নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখোই-৩৫

সুখোই-৩৫ › বিস্তারিত পোস্টঃ

‘হিন্দি’ হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা? - আসলেই কি?

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

Click This Link



বেশী কিছু না, শুধু হেডমওয়ালা বা বিচিওয়ালা একজন সংস্কৃতি মন্ত্রী থাকলেই চলে। এককথায়, একদিনে, গায়ের জোরে সব হিন্দি চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দিতে হবে। একেবারে সামরিক শাসক বা একনায়কের মত চাপিয়ে দিতে হবে হিন্দি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা। জাতি প্রথমে একটু মোড়ামুড়ি করলেও পরে ঠিক হয়ে যাবে। আমাদের পূর্বের মত আর সেই অবস্থা নাই, আমাদের এখন অনেকগুলি টিভি চ্যানেল। জনগণের জন্য অনেক অপশন আছে। ঐসব অতিরিক্ত বিজ্ঞাপন দেখানোর অভিযোগ করে লাভ নাই। আমাদের দরকার একজন বিচিওয়ালা মন্ত্রী যিনি একহাতে সব নিয়ন্ত্রণ করতে পারবেন। কোন কথা নাই, ঐ অতিরিক্ত বিজ্ঞাপনওয়ালা বাংলা নাটক খাইলে খা নয়তো দূরে গিয়া মর।



এদেশের গ্রামে গঞ্জে এখনো বিদ্যুতও পৌছয় নাই। অনেক জায়গায় বিটিভি ছাড়া আর কিছুই নাই দেখার।



এইসব ডোরেমন প্রজন্ম কিছুই করতে পারবে না। এরা মাজা ভাঙ্গা প্রজন্ম। এদের আন্দোলন করার মত সামর্থ্য বা সাহস কিছুই নাই। এদের মধ্যে থেকেই কিছু মাজার জোর ওয়ালা ছেলেপেলে বের হয়ে আসবে যারা বাংলাকে টিকিয়ে রাখবে। আপনার এই ডোরেমন দেখা শ্রেণিটা হচ্ছে, স্বার্থপর মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্ত শ্রেণী। এরা ডরেমন দেখলেই কী আর না দেখলেই কী? এরা কোনকালেই দেশের কোন কাজে লাগে নাই, আর লাগবেও না। যে রুচিশীল মধ্যবিত্ত শ্রেণী দেশের পাশে এসে দাড়িয়েছে সবসময় এরা টিভির থেকে লাইব্রেরীতে বেশী সময় কাটায়, এরা বাসায় টিভি দেখার থেকে বই পড়ে বেশী। যে সকল নিম্নমানের পরিবার ডোরেমন দেখে, তাদের আসলে বস্তা ভরে বই এনে দিলেও কোন লাভ হবে না, কারন তারা চরতিত্রগতভাবেই নিম্নরুচির। এরে টাকা ইনকাম করে, খায় দায়, ফূর্তি করে। এরা স্বার্থপর আত্মকামী সমাজ, এরা কখনও দেশের জন্য কিছু করবে না। যারা করার তারা আছে, আলাদা আছে। নিম্নশ্রেণীর কিছু পরিবার দেখে শঙ্কিত হবার কিছু নাই। এইসকল পরিবার হিন্দি বন্ধ হয়ে গেলে অন্য কোন আকাজের জিনিসে সময় নষ্ট করবে। এরা প্রোডাক্টিভ কোন কাজে সময় দেয় না।



দেশ বাচিয়ে রাখে বই পড়া পরিবারগুলি, টেলিভীশন দেখা পরিবারগুলি নয়। তাই টেলিভীশন দেখা পরিবারগুলি বাংলা জানলো না হিন্দি জানলো, বাংলা মিডিয়ামে পড়লো নাকি হিন্দি মিডিয়ামে পড়লো তাতে কিছু যায় আসে না। এরা সমাজের একটা ক্ষুদ্র অংশ। এরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ঐ বই পড়া পরিবারগুলি আর গ্রামের কৃষকেরা। এরা কখনও নষ্ট হয় নাই, কখনও নষ্ট হবে না। এদের হাজার ডোরেমন দেখালেও একসময় এরা হিন্দির প্রভাব থেকে বের হয়ে এসে গর্জে উঠবে জয় বাংলা বলে। আপনি নিশ্চিত থাকতে পারেন। ৪০০০ বছরে বহু আরবি ফার্সি সংস্কৃত ইংরেজী চলেছে বাঙালী জাতির উপর দিয়ে। ব্রিটিশরা তো পুরাই ইংরেজীর ষ্টীম রোলার চালিয়ে দিয়ে গেছেন বাংলার উপর দিয়ে। কিছু হয়েছে বাংলা ভাষার? কেউ কিছু করতে পেরেছে? আজ আমি এখানে ঠিকই বাংলাতে ব্লগ লিখছি। এইসব সামান্য হিন্দিকে দুই পয়সা পাত্তা দেবার কিছু নাই। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

মানস সেন বলেছেন: পোস্টদাতারে উল্টাইয়া ফেভিকল দিয়া পোস্ট স্টিকী করা হউক

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

সুখোই-৩৫ বলেছেন: সেনছাগুর কেপি টেষ্ট পজিটিভ। হিন্দু নিক দিয়া লাদানি বন্ধ কর।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

ভালোরনি বলেছেন: ইন্ডিয়া ভালা পাই না। ইন্ডিয়ান চ্যানেলও ভালা পাই না। ইন্ডিয়ান চ্যানেল বন্ধ কইরা গ্লোবাল চ্যানেল দেয়া উচিত। পুলাপাইন ইংরাজি শিখুক।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

সুখোই-৩৫ বলেছেন: শুধু ইংরেজী না, সব দেশের চ্যানেল দেওয়া হোক। বিভিন্ন দেশের যে জাতীয় বা রাষ্ট্রীয় চ্যানেলগুলো আছে, সেগুলো কিন্তু মোটামুটি শালীন ও সংস্কৃতিপূর্ণ। আমরা পূরো বিশ্ব সম্পর্কেই জানব। সামনের সুপার পাওয়ার চায়না। চাইনিজ ভাষার চর্চা এখনই শুরু করা দরকার।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

অস্তিত্বহীন বলেছেন: indian channel on payment e amader deshe dekhane hoy, r amader deshi channel dehanor jonno cable opertor der tk dite hoy.samne amader jonno ghor ondhokar opekkha kortese.indian der ovbivokto dui bangla plan mone hoy safoller pothe hatche.

