![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে পরিসংখ্যান নিয়ে যাদের কাজ তাঁদের কাছে “বাংলাদেশ ডেমোগ্রাফি এন্ড হেলথ সার্ভে” খুবই পরিচিত একটি নাম। বাংলাদেশের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক একটি পূর্ণাঙ্গ পরিসংখ্যান হল বি.ডি.এইচ.এস.। USAID এর আর্থিক সহযোগিতায় The Demographic and Health Surveys (DHS) Program নামে সারা বিশ্বব্যাপী ৯০ টির ও বেশি দেশে পরিচালিত জরিপ বা সার্ভে রিপোর্ট, যার বাংলাদেশ অংশের নাম হল "বাংলাদেশ ডেমোগ্রাফি এন্ড হেলথ সার্ভে" যেটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) পরিচালনা করে থাকে।
এখানে উল্লেখ্য, যা একটু আগে-ভাগেই বলে নেওয়া প্রয়োজন বলে মনে করি, সেটা হল- আপনারা যারা পরিসংখ্যানের সাথে কোন না কোন ভাবে জড়িত আছেন, তারা সবাই "বি.ডি.এইচ.এস." সম্পর্কে কম-বেশি অবগত আছেন। এই সম্পর্কে আসলে আমার তেমন বলারও কিছু নেই, তারপরও আমার এই লেখাটা আমার খুব প্রিয় কিছু ছোট ভাই-বোন ও বন্ধুদের অনুরোধে লিখতে হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের পরিসংখ্যানের সূতিকাগার বলে পরিচিত পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের জন্য বছরের এই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ, এই সময়ে স্নাতক ও স্নাতকত্তোর বিভাগের শিক্ষার্থীদের প্রজেক্ট ও থিসিস এর জন্য অনেক বেশি বেশি কাজ করতে হয়। আর প্রজেক্ট ও থিসিস এর কাজের একটা বড় অংশ সম্পাদিত হয় "বি.ডি.এইচ.এস." এর সেকেন্ডারী ডাটা অ্যানালাইসিস করে। ফলে আই.এস.আর.টি.তে "বি.ডি.এইচ.এস." এর ডাটার খুবই প্রয়োজন এই সময়ে !
গত বছর এই সময়ে আমার প্রজেক্টের সময়ে আমি দেখেছি আমার কিছু বন্ধু-বান্ধবীদের "বি.ডি.এইচ.এস." এর ডাটা নিয়ে সে কি দৌড়া-দৌড়ি ! স্যারদের কাছে বার বার ধরনা দেওয়ার পর আপনি হয়তো ডাটা পেয়ে গেছেন, আপনার আ্যানালাইসিস করাও প্রায় শেষ, তারপর ঘটল আসল বিপত্তি, আপনি দেখলেন আসলে আপনার দরকার "মেল" ডাটা কিন্তু আপনি আ্যনালাইসিস করে ফেলেছেন "ফিমেল" ফাইল ডাটা ! অথবা ডাটা অ্যানালাইসিস এর জনপ্রিয় সফটওয়ার SPSS দিয়ে আপনি নতুন করে কিছু চলকের রিকোডিং করছেন কিন্তু আপনি SELECT IF ব্যবহার করেছেন ফলে দেখা গেল আপনার পুরো ডাটা ফাইল পরিবর্তিত হয়ে গেছে কিন্তু আপানি কোন কপি রাখতে ভুলে গেছেন, এখন কি করা? আবার দৌড়ান স্যার এর কাছে, কিন্তু স্যার খুব ব্যস্ত মানুষ, আগামী সপ্তাহে আপনার স্যারকে পাওয়াই যাবে না, ফলে বসে থাকুন স্যার এর অপেক্ষায় !
কিন্তু বর্তমান ইন্টারনেটের যুগে আপনি চাইলেই খুব সহজে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত "বি.ডি.এইচ.এস." ডাটা।
আমাকে বিগত কিছুদিন ধরে আমার কিছু প্রিয় ছোট ভাই-বোনেরা জানিয়েছিন তাদের "বি.ডি.এইচ.এস." এর ডাটা খুব প্রয়োজন। আমি বলেছি যে, "বি.ডি.এইচ.এস." এর ডাটা ইন্টারনেটে সহজপ্রাপ্য, এবং খুব সহজে ডাটা ডাউনলোড করা যায়।
প্রাসঙ্গিক অনেক কথাই তো হলো, এবার তবে চলুন দেখানো যাক কিভাবে আপনি ডাউনলোড করবেন আপনার কাঙ্ক্ষিত "বি.ডি.এইচ.এস." ডাটা।
প্রথমে আপনার পিসির ইন্টারনেট ব্রউজার ওপেন করে অ্যাড্রেসবার এ লিখুন http://www.dhsprogram.com/ তারপর আপনি নিচে প্রদর্শিত চিত্রের মতো যে ওয়েবসাইটি পাবেন সেটা হল Demography and Health Surveys এর মূল ওয়েবসাইট।
উপরের চিত্রে প্রদর্শিত ডানদিকের লাল গোল দাগাঙ্কিত DATA অপশনটিতে আপনার মাউসের কার্সরটি রাখলে আপনি বেশ কয়েকটি নতুন সাব-অপশন দেখতে পাবেন, যাদের মধ্যে সর্বশেষ অপশনটি হচ্ছে Download Datasets
আপনি যদি Download Datasets এই সাব-অপশনটিতে ক্লিক করেন তখন নিচে প্রদর্শিত চিত্রের মতো Available Datasets এর একটা লিস্ট পাবেন।
সেখান থেকে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন Bangladesh (বাংলাদেশ) নামের ডাটাসেটের বিভিন্ন সালের ডাটার একটি পূর্ণাঙ্গ তালিকা
এবার Bangladesh এর Available Datasets থেকে (চিত্রে প্রদর্শিত) লাল দাগাঙ্কিত Survey Datasets Bangladesh 2011 এর হলুদ চিহ্নিত Data Available এ ক্লিক করলে আপনি নিচের চিত্রের মতো Survey Dataset এর আর একটি পূর্ণাঙ্গ তালিকা পাবেন
এখানে আপনি দেখতে পাচ্ছেন Bangladesh: Standard DHS, 2011, Survey Dataset এর বিভিন্ন ফাইল যেমন Births Recode, Couples' Recode, Household Recode, Individual Recode সহ আরো অনেক ডাটা ফাইল এবং সেই সাথে ডানপাশের তৃতীয় কলামে বিভিন্ন File Format এর নাম।
এবার একটা বিষয় লক্ষ্য করুন, আপনি এখনো ডাটা ফাইল ডাউনলোড করার জন্য কোন অপশন পাননি, শুধু ডাটা রিসোর্স দেখেছেন মাত্র।
আপনি যদি এখন ডাটা ফাইল ডাউনলোড করতে চান, তাহলে আপনি দেখবেন-উপরের চিত্রে লাল গোল করে দাগানে অংশে লেখা আছে, If you are a registered user, please login here to gain access to these files. এবং নিচে আরো লেখা আছে, If you are not a registered user, please go here to register.
