নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য হোক পথ চলার পাথেয়

সুকান্ত দাস অনির্বান

সুকান্ত দাস অনির্বান › বিস্তারিত পোস্টঃ

তরুণ প্রজন্মের ‘বাংলা ভাষা’ ও বাংলা উইকিপিডিয়া

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

ভাষার মাস ফেব্রুয়ারি, মহান একুশে ফেব্রুয়ারি আমাদের গৌরবময় অর্জন।এই মাসটি আমাদের সামনে এলেই আমরা হারিয়ে যায় আমাদের সমৃদ্ধ গৌরবময় ইতিহাসের পাতায়। বাংলা ভাষাকে মাতৃভাষা করতে আমাদের সূর্য সন্তানদের আত্মত্যাগ আমাদেরকে উদ্বুদ্ধ করে যেকোন প্রতিবন্ধকতা দূর করে সামনে এগিয়ে চলতে। সম্প্রতি বাংলা ভাষাকে সর্বস্তরে চালুর আবেদন জানিয়ে হাইকোর্টে যে রিট হয়েছে তা আমাদের অনুপ্রাণিত করে-সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার করতে।

অতিতে বাংলা শুধু বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন বর্তমান বিশ্বায়নের যুগে ইন্টারনেটে বাংলা ব্যবহার দিন দিন প্রসারতা লাভ করছে। ফেসবুক, ব্লগসহ বাংলা দৈনিকগুলোর অনলাইন সংস্করণের সুবাদে এখন বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ২০০৪ সাল থেকে ইন্টারনেটে যুক্ত হয়েছে বাংলা উইকিপিডিয়া নামক অনলাইন বিশ্বকোষ। সে হিসেবে বাংলা উইকিপিডিয়ার এবছর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ, যা সবাই সম্পাদনা করতে পারে।

বাংলা উইকিপিডিয়া সাইটটিতে ঢুকতেই প্রধান পাতায় এই লেখাটা আপনার অবশ্যই চোখে পড়বে “উইকিপিডিয়া একটি ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ। জনমানুষের স্বেচ্ছাশ্রমে তৈরি এই বিশ্বকোষ সমৃদ্ধ করতে আপনিও অবদান রাখতে পারেন।বিশ্বের ২৮৫টি ভাষায় পরিচালিত উইকিপিডিয়ার বাংলা সংস্করণটির যাত্রা শুরু হয় ২০০৪ সালে।” বর্তমানে বাংলা উইকিপিডিয়ার মোট নিবন্ধ সংখ্যা ২৮,২৫৪, যার পুরোটাই স্বেচ্ছাশ্রমে লিখিত।বাংলা উইকিপিডিয়া একটি অলাভজনক প্লাটফরম।



গতকাল ( ১৭ই ফেব্রয়ারি) বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাষক ‘নুরুন্নবী চৌধুরী হাছিব’ ভাইয়ের ফেসবুক টাইমলাইনে ঢুকতেই দেখি অনেকগেুলো আই-জিনিয়াসের সাথে নুরুন্নবী ভাইয়ের একটা দারুণ ছবি সাথে উপরে ক্যাপশনে লেখা “Sucessfully end 2nd day Bengali Wikipedia session with i-geniuses student come from different district..Today again session conduct by Munir Hasan, me & Nasir Khan Saikat..This program is organized by Wikimedia Bangladesh & Grameen Phone..” ৫১ জন আই-জিনিয়াস শিক্ষার্থী নিয়ে দুই দিনের কর্মশালার শেষদিন ছিল গতকাল, বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে ক্ষুদে আই-জিনিয়াসদের অনুপ্রাণিত কারা এবং বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ ও ছবি যোগ করার নানা পদ্ধতি নিয়ে আলোচনা কারাই ছিল আলোচ্য কর্মশালার মূল বিষয় বস্তু।



একজন শিক্ষার্থী লিখেছেন, "সব সময় বাংলা উইকিপিডয়া থেকে সঠিক তথ্য খুছে বের করি, কিন্তু আগে জানতাম না এর পিছনে কাদের অবদান রয়েছে, যে মানুষগুলো এর পিছনে নিরলস স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন তাদেরকে দেখে শ্রদ্ধায় বুক ভরে যাচ্ছিল। আই-জিনিয়াস এবং একজন শিক্ষার্থী হিসেবে আমি এখন থেকে চেষ্টা করব সামান্য কিছু হলেও বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে" পবিত্র ভাষার মাসে অমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষাকে ভালবেসে, বাংলাকে ভালবেসে 'বাংলা উইকিপিডিয়া' সমৃদ্ধ করবে বলে যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এর থেকে বড় আর কিছু কি হতে পারে ! ধন্যবাদ গ্রামীণ ফোন এবং উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি 'মুনির হাসন' স্যারকে এমন একটি সুন্দর কর্মশালা সম্পাদন করার জন্য।



