নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল প্রসংশা শুধু তাঁরই-যিনি আমাকে সৃশ্ঠি করেছেন।

মন যা বলে তাই করতে চাই কিন্তু কেন জানি কখনও করা হয়ে উঠে ন।

অন্য জগৎ

I love my self

অন্য জগৎ › বিস্তারিত পোস্টঃ

আজব গজব আইন দেশে দেশে !!!

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

- রাত ১০টার পর আর কোনো প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া যাবে না। কারণ রাত ১০টার পর টয়লেটে ফ্লাশ করা নিষেধ। এটা সুইজারল্যান্ডের আইন।:DX(

- থাইল্যান্ডের বাসিন্দাদের পোশাকের নিচে অন্তর্বাস পরা ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিষেধ। হ্যাঁ, এটা সে দেশের আইন।:)

- অ্যারিজোনা রাজ্যে যদি কেউ সাবান চুরি করতে গিয়ে ধরা পড়ে তবে তার শাস্তি হলো সেই সাবান দিয়ে ততক্ষণ পর্যন্ত তাকে গোসল করানো, যতক্ষণ পর্যন্ত না সাবানটা পুরোপুরি শেষ হয়।B-)B-)

- কেউ যদি কাঁচা জলপাই চুরি করতে গিয়ে ধরা পড়ে তবে তার দুই বছরের জেল হতে পারে। এটাও তুরস্কের একটা মজার আইন।

- গরিব থাকা সৌদি আরবের নাগরিকদের জন্য একটা অপরাধ। কেউ যদি প্রয়োজনীয় পরিমাণ টাকা কামাই করতে ব্যর্থ হয় তবে তাকে জেলে পুরে দেওয়া হয়।:((

- রাশিয়ায় দিনে দু'বারের বেশি দাঁত ব্রাশ করা অবৈধ।:D:D

- আইনের দোহাই দিয়ে যদি বড় ভাই ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করতে চায় তাহলে ছোট ভাই এবং তার প্রেমিকা এতে রাজি হতে বাধ্য। জাপানের আইন যে তা-ই বলে।;)B-)

- আমেরিকার আইন অনুযায়ী ভুল আবহাওয়া বার্তা জানানো অবৈধ।:D

- রোববার নাক খোঁটা ইসরাইলের আইনে নিষিদ্ধ।:DB-)B-)

- ইংল্যান্ডের আইন বলে সে দেশের পার্লামেন্টে বসে মৃত্যুবরণ করা অবৈধ। আর রানীর ছবিখচিত স্ট্যাম্প যদি কেউ উল্টো করে লাগায় তাহলে তো কথাই নেই। তাকে শাস্তি পেতেই হবে।:):)

- তুর্কিতে প্রতিবেশীর ছেলেমেয়ে, বউ, চাকর-বাকর, এমনকি তাদের পোষা প্রাণীর প্রেমে পড়াও আইনত নিষিদ্ধ।B-)B-)

- পেনসিলভেনিয়ার পুরুষরা তাদের স্ত্রীর লিখিত অনুমতি ছাড়া অ্যালকোহল জাতীয় দ্রব্য কিনতে পারে না।X(

- হংকংয়ে একটা আইন আছে যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে।তবে শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।তবে যে লোকের সাথে পরকীয়া করেছে তাকে অস্ত্র দিয়ে খুন করতে পারবে।

- আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক। :DB-);)

- গুয়ামের আইন অনুসারে কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারেনা। তাই কিছু লোক আছে যারা পয়সার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ মুক্ত করার কাজ করে। মেয়ের বাবা-মা সাধারনতঃ এই কাজের জন্য অনেক টাকা খরচ করেন।এরা কাজ শেষে সার্টিফিকেট দেয় ।B-)

- লেবাননের আইন অনুসারে কোন পুরুষ লোক গৃহপালিত পশুর সাথে সহবাস করতে পারে। কিন্তু পশুটা অবশ্যই মাদী হতে হবে। মদ্দা পশুর সাথে সহবাস করার শাস্তি হলো মৃত্যুদন্ড ।:P:P

