!!!!!!!
প্রতিরোধেই মিলবে স্ট্রোকের প্রতিকার
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ
নেট এ দেখতে হবে
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
তিতাস একটি নদীর নাম বলেছেন: খুব ভাল সংবাদ--জেনে ভাল লাগলো।
শুনেছি দক্ষিন কোরিয়াতে একটা শহর করছে যেখানে কোন তেল ব্যাবহার করবে না ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। সত্য-মিথ্যা জানি না।