![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
আবার এসেছে তুষার আকাশ ছেয়ে............
কবি গুরু কি দারুণ অনুভবে বলেছিলেন যে ,আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।
বাংলাদেশের আষাঢ় মাস এমনই.......। মানুষকে কবি বানিয়ে ছাড়ে। যে মানুষ কোনদিন গান গায় নি সেও জানালার ধারে দাঁড়িয়ে গুন গুন করে। প্রকৃতি এমনই।
আর আমরা বাংলাদেশের মানুষরা পৃথিবীর যে প্রান্তে পড়ে থাকি না কেনো.....ষড়্ঋতুর সেই অদ্ভুত ব্যাপারগুলো ভুলতে পারি কই......
গ্রীষ্মের প্রবল দাবদাহে.......গাছতলায় পথিকের বিশ্রাম।
বর্ষার বৃষ্টিঝরা দিনে....কদম ফুলের সুবাস।
শরতের ঝলমলে আকাশ..... সকালের শিউলী ফুল।
হেমন্তের ভোরের শিশির........ধান কাটার গান।
শীতের হিমেল হাওয়া......পিঠে খাওয়ার ধুম।
বসন্তের উত্তাল দিনে.......গাছে গাছে ফুল আর ফুল।
এইতো আমাদের বাংলাদেশ।অনেক গুলো বছর পার হয়ে গেলো.....সেই ষড়ঋতু শুধু অনুভবের আঙিনায় ঘুরে বেড়ায়। কখনো আনমনে সিক্ত করে চোখ......
চারটা ঋতুর এই দেশ কানাডাটাতে অনেক দিন হয়ে গেলো....
Fall
Winter
Spring
Summer
ক্যালন্ডারে শীত আসার অনেক দেরী থাকলেও এবার শীত খুব তাড়াতাড়ি পড়ে গেলো মনে হয়।
সবারই মন খারাপ........এবার সামারটা কেমন বৃষ্টিতে কেটে গেলো।
অটোয়াতে খুব বৃষ্টি হয়েছে এবার। সামারে ছেলেদের দুই মাসের ছুটিতে প্রতি উইকেন্ডে কোথাও না কোথাও ঘুরতে গেলাম.........কিন্তু সবখানেই ঠান্ডা আর মেঘলা দিন ছিলো।
কাল সকাল থেকেই সবাই বলছিলো স্নো পড়বে.....বিশ্বাস হচ্ছিল না......গাছে গাছে পাতারা এখনো দুলছে....পথে বের হলেই পাথা ঝরা দেখি......গাছেদের উদাস ভংগীতে দাঁড়িয়ে থাকা দেখি.....আর ভাবি গাছেদের মত হওয়া দরকার......কেমন যুদ্ধ করে বাঁচছে প্রকৃতির সাথে............
কাল আবহাওয়া চ্যানেল গুলো বারবার বলছিলো রাত থেকে স্নো পড়া শুরু হবে। ২৫ সেন্টিমিটার। .......পড়বে সকাল পর্যন্ত........
বাসায় তখন দেশ থেকে আসা মামাতো বোন রুনীর হাজবেন্ড আহসান......।ও এয়ারফোর্সের একটা কোর্সে এসেছে.....।ওর চোখে মুখে কি যে আনন্দ। তুষার পাত দেখবে.......আমরা বলি বরফ ......
ওর মুখে তুষার শুনে কি ভালো যে লাগলো....
ছোটবেলায় টিভিতে ম্যুভি অফ দ্য উইক ইংরেজী ছবিতে তুষার পাত দেখে কেমন আপ্লুত হতাম।অনেক দিন পর্যন্ত খুব ইচ্ছে করতো ছুঁয়ে দেখতে সেই তুষার......।
আজ অনেকদিন পর সেই রকম খুব উদ্ভসিত একটা মুখ দেখলাম......ও কে বললাম যখন আকাশটা লাল হয়ে উঠবে তখন শুরু হবে তুষার পাত.....ও বার বার জানালার কাছে যাচ্ছে.....।
এক ফাঁকে আমাদের ভিডিও করলো........দেশে গিয়ে রুনীকে দেখাবে.....।
আমরা কিভাবে থাকি........।
ওর জন্য কর্ন স্যুপ আর নুডলস করেছিলাম বিকালে । মুড়ি আর চানাচুর মাখলাম পিঁয়াজ ,মরিচ ,টমাটো দিয়ে।.....চা মুড়ি খেতে খেতে দেশের গল্প। বারবার জানালার কাছে গিয়ে দেখছে......আমি বললাম ,"তুমি ভাগ্য নিয়ে আসছো আহসান।তুষারপাতকে এই দেশীরা খুব পছন্দ করে।" আমাদের দেশে যেমন বৃষ্টি আসাকে শুভ ধরা হয় ,এখানে তুষারপাতকে...।
আমাদের আলোচনার মধ্যে একজনের আবার টেনশন.......গাড়ীর উইন্টার টায়ার লাগানো হয়নি.....। কি দরকার এত তাড়াতাড়ি বরফ আসার...