- ইংল্যান্ডে একজন গর্ভবতী মহিলা যেকোন জায়গায়মুত্র বিসর্জন করতে পারেন।এমনকি তিনি চাইলে কোন ট্রাফিক পুলিশে হেলমেটে মুত্র বিসর্জন করতে পারেন।এটা তার বিবেচনা। :P:P

- জাপানে কোন মেয়েকে ছেলে ডেটিং এ যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না। B-)

- জাপানে শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিংযে মেয়েদের ব্রা না পড়া আইনত দন্ডনীয়। ;)

- In Colorado,ঘুমন্ত মহিলাকে চুমু খাওয়া বে আইনি। ;)

- In Michigan কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া মাথার চুল বিক্রি করতে পারবে না।চুল স্বামীর সম্পত্তি হিশেবে গন্য! :)

- Arkansas এক মাসে একবার বউ পেটানো যাবে।এটাই আইন।কিন্তু দুই বার

পিটালেই সমস্যা!!

- Thailand এ ত্রিশ বছরের বেশী বয়েসী অবিবাহিত মহিলারা দেশের সম্পত্তি হিশেবে গন্য হবে।এটাই আইন।

- Samoa তে নিজের বউয়ের জন্মদিন ভূলে যাওয়া বে আইনি

- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আইনে কুমারী মেয়েদের সাথে সহবাস নিষিদ্ধ।এমনকি বিয়ের পর বাসর রাতেও স্বামী তার কুমারী বধুর সাথে সহবাস করতে পারবে না। তবে কুমারী মেয়ে কিভাবে তার কুমারীত্ব বিসর্জন দিবে এ বিষয়ে কোনো আইনী ব্যাখ্যা দেয়া হয় নাই যেমনটি দেয়া হয়েছে গুয়ামের কুমারী মেয়েদের বেলায়। :P

- বাহরাইনের আইনে স্ত্রীরোগ বিষরদগণ স্ত্রীলোকদের যৌনাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। কিন্তু উত্তেজনার বশত কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সে জন্য আইন প্রণেতাগণ ডাক্তাদের সরাসরি যৌনাঙ্গ দেখা নিষিদ্ধ করে দিয়ে সে ক্ষেত্রে আয়না ব্যবহার করে প্রতিবিম্বের মাধ্যমে রুগীর যৌনাঙ্গ দেখা ও পরীক্ষা করার অনুমতি দেয়। :P

- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বৈদুতিক বাতি জ্বালিয়ে সহবাস করা আইনত দন্ডনীয়। :P

- আমেরিকার নিউইয়র্ক শহরে একটা অদ্ভুত আইন প্রচলিত আছে যে ""পুরুষ নারীর সাথে ভালোবাসার অভিনয় করলে জরিমানা হবে ২৫ ডলার। এ আইনে আরো আছে যে, পুরুষদের শহরের এদিক-সেদিক অযথা ঘোরা ও নারীদের সঙ্গে ভালোবাসার ভান করা যাবে না, তবে এই অদ্ভুত আইনের কোন প্রয়োগ নেই।

- শুধু আমেরিকা না আমরা সভ্য বলে দাবি করা ইংল্যান্ডেও অদ্ভত কিছু আইন আছে যেমন , কেউ সুইসাইড মানে আত্নহত্যা করলে সেটাকে অপরাধ হিসেবে ধরা হবে এবং সুইসাইড করার শাস্তি মৃত্যুদন্ড" এখন যে ব্যক্তি সুইসাইড করে মারা গেছে তাকে আবার কিভাবে মৃত্যুদন্ড দেওয়া হবে সেই ব্যাপারে কোন কিছুই লেখা নাই আইনটিতে , হাহাহাহহাহাহা মজার আইন ।B-)B-)

- শুধু বিদেশে না আমাদের দেশেও আছে ""ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আইন আছে, প্রকাশ্যে কোনো ছেলেকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখা গেলে ২৫ পয়সা জরিমানা, এই ২৫ পয়সা জরিমানা গুনেই ১৯২১/১৯৫০ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রেম করতো । আইনটি এখনো আছে তবে কার্যকারিতা নাই ।;);)

- মনে করুন আপনি এবং আপনার বন্ধু পরিক্ষাতে সমান নাম্বার পেয়েছেন তাহলে যার বয়স বেশি তাকে প্রথম ঘোষনা করা হবে আর যার বয়স কম তাকে দ্বিতীয় ঘোষনা করা হবে ।মানে বয়সে বড় হলেই জ্ঞানী বেশি জানে বেশি ।আজব কাজকারবার ।:((

