![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখো মানুষের কণ্ঠে 'যুদ্ধাপরাধীদের' ফাঁসির দাবি উচ্চারণ কানে গেছে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের। শাহবাগ প্রজন্ম চত্বরসংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন তিনি। গতকাল শুক্রবার দুপুরের পর লাখো কণ্ঠের স্লোগান শুনে পরিচর্যাকারী ওয়ার্ড বয়ের কাছে তিনি জানতে চান, 'কী হচ্ছে ওখানে?' ওয়ার্ড বয় বলেন, 'যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে জনতার গর্জন উঠেছে। এ গর্জন লাখো মানুষের।' শুনেই চুপসে যান গোলাম আযম। কিছুক্ষণ পর জানতে চান, 'কারা করছে?' ওয়ার্ড বয় বলেন, 'স্যার, তরুণ প্রজন্ম।' শুনে দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়েন অভিযুক্ত এ শীর্ষস্থানীয় মানবতাবিরোধী অপরাধী।
প্রিজন সেলে গোলাম আযমের পরিচর্যাকারী ওই ওয়ার্ড বয় নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়ে গতকাল কালের কণ্ঠকে বলেন, 'কিছুক্ষণ পরই স্যারের (গোলাম আযম) রক্তচাপ বেড়ে যায়।' তিনি জানান, পরে সংশ্লিষ্ট চিকিৎসক গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর ঘুমিয়ে যান গোলাম আযম।
ওয়ার্ড বয় আরো বলেন, 'প্রতিবারই ট্রাইব্যুনালে নেওয়ার তারিখে গোলাম আযম স্যার একটু অসুস্থ হয়ে যান। প্রেশার ওঠানামা করে। তবে ট্রাইব্যুনাল থেকে ফিরে আবার সুস্থ বোধ করেন।'
এ প্রসঙ্গে জানতে চাইলে গোলাম আযমের চিকিৎসক বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডা. এম আবদুল্লাহ খানিকটা হেসে বলেন, 'হাসপাতালের তৃতীয় তলায় প্রিজন সেলের প্রথম কক্ষটিতে চিকিৎসাধীন রয়েছেন গোলাম আযম। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে লাখো মানুষের গর্জন তাঁর কানেও পৌঁছে। তবে তাঁর অনুভূতি কী, তা নিয়ে আমার সঙ্গে কথা হয়নি। শুক্রবার হাসপাতাল বন্ধ ছিল, আমি যাইনি। গোলাম আযম গতকাল খানিকটা অসুস্থ হয়ে পড়েন, পরে ঠিক হয়ে যান শুনেছি। এখন তিনি সুস্থ আছেন। মাঝেমধ্যে রক্তচাপ ওঠানামা করে।'
ডা. আবদুল্লাহ আরো বলেন, 'কাল (আজ শনিবার) চেকআপে গেলে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব।'
প্রিজন সেলে গোলাম আযমের খাদ্য তালিকা : সূত্র জানায়, প্রিজন সেলে গোলাম আযমকে দেওয়া খাবারের মধ্যে রয়েছে সকাল ৭টায় বিস্কুট, আচার, কলা, ডিম, মধু, চা, দুধ; সকাল ১০টায় দেওয়া হয় স্যুপ, নরম খিচুড়ি ও সবজি। দুপুরে বাসমতি চালের ভাত, ডাল, মাংস ও সবজি দেওয়া হয়। রাতের খাবারে রয়েছে ভাত, মাছ, ডাল ও সবজি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০১
সুখোই-৩৫ বলেছেন: না ওরে মরতে দেয়া যাবে না। ওর মৃত্যু হবে ফাসিতে।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি জানলেন কিভাবে?
'কিছুক্ষণ পরই স্যারের (গোলাম আযম) রক্তচাপ বেড়ে যায়।'
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০
সুখোই-৩৫ বলেছেন: Click This Link
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৭
এ্যানড্রোমিডা বলেছেন: হারমজাদাটার খদ্য তালিকায় লাথ্থি নাই কেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০১
সুখোই-৩৫ বলেছেন: ওরে ভাল খাওয়াইয়া বাচায় রাখতে হবে। ওরে ফাসি দিতে হবে। ওরে এমনিতে মরতে দিমু না।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪
মুনতাসীর রোমান বলেছেন: এ্যানড্রোমিডা বলেছেন: হারামজাদাটার খাদ্য তালিকায় লাথ্থি নাই কেন?
রাজাকারদের প্রধান খাদ্য মুক্তিযোদ্ধার লাত্থি ।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
আমি ব্লগার হইছি! বলেছেন: 'প্রতিবারই ট্রাইব্যুনালে নেওয়ার তারিখে গোলাম আযম স্যার একটু অসুস্থ হয়ে যান। প্রেশার ওঠানামা করে। তবে ট্রাইব্যুনাল থেকে ফিরে আবার সুস্থ বোধ করেন।
এই বয়সেও হারামজাদার নাটকবাজি গেল না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯
সুখোই-৩৫ বলেছেন: ও হার্টফেলই করে কিনা সন্দেহ আছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫
বিষন্ন পথিক বলেছেন: বুইড়া শকুনডা ফাসির আগে ভয়ে ষ্ট্রোক করে না টসকায় !