যাই হোক ওরা বাইরে গেলো ......টিম হর্টনে আড্ডা দিতে আর কফি খেতে আর আমি ব্লগে বসলাম...
রাশীক ঘুমাতে গেলো টেনশন নিয়ে..ওকে সকালে পাবলিক বাস ধরে স্কুলে যেতে হবে.....ছোটটার স্কুল বাস আসে..দেখা যাক......।
মনে মনে ভাবলাম বেশী স্নো পড়লে কাল আর স্কুলে দেবো না.....।
ব্লগে বসে লেখা পড়ছিলাম....।
আর একটু পর পর জানালার কাছে দাঁড়াচ্ছিলাম......
সবসময়ই এই সময়টা দারুন লাগে......আকাশ থেকে ঝিরঝির করে সাদা সাদা তুলার মত তুষার গুলো পড়ছে........
রাশীকের বাবাকে ফোন করলাম। ও বললো আহসান ছবি তুলছে মোবাইল দিয়ে....।
ওরা বাসায় আসলো।খেতে বসে একই গল্প।রাশীকের বাবার রান্না করা গরুর মাংস আর ডাল খেয়ে ও তো মুগ্ধ।
রাত বারোটার দিকে নাসিমার ফোন মন্ট্রিয়ল থেকে.......
বলে ,অভিনন্দন.......সেকেন্ডের মধ্যে বুঝলাম কেনো.........
বললাম কি স্নো ফল দেখলা এখন??
হেসে বলে হ্যা।
জানতোই না....।
একটু আগে জানালার কাছে যেয়ে অবাক হয়ে গেছে..।চারিদিক সাদা......সাথে সাথে আমাকে ফোন।বন্ধুত্ব একেই বলে.......
সকালে রাশীক স্কুলে যাবার পড়েই.....।রাইয়ান উঠলো।
আস্তে ধীরে নাশতা দিলাম....।স্কুলে দিচ্ছি না ওকে....বাস চলে যাবার টাইমের ১০ মিনিট না যেতেই চিৎকার সে স্কুলে যাবে......কি আর করা.....রেডী হয়ে রাখতে গেলাম.....
পথে গাছগুলোর দিকে তাকিয়ে কেমন যে লাগলো.......
গুন গুন করলাম আমার পথে পথে তুষার ছড়ানো.....
তাইতো তোমার বানী বাজে ঝর্ণা ঝরানো।।......কবি গুরু সবখানেই এমন মনে পড়ে যায়........উনি এমন তুষার দেখলে
আমার পথে পথে পাথর ছড়ানো না গেয়ে
আমার মত করেই বলতেন..............আমার পথে পথে তুষার ছড়ানো।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কাল একটা কবিতা চাই।
ভালো থেকো।
শুভেচ্ছা।
২| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩০
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: ছবিগুলার জন্য প্লাস।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৬
হমপগ্র বলেছেন: চমৎকার
তুষারপাত দেখতে ইচ্ছে করছে।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন: জীবন তো পড়ে আছে সামনে....আশা পূরণ হবার।
শুভকামনা।
৪| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪১
তানজু রাহমান বলেছেন: দারুন সুন্দর। এখানে ঠান্ডা পড়ে গেছে ভীষন। ০-এর আশে পাশে যদিও অমন বরফ পড়েনি। বরফ টা খারাপ লাগে না...খালি হাড্ডি জমানো ঠান্ডা আর পিচ্ছিল রাস্তা আর নোংরা কাদা বরফটা মন/মেজাজ খারাপ করায়ে দেয়। এবার ঠান্ডা সত্যি তারাতারি পড়বে।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: আর বলো না ......ঠান্ডা বেশ পড়ে গেছে.....।
এর মধ্যে দিয়েই কাটবে জীবন......ভালো থেকো....