- বহুবছর আগে আমাদের দেশে একটা অদ্ভুত আর মজার আইন ছিলো " কেউ ঠেলাগাড়ীর নিচে পড়লে তাকে শাস্তি হিসেবে উল্টো ৫০ টাকা জরিমানা দিতে হবে এবং যে ঠেলাগাড়ির নিচে পড়েছে তাকে সেই শহর থেকে বের করে দেয়া হবে।



আমেরিকার কিছু অদ্ভুত আইন :



নিউইয়র্ক :

- ভালোবাসার অভিনয় করলে জরিমানা হবে ২৫ ডলার। এ আইনে পুরুষদের শহরের এদিক-সেদিক অযথা ঘোরা ও নারীদের সঙ্গে ভালোবাসার ভান করা যাবে না।:P

- কৌতুক করে হলেও কারও মাথায় বল ছোড়া আইনবিরোধী।

- যেকোনো কাপড়ের সারিতে নতুন কাপড় ঝোলাতে হলেও লাইসেন্স থাকা চাই।:P

- দালান থেকে লাফ দেওয়ার শাস্তি মৃত্যুদন্ড।B-)



টেক্সাস :

- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা টেক্সাসে নিষিদ্ধ। কারণ, বাড়িতে বিয়ার তৈরির পদ্ধতি রয়েছে এ বইটিতে।

- দাঁড়ানো অবস্থায় একই সঙ্গে তিন চুমুকের বেশি বিয়ার পান করা অন্যায়।

- গাড়িতে জলকণা পরিষ্ককারের যন্ত্র থাকা চাই, সেটা ব্যবহার করুন বা না-ই করুন।

- সম্প্রতি পাস হওয়া অপরাধবিরোধী আইন বলে, অপরাধীদের অপরাধ সংঘটনের ২৪ ঘণ্টা আগে তাদের শিকারিদের মৌখিক বা লিখিত নোটিশ দিতে হবে এবং তাদের অপরাধের ধরনটাও বলতে হবে।



কেলিফোর্নিয়া :

- সবার কর্মমুক্তির প্রধান শর্ত সুর্যাস্ত হওয়া চাই।X(

- স্কুল, সরাইখানা ও প্রার্থনালয়ের এক হাজার ৫০০ ফুটের মধ্যে যেকোনো ধরনের পশুপাখির প্রবেশ নিষেধ।:D:D

- স্মানঘর নির্মাণ আইনবিরোধী।

- চলন্ত যানবাহন থেকে তিমি ব্যতীত অন্য কিছু শিকার করা যাবে না।



ফ্লোরিডা :

- সেলুনে চুলশুকাতে গিয়ে কোনো নারী ঘুমিয়ে পড়লে জরিমানার মাফ নেই। কারণ, তাকে দেখে অন্য কেউ ঘুমিয়ে যেতে পারে।

- শনিবারে অবিবাহিত মহিলারা প্যারাশুটে চড়তে পারবে না। কারণ সে ক্ষেত্রে জেল-জরিমানার ঝুঁকি রয়েছে।

- কোনো পার্কি মিটারে হাতি চড়লে একই পার্কি ফি দিতে হবে, যেমনটি হয় অন্যান্য যানবাহনের বেলায়ও।

- পুরুষদের স্ট্রেপবিহীন গাউন পরে লোকালয়ে বের হওয়া নিষিদ্ধ।

- শজারুর সঙ্গে যৌন সম্পর্ক করা অবৈধ।

- লাইসেন্সবিহীন স্কেটে চড়া বেআইনি।



কানসাস :

- মোটরচালিত নৌকা থেকে রাবিট প্রাণী হত্যা নিষিদ্ধ।



লুসিয়ানা :

- ব্যাংক ডাকাতি করে ব্যাংকের গণনাকারীকে পানি গুলি করা বেআইনি।



ইন্ডিয়ানা :

- মদের দোকানে ঠান্ডা সাধারণ পানি বিক্রি আইনবিরোধী।

- মদের দোকানে দুধ বিক্রি নিষিদ্ধ।;)



