নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

যে কাউকে রাজি করানোর জন্য একটি সাইকোলজিকাল ট্রিক কি?

০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৪

যে কাউকে আপনি আপনার মতামতকে রাজি করানোর জন্য ছোট একটি সাইকোলজিকাল ট্রিক ব্যবহার করে দেখতে পারেন।

যেমন: কিছু বছর আগে একটি জরিপ করা হয়েছিল, যেখানে জরিপকারীরা একটি আবাসিক এলাকায় বাড়ির মালিকদের কাছে গিয়েছিলেন এবং তাদেরকে অনুরোধ করেছিলেন যে তাদের বাসার সামনে “সাবধানে গাড়ি চালান” এই নামে একটি বড় সাইনবোর্ড টানানো হবে, কিন্তু সকল বাড়ির মালিকগণ সাথে সাথে এই প্রস্তাবটি মানা করে দিয়েছিলেন।

এইবার ওই জরিপকারী অন্য আরেকটি আবাসিক এলাকায় গিয়ে বাড়ির মালিকদের কাছে গিয়ে অনুরোধ করলেন তাদের বাসার সামনে ছোট ছোট কিছু সাইনবোর্ড লাগাবেন যেখানে একই কথা উল্লেখ থাকবে “ সাবধানে গাড়ি চালান ” তখন সবাই রাজি হয়ে গিয়েছিলেন এবং তিন সপ্তাহ পর আবার সেই জরিপকারীরা আসে ওই একই বাড়ির মালিকদের কাছে অনুরোধ করলেন যে এবার ছোট সাইনবোর্ডকে পরিবর্তন করে বড় একটি সাইনবোর্ড লাগানো হবে।

এবার জরিপে দেখা গেল যে প্রায় ৭০% বাড়ির মালিক এই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। সাইকোলজিস্টরা এটাকে বলে থাকে “Foot in the door technique”

এই টেকনিক মোতাবেক যদি আপনি কারো কাছে কোন বড় সাহায্য চেয়ে থাকেন, তাহলে বড় সাহায্য চাওয়ার আগে তার কাছে একটি ছোট সাহায্য চেয়ে দেখুন, সে রাজি হয় কিনা? যদি ছোট সাহায্য দেওয়ার জন্য রাজি হয়ে থাকেন, তাহলে তিনি আপনাকে বড় কোন সাহায্য করার জন্যও রাজি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

সুতরাং ছোট দিয়ে শুরু করুন, বড় কিছু পেতে হলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২২

জাদিদ বলেছেন: এই লেখাটি কি আপনার??

২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: বাহ ভালোতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.