৫| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৩
নম্রতা বলেছেন: সাজি'পা একি তুষার ছড়িয়ে দিলেন ব্লগের চারিপাশ !!! ভীষন ভাল লাগলো !
ধন্যবাদ!
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ নম্রতা..........।একা একা কিছুই ভালো লাগে না......।তাই ছড়িয়ে দিলাম।
অনেক ভালো থেকো।
৬| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৪
রাগ ইমন বলেছেন: চায়ের কাপের পাশে টুকরো করে ছড়ানো বাদাম
দু এক টুকরো জীবনের ছবি, খোসা ছাড়ানো
ভালো লাগে যা দেখিনি কখনো , তুষারের গল্প
অনেকটা হিম আর সাজিপা'র উষ্ণতা বাড়ানো ।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: তুষারের কথায় কত কথা লিখে ফেললাম.......
আর লিখে ফেললে মুছতে ইচ্ছা করে নারে.....
অনেক ভালো থেকো........।
একদিন কোনদিন ঘুরে যেও এই দিকটায়.........শুভেচ্ছা নাও ।
৭| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪০
মীতু বলেছেন: চমৎকার!!!!!!!!!
ঢাকাতে রেশমী এসে কিছুটা শীতের পরশ দিয়ে গেল।
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: হুমম্ জানি..........
সেই পরশ আমিও পেয়েছিলাম.....
শুভেচ্ছা মিতু..অনেকদিন পর দেখলাম।
৮| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৮
আইরিন সুলতানা বলেছেন: এতো সাদাআআআ !!!
মুভি অফ দা উইক এ তুষারপাত .... ঠিক ঠিক ...
এবার বৃষ্টিতে চালভাজা মাখানো খেলাম... মরিচ-পেঁয়াজ-আদা-রসুন-সরিষার তেল মাখানো ....যদিও চাল ভাজা অনেক ফ্যাটি একটা খাবার...তবে বৃষ্টি দিনে লিকার চা আর চাল ভাজা !!!! খেয়েছেন সাজি'পু ?
মনে হচ্ছে, এখন আপনাদের ওদিকে সব ঘরবাড়ী ইগলু আইসক্রিম হয়ে যাবে ..
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: চালভাজা ...।ভালো বলছো........।বহু বছর খাইনা....।
বুঝলা এম এ পরীক্ষা দিয়ে একটা জব করতাম...।ঢাকার ডেমরা তে যেতাম অফিসের বাস এ....।ওখানে নদী পারে চাল ভাজা,চানাচুর ভাজা খেতাম......ইস আবার যদি যাইতে পারতাম।নৌকায় করে পার হয়ে আবার সেই কনসার্ন সেন্টার....!
কত কিছু যে ছিলো!
ইগলু......
আরো কত আইসক্রিম যে হবে......
মেনে নেয়া ছাড়া কি গতি!
অনেক ভালো থাকো.....
আনন্দে থাকো।শুভেচ্ছা।
৯| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৮
বাবুয়া বলেছেন:
বুবু,
তোমার লেখা এবং সেই সাথে ছবিগুলো লেখাটাকে অনেক বেশী প্রাণবন্ত করেছে! তোমাদের ফল সিজনটাই আমার খুব বেশী প্রিয়। ঐ সময় গাছ গুলো সব ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে প্রান্টাকে বুকের ভিতর লুকিয়ে!
প্রথম যখোন স্নো পরা শুরু হয়-তখোন বেশ ভয়ের সময়। কারন এই সময় তুষারগুলো রোডের উপড় পরে গলে যায়। এই সময় বিশেষ করে ড্রাইভিং করা খুব কঠিন আমার মনে আছে! খুব বিচ্ছিরি লাগে যখোন কাদার মতো বরফ হয়!
আমি মিশিগান থেকে বাই রোড আমার পরিবারের সবাইকে নিয়ে নায়গ্রা ফলস দেখতে গিয়েছিলাম ২০০৩ সনে।
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন: বাবুয়াদা..খুব দারুণ বলেছেন......
