নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

বাংলা নবর্বষের কয়েকটি অণু কাব্য

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

তোরাই আমার বন্ধু, তোরাই
আমার সব,ভালোবেসে তাই
জানাই তোদের পান্তা
ইলিশের দাওয়াত !. Good bye
বলে শেষ করছি পুরনো
বছরের আশা, নতুন
বছরের,নতুন সাজে
জানাচ্ছি ভালোবাসা !!
শুভ নববর্ষ
*************************
উদিত রবির প্রথম আলো দূর
করবে সকল কালো। মাতবে
মন আনন্দধারায় সবাই হবে
বাঁধনহারা। দিনটি হোক
তোমার তরে মন ভরে উঠুক
খুশির ঝরে। শুভ নববর্ষ !!
*************************
পানতা ইলিশ আর ভরতা
বাঙ্গালীর প্রাণ...>> নতুন
বছর সবাই গাইবো
বৈশাখের গান.. .>> এসো হে
বৈশাখ এসো এসো... ^~^~শুভ
নববর্ষ~^~^
*************************
নতুন আশা নতুন প্রাণ______♥
নতুন হাসি নতুন গান_______♥
নতুন সকাল নতুন আলো___♥
নতুন দিন হোক ভালো______♥
দুঃখকে ভুলে যাই___________♥
নতুনকে স্বাগত
জানাই______♥ ________শুভ
নববর্ষ_________
*************************
পুরনো যত হতাশা, দুঃখ,
অবসাদ, নতুন বছর সেগুলোকে
করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে
মুছে যাক সকল যাতনা। *শুভ
পহেলা বৈশাখ-১৪২৫
*************************
চৈত্রের রাত্রি শেষে,
সূর্য আসে নতুন বেসে, সেই
সূর্যের রঙ্গিন আলো, মুছে
দিক তোমার জীবনের সকল
কালো…! #শুভ_____নববর্ষ____
************************
ঝরে গেল আজ বসন্তের
পাতা, নিয়ে যাক সঙ্গে সব
মলিনতা । বৈশাখের
সকালে, লাগুক প্রাণে
আনন্দের এই স্পর্শ, মন থেকে
আজ জানাই তোমায় “শুভ
নববর্ষ” নতুন পোশাক নতুন
সাঁজ। নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি
রাশি॥
************************
নিশি অবসান প্রায় ঐ
পুরাতন বর্ষ হয় গত আমি
আজি ধূলি তলে জীর্ণ জীবন
করিলাম নত | বন্ধু হও শত্রু হও
যেখানে যে রত ক্ষমা কর
আজিকের মত পুরাতন বছর
সাথে পুরাতন অপরাধ যত
হর্দম হৈ হৈ, বৈ এলো ঐ,
কলার পাতায় ইলিশ পান্তা
| ঈশান কোনে মেঘের
বার্তা | শুভ নববর্ষ
************************

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

Sujon Mahmud বলেছেন: শুভ নবর্বষ

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।
............ব্লগে স্বাগতম।

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

Sujon Mahmud বলেছেন: কষ্ট করে কমেন্ট করার জন্য ধন্যবাদ। আর নবর্বষের শুভেচ্ছা রইলো

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯

Sujon Mahmud বলেছেন: শুভ নবর্বষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.