নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

দেখেনিন অসাধার কিছু ওয়েব সাইট লিংক । উপকারে আসলেও আসতে পারে

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯

আজ আমি আমার দেখা সেরা এবং অদ্ভুত ও উপকারী ৪ – টি ওয়েরসাইট (Website) – নিয়ে আলোচনা
করব। কথা না বলে চলুন আসল কাজে নেমে পড়িঃ-

1.. http://Www.Demos.algorithmia.com

এই সাইটটি আমার দেখা সবচেয়ে ভাল একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডে আপনি যেকোন সাদাকালো ছবিকে রঙ্গিন করতে পারবেন। খুব আসাধারন
তাই না?

2..Www.worldometers.info

এই ওয়েরসাইট সত্যিই অদ্ভুতময়! কেননা এই ওয়েব সাইটি ওপেন করলে আপনি প্রতি মিনিটে পৃথিবীতে কতসংখক মানুষ
জন্মগ্রন করছে, আর কত মানুষ মারা যাচ্ছে তা দেখতে পারবেন।
এছাড়া কোন ধর্মে কত জন লোক তাও দেখতে পারবেন।

• তাছাড়া এই
ওয়েবসাইটের মাধ্যমে
আপনি পৃ্থিবীতে কত ধর্মের
কয়জন মানুষ আছে, কোন
ধর্মের মানুষ বেশি আছে
তা জানতে পারবেন।

3..Www.internet-map.com

এই ওয়েরসাইটটি আরো আশ্চর্য করার মতো। এই সাইট টা ওপেন করলে আপনি বড় থেকে শুরু করে ছোট ছোট কতগুলো বালির মতো কণা দেখতে পাবেন।
আরে ভাবচেন কি? এগুলো মার্বেল না! এগুলো সব ইন্টারনেটে চড়িয়ে- ছিটিয়ে থাকা ওয়েবসাইট! এই বিন্দু গুলো (Joom) করে যেকোন একটাতে ক্লিক করে দেখুন! দেখুন সবচেয়ে বড় বৃওটি Google এবং এর
চেয়ে ছোট টি Facebook.!!

4..Www.10minutemail.com

এই ওয়েব সাইটির সাথে হয়তো আমরা কম-বেশি সবাই পরিচিত। এই
ওয়েবসাইটের মাধ্যমে আপনি সম্পুর্ন ফ্রীতে
আনলিমিটেড মেইল (Mail) নিতে পারবেন। সাধারনত, যেকোন মেইল Verification –
ক্ষেএে আপনি এই সাইটির Temp – মেইল ব্যবহার করতে
পারবেন। প্রতিটি মেইলের মেয়াদ থাকে ১০ মিনিট।
তবে আপনি চাইলে এর সময় বাড়িয়ে নিতে পারবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ্না এসব আমার কোনো উপকারে আসবে না।

২| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

আসিফ ০০ বলেছেন: Thanks...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.