"ঐ সময় গাছ গুলো সব ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে প্রান্টাকে বুকের ভিতর লুকিয়ে!"
আজকে আমাদের এখানে অনেক রোদ.....।বরফ সব গলে যাচ্ছে।তবে বেশ ঠান্ডা।কনকনে যা কে বলে।
একবার আমাদের এদিকটায় ঘুরে যাবেন সম্ভব হলে।
ভালো থাকবেন।শুভকামনা।
১০| ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৩
পারভেজ বলেছেন: ছবিগুলি কি একটু এডিট করেছেন? নাকি চারদিক এমন ই ধূসর?
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: নাহ্ কিছু করি নি............খুব মেঘলা দিন ছিলো।সে জন্য মনে হয় এই রকম মনে হচ্ছে।
খুব মন খারাপ লাগে এই ধুসর দিন গুলো/
শুভেচ্ছা।
১১| ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫
কঁাকন বলেছেন: ভালো আছেন আপু?
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো আছি......
শুভেচ্ছা।
১২| ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৩
জেরী বলেছেন: ছবিগুলা........চমৎকার.......
ভালো আছেন আপু?
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: তুমি কেমন আছো জেরী?
আমি ভালো আছি.......।শুভেচ্ছা তোমাকে।
১৩| ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৪
প্রীটি সোনিয়া বলেছেন: ওরে আল্লাহ আপনাদের আবার সেই তুষারকাল (বর্ষাকালের মত... )এসে গেছে...এত তাড়াতাড়ি.....অবশ্য তুষারপাত দেখতে আমারো অনেক ভাল লেগেছিল কানাডাতে...যদিও অল্প সময়ের জন্য তারপরেও....আমাদের এই ঘানাতে শীতকালই নাই...কখনো শীত পড়তে দেখলাম না এই ৩ বছরে...
ভাল লাগলো লেখা.....ভাল থাকো অনেক।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এই সোনিয়া খবর কি?
ঘানাতে যাইতে হবে পালায়
মনে না নিলেও মেনে নিয়েছি এই তুষারপাতের জীবন.......।
যাযাবর হতে পারলে ভালো হতো.......
সংসারী মানুষদের তা কি আর হয়! কত দ্বায়িত্ব থেকে যায়।কোথাও না কোথাও থিতু হতে হয়।
ভালো থেকো।
শুভেচ্ছা।
১৪| ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৫
বিবেক সত্যি বলেছেন: এত বৈচিত্রময় পৃথিবীতে বেঁচে থাকাটা একটা দারুন ব্যাপার
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: হুমম্....সত্যি কথা।
শুভকামনা বিবেক সত্যি।
১৫| ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৮
শেরিফ আল সায়ার বলেছেন: আমি না সাজি আপু ভাবতেই পারি না অন্য কোনো দেশ আমার দেশের মতো আবহাওয়া নাই। আমার দেশের প্রকৃতির মতো হাসবে না আমি এটা ভাবতে পারি না। রোদে শরীর পুড়ে যাবে, গা ঘামে ভিজে যাবে, বৃষ্টিতে শরীর ভিজবে। ঘরে ঢুকার সাথে সাথে মা মাথা মুছে দিবে। এ এক অন্য রকম অনুভূতি।
যাই হোক লেখাটা খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমার ও ভালো লাগতো না.......যে দেশের রোদ হাওয়া মেখে বড় হয়েছি....।সেই দেশ খুব টানে.....
তবু যাপিত জীবনের নানান কারনে আর ফেরা হয় না ....।
আসলেই..
" ফেরারী পাখীরা কূলায় ফেরে না."..........।
লেখা ভালো লাগলো জেনে ভালো লাগলো.....খুবই বড় হয়ে গেছে লেখাটা।
শুভেচ্ছা।
১৬| ৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
রাশেদ বলেছেন: হায়! তুষার আর দেখা হলো মন ভরে!
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: বললাম তো ঘুরে যাও একবার........