মিশিগান :

- নারী ও শিশুদের সামনে যেকোনো শপথ গ্রহণ করা যাবে না।



নেবরাসকা :

- ক কেটলি স্যুপ প্রস্তুত চাই, নতুবা মদের দোকানে বিয়ার পানীয় বিক্রি নিষেধ।



নর্থ ডাকোটা :

- বিয়ার ও প্রিজেল একই সময় কোনো মদের দোকানে বা রেস্টুরেন্টে বিক্রি করা যাবে না।

- জুতা পরা অবস্থায় শুয়ে থাকা এবং ঘুমিয়ে পড়া অন্যায়।X(



ওহাইও :

- শনিবারে তিমি শিকার বেআইনি।

- মাছকে মদ্যপ করা বেআইনি।:P



পেনসিলভানিয়া :

- দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলে কোনো পুরুষ বা নারী গভর্নর হতে পারবেন না।



ইলিনয় :

- আরবানা শহরের আইন অনুসারে লাইসেন্স ছাড়া কোনো দৈত্য-দানবের আরবানা শহরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আইনভঙ্গকারী দৈত্য দানবদের জরিমানা করা হবে। -ইন্টারনেট



আমার আগের পোস্ট গুলো।।

বিশ্বে প্রথম বিদ্যুৎচালিত বাস চালু করলো কোরিয়া

স্বাস্থ্য সুরক্ষায় মধু

ব্রণ ব্রণ ব্রণ !!!!

গাজরের গল্প ।।।।

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ ।।।

ক্যান্সার প্রতিরোধী খাবার ।।।

বাড়তি ওজনের এক খেসারত !!!

ক্যানসার প্রতিরোধ সহজেই !!!

অতি সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়!!!!!!!!

প্রতিরোধেই মিলবে স্ট্রোকের প্রতিকার

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

ক্ষুদে ব্লগার বলেছেন: চরম আইন :-D

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

অন্য জগৎ বলেছেন: হা ভাই চরম

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: আইন প্রনেতাদের মধ্যে যে কিছু পাগল ছিল সেটা আর মনে হয় বলা লাগবে না.... :D :D :D

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

অন্য জগৎ বলেছেন: আইন প্রনেতাদের মধ্যে যে কিছু পাগল ছিল সেটা আর মনে হয় বলা লাগবে না....


সহমত

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

আশিক মাসুম বলেছেন: প্রিয়তে রাখলাম ২/৪ টা পইড়াই অনেক আমুদিত হলেম :)

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ ভাই


আশা রাখি পুরাটা পড়লে আরো আমুদিত হবেন :) :)

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

জনি_ইংলিশ বলেছেন: =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

অন্য জগৎ বলেছেন: ভাই মনে হই হাসতে হাসতে হুইতা গেলেন

B-) B-) ;) ;)

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ ... হাস্তেই আসি ...

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

অন্য জগৎ বলেছেন: ভাল ভাল হাসা সাস্থের জন্য ভাল B-) B-)

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: প্রিয় ' তে নিলাম ভাইডি =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

যাযাবরমন বলেছেন: সরি ভাই,
ভুল যাগায় ভুল কমেন্ট করে ফেলেছি।
কমেন্ট টা অনুগ্রহ করে মুছে দিন।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

অন্য জগৎ বলেছেন: মুছে দিলাম ভাই

৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

চারশবিশ বলেছেন: পড়তে পড়তে ধৈর্য্য শেষ

চাঁপাই নবাবগন্জে স্থানিয় আইন আছে
কেউ যদি আম চুরি করতে গিয়ে ধরা পরে
তাহলে তাকে পরবর্তী বছর আমের মূকুল না আসা পর্য্যন্ত জেলে থাকতে হবে

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

অন্য জগৎ বলেছেন: হা হা হা তাই নাকি :D :D


ধন্যবাদ

৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :(( আমি ভাই না , আপু ... সবাই ভাই ভাই করে কেন :(( :| :| :|

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

অন্য জগৎ বলেছেন: ও তাই নাকি B-) B-)

sorry sorry আপু

১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

ভার্চুয়াল সেলেব্রেটি বলেছেন: ভেবেছিলাম প্রিয়তে নিয়ে বোঝা না বাড়িয়ে একবারে এখান থেকেই পড়ে নিব। কিন্তু সব গুলো পড়ার ধৈর্য নেই তাই সরাসরি প্রিয়তে। + +