প্লিজ, আপনি ধৈর্য হারাবেন না... এটা খুবই সহজ একটা প্রক্রিয়া...
আপনি আপনার নামকে Register করতে please go here to register. অংশে ক্লিক করুন।
ক্লিক কারার পর (নিচের চিত্রের মতো) আপনার ইন্টারনেট ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন হবে।
এখানে আপনি দেখতে পাচ্ছেন New User Registration নামে ২ ধাপে সস্পন্ন করার একটা ফরম। আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে যথাযথভাবে ফরমটি পূর্ণ করবেন।
আপনার সুবিধার জন্য আমি দ্বিতীয় ধাপের একটা নমুনা অ্যাড করে দিলাম
এখন আপনি নিচের দিকে Select Region এ ক্লিক করে South & Southeast Asia সিলেক্ট করে দিলে নিচের মতে একটা অপশন পাবেন
এবার চিত্রে দেখানো অংশে Country তে গিয়ে Bangladesh, Survey তে টিক চিহ্ন দিয়ে Save Selection(s) ক্লিক করুন।
কি? হয়ে গেলো তো আপনার রেজিস্ট্রেশন !
এখন একটু অপেক্ষা করুন, ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে আপনার ইমেইল ঠিকনায়
[email protected] থেকে একটা কনফরমেশেন মেইল পাবেন সেখানে আপনাকে আপনার সরবরাহকৃত পাসওয়ার্ডটি ও সাথে DHS DATASETS এর সুন্দর একটি Data Notes দেওয়া হবে। আপনাকে এখন কি কি করতে হবে তারও একটি সুন্দর দিকনির্দেশনা দেওয়া থাকবে আপনার মেইলে।
অর্থাৎ আপনি এখন ডাটা ডাউনলোড করার যোগ্যতা অর্জন করে ফেলেছেন
ডাটা ডাউনলোড করার জন্য আপনি এখন পুনরায় The Demography and Health Surveys ঠিকানায় প্রবেশ করতে আপনার ইন্টারনেট ব্রাউজারে টাইপ করুন http://www.dhsprogram.com/
চিত্রে দেখানো লাল গোল দাগাঙ্কিত LOGIN অপশন ক্লিক করলে আপনার সামনে Sign In পেজ ওপেন হবে।
এখানে আপনি Email Address: ও Password: দিয়ে Sign In করুন। আপনি Sign In করার পর নিচের চিত্রের মতো একটা পেজ দেখতে পাবেন।
চিত্রের মতো সবুজ চিহ্নিত অংশে, আপনার পূর্বে সরবারাহকৃত প্রজেক্ট এর নামটি টাইপ করুন এবং তারপর Go বাটনটিতে ক্লিক করুন।
এখানে আপনি বামদিকে আপনার Account Information এবং Logout অপশন দেখতে পাবেন। এবার পূর্বে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে DATA অপশনের Download Datasets অংশে ক্লিক করে BANGLADESH এর Available Datasets এ ক্লিক করলে নিচের মতো দেখতে পাবেন।
এখানে আপনি DHS Final Reports এর PDF দেখতে পাবেন এটা Download করে নিতে পারেন যা পরে আপনার অ্যানালাইসিস এর কাজে অনেক সাহায্য করবে।
একটু নিচের দিকে গেলে (উপরের চিত্রের মতো) আপনি Survey Datasets এর সবুজ চিহ্নিত Data Available অপশন দেখতে পাবেন। Data Available অপশনটিতে ক্লিক করলে নিচের চিত্রের মতো এবার ডাউনলোড যোগ্য ডাটার লিস্ট পাবেন।
এখান থেকে আপনি Survey Dataset এর প্রত্যেকটি ফাইল বিভিন্ন ফরমেটে (Stata, Flat, SAS, SPSS ) ডাউনলোড করতে পারবেন। আপনি আপনার মাউসের কার্সরটিকে আপনার পছন্দের ডটাসেটের উপর রেখে জাস্ট একটা ক্লিক করলে ডাটাসেট ডাউনলোড শুরু হয়ে যাবে।
মনে রাখবেন আপনার ডাটাসেট কিন্তু জিফ ফাইলে ডাউনলোড হয়েছে।
এবার আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যানালাইসিস শুরু করতে পারেন।
বি.দ্র. আপনার যে কোন প্রশ্ন থাকলে মন্তব্য করুন।
©somewhere in net ltd.