মন ভরে দেখো,তোমার ব্যাকপ্যাকটা ভরে নিয়ে যেও।
ভালো থাকো রাশেদ।
১৭| ৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
রবিউলকরিম বলেছেন: হায় এজীবনে কি আর তুষার দেখা হবে? আপনার চোখ দিয়ে কিছুটা দেখলাম। অন্যকারো চোখে আবার কিছুটা দেখব। এভাবেই হয়ত একদিন দেখা হয়ে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: কেনো হবে না......গ্লোবালাইজেশনের ধাক্কায় কে জানে......আর আমাদের লালমনিরহাট, রংপুর ,দিনাজপুরে যা কুয়াশা পড়ে শীতে..অসাধারন...তুষার এর চেয়ে কম কিছু না।
আর আমাদের পাশের দেশ এর দার্জিলিং এ তো অনেক বরফ পড়ে।
আর কখনো যদি এদিকটায় আসেন.......।
বা তুষারপাত হয় তেমন কোন দেশে......সে সম্ভাবনা তো রইলোই।
আমার বর্ণনায় বা দেয়া ছবিতে যদি একটু ও দেখা হয় তাহলেই আমি খুশী......
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।
১৮| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৩
নিঃশব্দ শিশির! বলেছেন: আমার পথে পথে তুষার ছড়ানো।
আপু কি খবর!
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো আছি শিশির..........।
তোমাকে অনেক দিন পর দেখলাম।
লেখাপড়া কেমন চলছে?
ভালো থেকো।শুভকামনা।
১৯| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৬
মাজুল হাসান বলেছেন: ছবিগুলা সুন্দর। খুবই। আপনার তোলা?!
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ মাজুল......
হ্যা আমারই তোলা........।
শুভকামনা রইলো।
২০| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৬
রুবেল শাহ বলেছেন: ফ্লেভারটা সেই রকম হইছে...................
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি রে খবর কি.......ভালো লাগছে জেনে খুশী হলাম।
ভালো থাকো।
২১| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭
মমতা জাহান বলেছেন: সাজি আপু ভাল লিখ তুমি। আজই প্রথম লেখার সুযোগ পেলাম। যেও আমার ব্লগে।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: স্বাগতম আমার ব্লগে.......
আসবো তোমার ব্লগে........।
শুভেচ্ছা।
২২| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৪
সাইফুর বলেছেন: কি সুন্দর কি সুন্দর..ছবিই
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ...........শুভেচ্ছা।
কেমন আছো কাছিম?
২৩| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৩
নিবিড় বলেছেন: আপনার ওখানে এত শীত আর আমরাতো শীতের মুখই দেখলাম না....এবার winter টা spring এর মত লাগছে আমার এখানে।
লেখাটা বরাবারের মত..বলার অপেক্ষা রাখে না...
ভাল থাকবেন
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো থেকো নিবিড় .......।
শুভেচ্ছা নিও।
২৪| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৭
প্রাকৃত বলেছেন: ছবি গুলো খুব সুন্দর!!
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ........।শুভেচ্ছা রইলো।
২৫| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৯
নাজনীন খলিল বলেছেন:
অনেকদিন তোমাকে মেইল করা হয়না। কেমন আছো সাজি? ভাল থেকো।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমিও তও মেইল করি নি......।
ভালো আছি নাজনীন আপু......
তোমরা ভালো থেকো।
২৬| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ইচ্ছে করে উড়ে যেতে সেই তুষার ঘেরা দেশে।
ভালো লাগল ভীষ......................ণ।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ........
ইচ্ছে থাকলেই হলো.......
একদিন সত্যি হয়ে যাবে।
শুভকামনা।
২৭| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬
সাইফুর বলেছেন: ভালো আছি আপু...
তোমরা কেমন আছো?
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: আমরা ভালো আছি........
২৮| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৯
কালপুরুষ বলেছেন: ছবি ও লেখা দুটোই মনকাড়া। দেখে ও পড়ে আমি আত্মহারা।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন: ম্যালা ধন্যবাদ..........
লেখাটা এত্ত বড়.........পড়েছেন জেনে ভালো লাগলো।
শুভেচ্ছা।
২৯| ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
সবাক বলেছেন:
আমি সাউথ কোরিয়ার ইনচিওন এয়ারপোর্টের বাইরে এমন তুষারপাত দেখেছিলাম। ভীষন ইচ্ছে হয়েছিলো তুষারের মধ্যে হেটে যেতে....