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

নেংটি ইদুর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

অন্য জগৎ বলেছেন: ভাই মনে হই হাসতে হাসতে কাইত হইয়া গেলেন B-) B-)

১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

দিকদর্শন বলেছেন: +++++..............+

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

অপু তানভীর বলেছেন: - অ্যারিজোনা রাজ্যে যদি কেউ সাবান চুরি করতে গিয়ে ধরা পড়ে তবে তার শাস্তি হলো সেই সাবান দিয়ে ততক্ষণ পর্যন্ত তাকে গোসল করানো, যতক্ষণ পর্যন্ত না সাবানটা পুরোপুরি শেষ হয়।B-)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন তো.....

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

তিক্তভাষী বলেছেন: - সরকারী দলের সন্ত্রাসীদের সাতখুন মাফঃ বাংলাদেশের অলিখিত আইন। B-)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

অন্য জগৎ বলেছেন: হা হা হা হা হা :D :D :D

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

আদম_ বলেছেন: মজাক পাইলাম.....

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

জাহিদ হাসান বলেছেন: এরকম আইন কারা পাশ করে জানতে মনে চায় :)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

অন্য জগৎ বলেছেন: আমার ও

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

মিনহাজুল হক শাওন বলেছেন: বেশীরভাগই মদ আর সেক্স নিয়া কাজকাম। :(

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

অন্য জগৎ বলেছেন: হমমমমমমম ;) ;) ;)

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

মাহমুদুর রাহমান বলেছেন: মেইড ইন গুয়াম B-) B-) B-)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

অন্য জগৎ বলেছেন: :-P :-P

২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

স্বাধীকার বলেছেন:
রঙ্গময় আইন, তেমনি প্রনেতারাও রসিক।

++++++

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

অন্য জগৎ বলেছেন: হমমমমমমম B-) B-)

২১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

চুয়েট পেইন বলেছেন: সংগ্রহে রেখে দিলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

২২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

মনসুর-উল-হাকিম বলেছেন: কত রকমের পাগল আছে এই দুনিয়ায় . . . !!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

অন্য জগৎ বলেছেন: হমমমমমমম

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

মোটা মানুষ বলেছেন: =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

অন্য জগৎ বলেছেন: ;) ;) ;)

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

প্রিন্স হেক্টর বলেছেন: কোন কথা নাই সরাসরি প্রিয়তে :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

প্রিন্স হেক্টর বলেছেন: ফেবু আর টুইটারেও শেয়ার দিছি কৈলাম :-0

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

অন্য জগৎ বলেছেন: ভালা ভালা

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

প্রিন্স হেক্টর বলেছেন: ১২ নম্বর পিলাচ

২৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

রোদেলা দুপুর বলেছেন: একদিন ইত্যাদি তে দখছিলাম আমাদের দেশে নাকি বেশি কথা বললে তার জন্য শাস্তির বাবস্থা আছে। খুব মজা লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

অন্য জগৎ বলেছেন: B-) B-) B-)

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

জুবাইর আলীম বলেছেন: দারুন হয়েছে... :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: +++

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

অন্য জগৎ বলেছেন: ধন্যবাদ

৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

জ্যোস্নার ফুল বলেছেন: আয়নাতে পরীক্ষার ব্যাপারটা পুরাই, উসামা :D কিন্তু এক্ষেত্রে বাইচান্স উত্তেজনা চলে আসলে, আয়নায় কাটা-কুটি রক্তা-রক্তি হতে পারে।

এক্ষেত্রে ডিজিটালাইজ হইলে ব্যাপারটা আরো বেশি নীরাপদ হইত। রোগি, স্ববিস্তারে একটা ফুটেজ ডাক্তার কে মেইল করে দেবে, ডাক্তার যতই উত্তেজিত হোক, নু পুবলেম :-& :-&

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

অন্য জগৎ বলেছেন: B-)) B-)) B-))

৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

রামন বলেছেন:
আমাদের দেশেও যত্রতত্র মেশিন চালনার ক্ষেত্রে একটা আইন বানানো দরকার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.