| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sujon Mahmud
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
তখন আমি ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি। আশেপাশে সব বন্ধুদেরই এক বা একাধি গার্ল ফ্রেন্ড অলরেডি হয়েগেছে। শুধু আমি এখন পর্যন্ত সিঙ্গেল। সময়টা যেন কাটতেই চায়না ।সারা দিন কলেজ টু বাসা ।বাসা টু কলেজ এটাই ছিল আমার লাইফ।এক সময় মনে হলো এ্রকটা প্রেম করা উচিত।কিন্তু কি ভাবে।বন্ধুদের বলতেও লজ্জা পাচ্ছিলাম।তাই গুগল মামার সাহায্য নিলাম।না তাতেও কাজ হলো না। অবশেষে হাল ছেরেই দিলাম।ভেবেই নিলাম আমাকে দিয়ে প্রেমটেম কিচ্চু হবে না।ক্লাশ সিক্সছে একবার আমাদের বাংলা শিক্ষক বলেছিল ভালো ভাবে পড়াশোনা করলে নাকি মেয়েরাই আমার পেছন গুড়বে।কিন্তু কই যারা টেনেটুনে পাশ করলো তাদের দুই তিনটা গার্লফ্রেন্ড, আর আমি প্লাশ নিয়ে পাশ করেও একটা গার্লফ্রেন্ড জোটাটে পাড়লাম না।
©somewhere in net ltd.