চীনের বেইজিংয়েও এমনটি দেখেছি হোটেলের জানালা দিয়ে। শখের বশে বাইরে গিয়ে জমে যেতেই আবার দৌড়ে এসে লেপের ভেতর ঢুকে গিয়েছিলাম।
আজ আবার মনে করিয়ে দিলে।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: আজ আমাদের দারুণ দিন..........।
বরফ গুলো পানি হয়ে গেছে..........সূর্যটা অনেকদিন পর ঝলমেল হয়ে উঠলো।
ভালো থেকো........
শুভেকামনা।
৩০| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৬
তারার হাসি বলেছেন: এত সুন্দর করে লিখেছেন আপনার মন আর পরিবেশ নিয়ে... ভাল লাগছিল পড়তে গিয়ে। কিন্তু তারপরেও জানতে চাই কেমন আছেন এমন দিনে ?
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: হয়তো বুঝে গেছেন আমাকে........।মন তাড়িত মানুষ আমি......।
প্রকৃতি খুব প্রভাবিত করে আমাকে.....
আজ যেমন মনটা ঝলমলে হয়ে আছে........রোদেলা দিনে।
সেদিন ও ভালোই ছিলাম.....একটু কি বিষন্ন ছিলাম!
কে জানে!
ভালো থাকবেন তারার হাসি।
শুভেচ্ছা।
৩১| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৮
চিকনমিয়া বলেছেন: ওরেররে!!! ভাইয়া দেকি ভালাই রান্না করেরে
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:৪৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভাইয়ার রান্নার সিক্রেট রেসিপি ধরে ফেলেছি.......।চিকন মিয়া কয়দিন খাইলে আর চিকন থাকতে হবেনারে.....।
ভালো থাকেন চিকন সাহেব...
৩২| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩০
বিহঙ্গ বলেছেন: আজি মুখরিত তুষার দিনে,
আনমনে ,আনমনে,
হাসিছে,কাঁদিছে,নাচিছে
সব স্মৃতি কোন গোপনে, কোন গোপনে।
আবার ইংরেজিতে অন্যরকম-
"It is snowing, it is snowing,
On my head, on my head
I need a hat, I need a hat,
On my head, on my head"
লিংক খুঁজে পেলাম না।
আপনার লিখা যথারীতি চমৎকার। তুষারের মতো শাদা শাদা শুভ্রতায় ভরপুর।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:৫১
সুলতানা শিরীন সাজি বলেছেন: বিহংগ কেমন আছেন?
আপনাকে আজকাল দেখছি.........।ভালো লাগে.....পুরাতন গানের মত।
আমি খুঁজবোতও লিন্ক ।পেলে দিয়ে আসবো আপনার ব্লগ বাড়ীতে।
অনেক ভালো থাকবেন.....।
এলোমেলো অনুভব গুলো ভালো লাগলো জেনে ভালো লাগছে।
শুভেচ্ছা।
৩৩| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৯
বিহঙ্গ বলেছেন: ইংরেজি গানটার লিংক।
৩৪| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৮
বিবর্তনবাদী বলেছেন: তুষার দেখি নাই কখনও।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:৫৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: দেখলা তো..........।ছবি দিলাম তো!
আর একদিন যখন আসবা দেখবা........ঠিকাছে?
ভালো থাকো।
৩৫| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৯
বিবর্তনবাদী বলেছেন:
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: মন খারাপ কোর না.....।
মনে রেখো.......।
"এখন তুষার দেখার জন্য কাঁদিতেছো
একদিন তুষার না দেখার জন্য কাঁদিবে:........এমন ও হতে পারে।
ভালো থাকো।
৩৬| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৮
রুহী বলেছেন: তুষার আকাশ ছেয়ে............দারুণ অনুভুতি, এত সুন্দর করে লিখেছেন ! ভালো থেকো বুবু।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ২:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ রুহী............।ভালো লাগলো জেনে খুশী হলাম।অনেক শুভকামনা।
৩৭| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১১
প্রবর রিপন বলেছেন: আপনি বাংলাদেশের ষড়্ঋতুর কথা বলেছেন
যেসব তার নিজের প্রবণতায় বিভিন্ন সময়ে তার মত কাল্পনিক ও আত্মমগ্ন
কিন্তু আরেকটি ঋতু আমার জানা মতে আছে
যা তার অবস্থানে বিমুর্ত কিন্তু প্রকাশে গোয়াড়
মনের সেই ঋতুতে বাইরের জগতের কিছুই একচুল নড়ে না,
সেখানে তুষার পাতের রঙ নীল
সেখানে প্রবল হিম বায়ু
তুষারপাতের গান বাজে একরোখা
কিন্তু আদতে কোন তুষারপাত হয় না,
আপনি তা নিয়ে কিন্তু কিছুই বললেন না!!!!!!!!!!!!!!!????????????