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

সুখোই-৩৫ বলেছেন: বিচিওয়ালা নেতা ছাড়া আর কেউ পারবো না আমাদের বাচাইতে। আন্দোলন করে খুব বেশী এগুনো যাবে না।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: পোষ্টের সাথে সহমত! +

সেই সাথে ভারতীয় চলচিত্র আমদানীর সিদ্ধান্ত বাতিলের দাবী জানাই।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

সুখোই-৩৫ বলেছেন: আইচ্ছা।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ডোরেমন বাংলাদেশের কতজন দেখে এটাই হল বড় প্রশ্ন। যেসব বাচ্চারা দেখছে তারা বাংলা ভাষাকে বাচিয়ে রাখতে পারবে না এটা ভুল কথা। ড: মুহম্মদ শহীদুল্লাহ এত ভাষা জানার পরও কি বাংলা ভাষা ভুলে গিয়েছে। আমাকে সারাদিন ইংরেজিতে কথা বলতে হয়, বাংলা কি ভুলে গিয়েছি? বাংলা মিশে আছে আমাদের অন্তরে, আমাদের রক্তে। তবে সাংস্কৃতিক আগ্রাসনে কিছুটা প্রভাব আছেই। তবে বাংলা ভাষার কোনো ক্ষতি কখনোই হয় নাই, কোনদিনই হবে না।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

মেঘ বালকের কথা বলেছেন: দবিটা এমন ভাবে কর‌তে পরি, এমন কিছু করা হোক যাতে বাংলা ভাষার কৌলিণ্য, সৌন্দর্য নতুন প্রজন্মের কাছে অকর্ষনিয় হয়ে ওঠে। তাহলে আপনাথেকেই এই সমস্যা গুলো সরে যাবে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

আদিম পুরুষ বলেছেন: আপনার লেখার সাথে সম্পূর্ণ সহমত। হিন্দি চ্যানেল বন্ধ করে দেয়া উচিত। কিছুদিন হিন্দি প্রেমীদের চিঁ চিঁ চিৎকারে কিছু যায় আসে না। ফখরুদ্দিন সরকার দেশের মানুষ কে লাইনে দাঁড়িয়ে কাজ করতে শিখিয়েছে। এখন আমাদের প্রয়োজন ওরকম কেউ। শুশীল বুলি ঝেড়ে শক্ত হাতে হিন্দি দমন করতে হবে।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

পথহারা সৈকত বলেছেন: এদের হাজার ডোরেমন দেখালেও একসময় এরা হিন্দির প্রভাব থেকে বের হয়ে এসে গর্জে উঠবে জয় বাংলা বলে। .........।????? =p~ =p~ =p~ =p~

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

সাদিক জাফরুল্লাহ বলেছেন: গায়ের জোরে সব হিন্দি চ্যানেল বাংলাদেশে বন্ধ করে দেয়ার পক্ষে আমি নই। তবে কিছু চ্যানেল আছে যেসব থেকে খারাপ ছাড়া ভাল কিছু শেখার নেই সেগুলো বন্ধ করে দেয়াই উচিত।
"এইসব ডোরেমন প্রজন্ম কিছুই করতে পারবে না। এরা মাজা ভাঙ্গা প্রজন্ম।"- আমরা কি এদের মাজা ভাঙা থেকে রক্ষা করতে পারি না?
"দেশ বাচিয়ে রাখে বই পড়া পরিবারগুলি, টেলিভীশন দেখা পরিবারগুলি নয়। তাই টেলিভীশন দেখা পরিবারগুলি বাংলা জানলো না হিন্দি জানলো, বাংলা মিডিয়ামে পড়লো নাকি হিন্দি মিডিয়ামে পড়লো তাতে কিছু যায় আসে না। এরা সমাজের একটা ক্ষুদ্র অংশ।"- টেলিভীশন দেখা পরিবারগুলিকে কিভাবে ক্ষুদ্র অংশ বলছেন বুঝতে পারি নাই। এখন কার বাসায় টিভি নাই? কেই বা টিভি দেখে না?
" ৪০০০ বছরে বহু আরবি ফার্সি সংস্কৃত ইংরেজী চলেছে বাঙালী জাতির উপর দিয়ে। ব্রিটিশরা তো পুরাই ইংরেজীর ষ্টীম রোলার চালিয়ে দিয়ে গেছেন বাংলার উপর দিয়ে। কিছু হয়েছে বাংলা ভাষার? কেউ কিছু করতে পেরেছে? আজ আমি এখানে ঠিকই বাংলাতে ব্লগ লিখছি।" - কথাটি আমার বেশ পছন্দ হয়েছে।

আসলে আমি বাংলাদেশে কিছু চ্যানেল বা শিক্ষনীয় ও আকর্ষনীয় অনুষ্ঠান তৈরীর পক্ষে যা শিশুদের আনন্দ দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.