![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে বেশ কিছু কট্টর বিএনপি দেখি। যেমন ধীবর, বাংলাদেশ জিন্দাবাদ। আরো কতগুলি আছে। এরা অনেকেই বয়সে প্রবীণ। একাত্তরের পরে আওয়ামী লীগের আচরণ সম্পর্কে এরা অনেক কিছু বলে। সত্য মিথ্যা মিশাইয়াই বলে। সে সময়ে আওয়ামী লীগের আচরণে জনগণের বেশ বড় একটা অংশই অখুশী ছিল বোঝা যায়। নতুবা সামরিক শাসক জিয়া এভাবে বিএনপিকে প্রতিষ্ঠা করতে পারতেন না। আওয়ামী লীগের সে সময়ের প্রতারণামূলক আচরণ দেশের একটা বড় অংশের সমর্থন আওয়ামী লীগ থেকে সরিয়ে নিয়েছে।
আওয়ামী লীগের সম্পর্কে অনেকেই অভিযোগ করেন যে মুক্তিযুদ্ধের ফসল তারা একাই ঘরে উঠিয়েছে। এটা অনেকটা বোঝা যায় "জয় বাংলা" আর "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগানের বিপরীত অবস্থান থেকে। অথচ আমাদের মূল শ্লোগান হল "জয় বাংলা"। আওয়ামী লীগ এই শ্লোগানকে দলীয় শ্লোগান বানিয়েছে। জনগণের কষ্টার্জিত মুক্তিযুদ্ধের অর্জনকে দলীয় অর্জন বানিয়েছে।
আওয়ামী লীগের সামনে একটা সুযোগ ছিল, নতুন প্রজন্মের সামনে আওয়ামী লীগকে একটা পরিষ্কার, নীতি ও আদর্শবান দল হিসেবে প্রতিষ্ঠা করার। কিন্তু আওয়ামী আবার একটা ভুল করল। একাত্তর পরবর্তী যে ভুলের কারনে আজকে ধীবর, বাংলাদেশ জিন্দাবাদের মত লোকেরা কট্টর আওয়ামী বিরোধী হয়েছে, সেই ভুলটা আওয়ামী লীগ আবার করল। আওয়ামী লীগ আবার দেখালো যে তারা প্রতারকের দল। আওয়ামী লীগ আবার দেখালো যে তারা জনগণের আন্দোলনের ফসল নিজেদের আখের গোছাতে, নিজেদের দলকে শক্তিশালী করতে ব্যাবহার করে। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই, তারা বোঝে কেবল ক্ষমতা। নতুন প্রজন্ম চিনে রাখলো এই প্রতারক আওয়ামী লীগকে। এক বিশাল সংখ্যক তরুণ ভোটার হারালো আওয়ামী লীগ।
লীগ কি জানে কত তরুন গতবার ১৮+ বয়সের অধিকারী হয়ে কেবলমাত্র এই রাজাকারদের বিচারের জন্য আওয়ামী লীগকে ভোট দিয়েছে?
শিবির পারবে লীগকে বাচাতে? এই সামুতেই একজন শিবির দাড়ালে দশজন তরুণ সেই শিবিরের মেরুদন্ড ভেঙ্গে দেয়। এই সামুকে কত শত তরুণ শিবিরমুক্ত রাখতে কত পরিশ্রম করে। এই তরুণদের সাথে আওয়ামী লীগ প্রতারণাটা না করলেই ভাল করতো।
আমরা এখন জানি ধীবর আর বাংলাদেশ জিন্দাবাদের মত ব্লগাররা কিভাবে জন্ম নিয়েছিল। কোথায় তাদের এত আওয়ামী ঘৃণার উৎস সেটা আমরা আজ বুঝলাম।
আওয়ামী লীগ পারতো অতীতকে মাটি চাপা দিয়ে তরুণদের স্বতস্ফূর্ত সমর্থন নিয়ে দাড়াতে। আজকের এই তরুণরা আগামী পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশে থাকবে। তারা মনে রাখবে এই আওয়ামী প্রতারণার কথা।
আওয়ামী লীগের হাতে এক বিরাট সুযোগ ছিল। আওয়ামী লীগ সে সুযোগ হেলায় নষ্ট করল।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ভুলটা আওয়ামী লীগ আবার করল। আওয়ামী লীগ আবার দেখালো যে তারা প্রতারকের দল। আওয়ামী লীগ আবার দেখালো যে তারা জনগণের আন্দোলনের ফসল নিজেদের আখের গোছাতে, নিজেদের দলকে শক্তিশালী করতে ব্যাবহার করে। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই, তারা বোঝে কেবল ক্ষমতা। নতুন প্রজন্ম চিনে রাখলো এই প্রতারক আওয়ামী লীগকে।
বড় কষ্টের সাথে বলতে হয়-
হাম্বালীগ ওরফে পাল্টি লিগ-
৭১এর মাঝামাঝিও যদি ক্ষমতা (পাকি প্রধানমন্ত্রীর চেয়ার) পাইত- এই হাম্বালীগই মুক্তিযোদ্ধাগোরে দেশদ্রোহী বইলা ফাসিতে ঝুলাইত!!!!
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
রাসেল মেটামোরফোজ বলেছেন: আওয়ামী লীগের সম্পর্কে অনেকেই অভিযোগ করেন যে মুক্তিযুদ্ধের ফসল তারা একাই ঘরে উঠিয়েছে। এটা অনেকটা বোঝা যায় "জয় বাংলা" আর "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগানের বিপরীত অবস্থান থেকে। অথচ আমাদের মূল শ্লোগান হল "জয় বাংলা"। আওয়ামী লীগ এই শ্লোগানকে দলীয় শ্লোগান বানিয়েছে। জনগণের কষ্টার্জিত মুক্তিযুদ্ধের অর্জনকে দলীয় অর্জন বানিয়েছে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
নদীর তীরে বলেছেন: কিছু বুঝিনা । ফাসি চাই ।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
স্বাধীকার বলেছেন:
রাসেল মেটামোরফোজ বলেছেন: আওয়ামী লীগের সম্পর্কে অনেকেই অভিযোগ করেন যে মুক্তিযুদ্ধের ফসল তারা একাই ঘরে উঠিয়েছে। এটা অনেকটা বোঝা যায় "জয় বাংলা" আর "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগানের বিপরীত অবস্থান থেকে। অথচ আমাদের মূল শ্লোগান হল "জয় বাংলা"। আওয়ামী লীগ এই শ্লোগানকে দলীয় শ্লোগান বানিয়েছে। জনগণের কষ্টার্জিত মুক্তিযুদ্ধের অর্জনকে দলীয় অর্জন বানিয়েছে।
লেখক আপনার আজকের অনুভূতিকে সন্মান জানাই।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
আল ইফরান বলেছেন: লেখক বলেছেন " . . . আমরা এখন জানি ধীবর আর বাংলাদেশ জিন্দাবাদের মত ব্লগাররা কিভাবে জন্ম নিয়েছিল। কোথায় তাদের এত আওয়ামী ঘৃণার উৎস সেটা আমরা আজ বুঝলাম ...."
যাক দেরীতে হইলেও বুঝতে পারছেন, তবে ইতিহাস থেকে শিক্ষা নেয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ।
আজকে আমাদের শিখতে হইলো অনেক চড়া দাম দিয়া, আফসোস এই জায়গাতেই
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
রোড সাইড হিরো বলেছেন: এবার থেকে অলরেডি জন্ম নেওয়া শুরু হয়ে গেছে তাদের (ধীবর, বাংলাদেশ জিন্দাবাদ) মত...