| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Sujon Mahmud
কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।
সব গুলো কাব্যই ইন্টারনেট থেকে সংগ্রহকৃত.......
আশা করি ভালো লাগবে সবার.....
* মেয়েটা করেছে চতুরামি
শেষে বুঝিলাম ফতুর আমি।
*রাত বারোটায় ফোন
করেছি
হ্যাপি বার্থডে মুম
তোমার বাবা ধরেই বলেন
সেলামালে কুম।
*মেয়েটা নাচায়
নিজে নাচে না
তাই অনেকেই
বেশি বাঁচে না।
*আগের মত
নেই সে আর....
তাঁর রিকশায়
অন্যজনের শেয়ার !
*পাঁচ ফুট
পাঁচ ইঞ্চি কবি
কবিতা লেখা
আমার হবি !
*ডানে বামে হুমকি
নানা জনে দেয় ধুমকি
কোন কোন হুমকি
বড্ড পেলে চুমকে উঠি!
*
দুনিয়া গেছে
হুমকিও আজ পেশা
হুমকি দেওয়া কারো
ছোট বেলার নেশা!
*তোমার কথায়
উঠি বসি
সুযোগ পেলে
মারব ঘুষি৷
*চোরের মতো
ডাকাতি করতে গেলে
পচে মরবি
হাজত কিংবা জেলে৷
*কিনতে কিনতে
ফতুর হয়েছে স্বামী
বউটা বলে
কী আর কিনেছি আমি।
*সবার জন্য কিনেছি
পেটে নিয়ে ক্ষিধে
মায়ের জন্য শাড়ি
সেটা সামনে ঈদে।
*আগুনে রেখেছি হাত পুড়ে
গেছে তাই
আনমনে বিস্মৃতির প্রলেপ
লাগাই।
আগুনের প্রতি ছিল ভুল অনুরাগ
হয়ত শুকাবে ক্ষত,রেখে যাবে
দাগ।।
*
২|
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
অনুকাব্যগুলো কিন্তু দারুণ!
৩|
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬
Sujon Mahmud বলেছেন: হুম
৪|
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮
শায়মা বলেছেন: মজার মজার কাব্য! ![]()
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
Sujon Mahmud বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
৫|
৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: লেখায় কতটা মুন্সীয়ানা থাকলে পরে ছড়ায় রম্য আনা যায়!
চমৎকার। শুভেচ্ছা নিন।
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
Sujon Mahmud বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইন্টারনেট থেকে সংগ্রহকৃত...