| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sujon Mahmud
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না।এখনো করিনা। কিন্তু কিছু দিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার।কারণ বা ব্যাখ্যা আজো মিলাতে পারছিনা।আমি তখন এসএসসি পরিক্ষার্থী.....দিন রাত শুধু পড়া আর পড়া। তাই বলে মনে করবেন না আমি খুব ভালো ছাত্র।অন্য আট দশজন ছেলের মত আমিও মা বাবার বকা খাওয়ার হাত থেকে বাচতে পড়াশোনের অভিনয় করি। যাই হোক মূল ঘটনায় যাই। প্রতিদিনের মত প্রাইভেট পড়ে রাত দশটার সময়। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। হঠ্যৎ একটা স্বপ্ন আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা অনেকটা বাস্তবের মত। স্বপ্ন বা সত্যি যাই দেখে না কেন সেটা ছিল আমার কাছে সব থেকে ভয়ংকার।আমি দেখি কে যেন আমার গায়ে স্পর্শ করছে হাতটা খুব শীতল। আমি চোখ খুলতে যেটা দেখলাম সেটা সব থেকে ভংকর। আমি দেখলাম তিন চার বছরের মেয়ে পড়নে সাদা কাপড়ের মত চোখ দুটা লাল।মনে হচ্ছে যেন আমার উপর তার বহু কালের রাগ।যেন এখনি তার হাত দিয়ে। আমার গলা চেপে দরবে। আমি আর নিজে কে কন্টল করতে পারলাম না জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো তখন আমার জীবন থেকে পাঁচ টা বছর শেষ হয়ে গেছে। মার কাছ থেকে শুনি সে দিন সকালে আমাকে নাকি তারা ঘরের ভিতরে অজ্ঞান অবস্থায় পেয়ে ছিল। কি হয়ে ছিল সেদিন তার আজো অজানা।
©somewhere in net ltd.