বাংলা ভাষায় আমাদের অনেকেরই হয়তো অনেক লেখালেখির অভ্যাস আছে, অবসর সময়ে আমরা অনেক কিছু লিখে থাকি কিংবা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিয়ে থাকি, অনেক সময় প্রয়োজনীয় তথ্য উইকিপিডিয়ায় খুজে পাওয়া যায় না, কিন্তু আমাদের নিজেদের তথ্যটি জানা থাকা সত্বেও আমরা উইকিপিডায়ায় তথ্য সংযোজন করিনা।আপনাদের আছে আমার অনুরোধ প্লিজ, দয়াকরে সামান্য সময় নিয়ে প্রযোজনীয় তথ্য বাংলা উইকিপিডিয়ায় সংযোগ করুন, বাংলা উইকিপিডিয়ায় তথ্য সংযোজন করতে কোন আই.ডি লাগে না, যে কেউ খুব সহজে সম্পাদনা করতে পারেন। আজ যে তথ্যটি আপনার খুব বেশি প্রয়োজন ছিল, আপনি খুব সহজে বাংলা উইকিপিডিয়া থেকে জেনে নিলেন কিন্তু একটা তথ্য ভুল কিংবা অস্পষ্ট থাকা সত্বেও আপনি সঠিক করে দিলেন না-তার জন্য হয়তো আপনারই কোন শুভাকাঙ্ক্ষী খুব সমস্যায় পড়তে পারে, তাই বিনীত অনুরোধ সামান্য কিছু সময় নিয়ে তথ্যটি আপডেট করে দেন।



আপনি হয়তো স্বেচ্ছায় অনেক সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত আছেন, খুবই ভাল কথা- আমাদের ধর্মই তো মানবতা, সব ঠিক আছে-কিন্তু বাংলা ভাষার জন্য, আপনার- আমার মায়ের মুখের ভাষার জন্য, আগামী প্রজন্মের জন্য স্বেচ্ছায় কি আপনি সমান্য অবদানও রাখতে পারেন না? আশা করি ভেবে দেখবেন। 'সৈয়দ আবুল মকসুদ' এর ভাষায় বলি,"ঘটনার চেয়ে চেতনাই প্রধান", ছোট বেলায় "একুশের চেতনা" শীর্ষক রচনা লিখতে হতো তখন কতো কিছুই না লিখতাম পরীক্ষার খাতায়-শুধু পাশ করার জন্য। একুশের চেতনা কি আদোও শেষ হবার? মহান একুশের এই চেতনা বুকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চায়। মহান বাংলা ভাষার জন্য যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে গেছেন সেই সব বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে অবনত মস্তকে বলতে চাই- আমরা সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার চাই, বাংলা ভাষাকে ইন্টারনেটে সহজলভ্য করার জন্য আমরা প্রত্যেকে এক এক জন উইকিপিডিয়ান হয়ে উঠতে চাই। আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করে যাব নিশ্চয়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

একজন ঘূণপোকা বলেছেন:

বাংলা উকিপিডিয়া এখন অনেক সমৃধ

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: বিশ্বকুষ
সবাইকে ২১ এর শুভেচ্ছা

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

সুকান্ত দাস অনির্বান বলেছেন: বাংলা উইকিপিডিয়া ভবিষ্যতে আরো সমৃদ্ধ হোক এই প্রত্যাশায় ;)
ধন্যবাদ
একজন ঘূণপোকা, পরিবেশ বন্ধু

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩

যুদ্ধমন্ত্রী বলেছেন: বাংলা উইকি নিয়ে এরকম পোস্ট সচরাচর চোখে পরে না :)
লেখাটি পরে অনেকেই বাংলা উইকি সম্পাদনায় আগ্রহী হবেন, আশা করছি :)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

রাগিব বলেছেন: লেখার জন্য ধন্যবাদ। আজ থেকে ৭ বছর আগে সেই ২০০৬-২০০৭ সালে এসব নিয়ে বিস্তর লিখেছিলাম। সেই সময়ে এক ঝাঁক উদ্যমী উইকিপিডিয়ান তৈরী হয়েছিলো, যাদের এখন বাংলা উইকির নেতৃত্বে দেখবেন। আশা করি আপনি ও আপনার সমসাময়িকেরাও এভাবে জড়িয়ে যাবেন এই মুভমেন্টে।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

রাগিব বলেছেন: পুরানো কিছু লেখা - পড়ে দেখতে পারেন।


Click This Link


Click This Link

Click This Link

Click This Link

Click This Link

এবং ২০০৬-২০১০ এর মধ্যে আরো অনেকগুলা লেখা।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

সুকান্ত দাস অনির্বান বলেছেন: ধন্যবাদ #যুদ্ধমন্ত্রী
বাংলা উইকিপিডিয়া আরো সমৃদ্ধ হোক এবং বর্তমান তরুণ প্রজন্ম বাংলা উইকিপিডিয়াকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলুক এই প্রত্যাশা সবার কাছে :)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৩

সুকান্ত দাস অনির্বান বলেছেন: রাগিব ভাই,
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ :)
আপনি তো জানেন, আমি একজন নতুন লেখক...
আপনাদের সহযোগীতা আমার জন্য খুবই প্রয়োজন
আশা করি- সামনে আরো অনেক হেল্প পাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.