ঋতুহীন সেই ঋতুর দেহে আজো
গান গায় হাজার হাজার পাখির মৃতদেহ
ভাল লাগলো আপনার নির্লিপ্ত দিনলিপি
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর বলেছেন............।
আসলে সেই জায়গাটা এমনই..........কখন যে সেখানে বৃষ্টি হয় আর কখন ঝড়...।আর কখন বা প্রবল তুষার পাত.....মানুষ যদি জানতো কি করে সেখানে সারাক্ষন বসন্তকাল কি করে রাখতে হয়।তাই রাখতো।
অনেক শুভকামনা....।
ঠিক নির্লিপ্ত ছিলোনা......
দিনটা অনেক মুখর ও ছিলো।
৩৮| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৩
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: সাজিপু, এবার শীতটা ইংল্যান্ডেও খুব তাড়াতাড়ি পড়ল, আজ আমাদের শহরে __০২ডিগ্রী তীব্র ঠাণ্ডায় ফায়ারস্প্রেসের পাশে আছি।
স্বদেশে বৃষ্টিস্নানের মতো ভিনদেশে বরফের মাঝে হাঁটি,তুলোমেঘ শরীরে গাঁথি এইতো ভিনদেশে আছি....... ।
ভাল লাগলো ।
ভাল থাকবেন ।
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৪:২০
সুলতানা শিরীন সাজি বলেছেন: সবখানেই এই রকম পরিবর্তন শুরু হয়েছে.....
আমরা আজ দারুণ একটা দিন পেলাম....।সূর্য ঝলমলে দিন....।যদিও তাপমাত্রা বারবার কমবেশী হলে সবার শরীর খারাপ হয়....
ঠান্ডা লেগে যায়।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
৩৯| ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:২৯
রন্টি চৌধুরী বলেছেন: আমাদের এখানে তো অবস্থা খারাপ....
গতকালকে স্নো পড়ছে.... অক্টোবরেই স্নো।
অথচ জান, গতবার জানুয়ারীতে খালি ২ দিন স্নো পড়ছিল, এই ব্যস~ আর কোন খবর নাই
এইবার বলছে উইনটার খুব টাফ হবে। কেননা, আয়ারল্যান্ড এমনেই খুব বিশ্রী। এর মাঝে অক্টোবর থেকেই ক্রিসমাসটাইপ ঠান্ডা হলে তো জটিল অবস্থা। এবার নাকি ২০০০ বুড়ো মারা পড়বে।
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: বলো কি.......তোমাদের ও একই অবস্হা?
আমাদের স্নো হবে এতে কোন সন্দেহ নাই.....।কম আর বেশী।
আর সত্যি বলতে কি -১০ এর পর -৩৫ পর্যন্ত আমার একই মনে হয়।
একই পরিমান কাপড় ই পড়তে হয়,..।তবে হ্যা বাইরে বেশীক্ষন থাকা যায় না...
অনেক ভালো থেকো।
ঝুলি থেকে গল্প টল্প কিছু বের করো।
শুভেচ্ছা নাও।
৪০| ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৫
উত্তরাধিকার বলেছেন:
ফাটাফাটি হয়েছে আপু।
তোমার লেখা পড়ার সাথে সাথে যেন ঝাল্মুড়ি আর কফিও খেলাম।
তুষার পাত নানজিং,চীন এ দেখেছিলাম।
চারপাশের শুভ্রতা দেখে বিস্মিত হয়েছিলাম অনেক অনেক ক্ষন।
শিমুল তুলাত ওড়াওড়ির সাথে মিল পেয়েছিলাম যেন তুষারের মিহিদানার ঝরঝর...
অনেক ভাল থেকো আপু।
আমার এখানে এখনও ভীষন গরম গো আপু...
মাঝে মাঝে বৃষ্টি হয়- আবার যেমন ছিলে !
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: একটা লেখা পোষ্ট করো ......।
অনেকদিন হয়ে গেলো তো!
ঝাল মুড়ি আর কফি?
মজাই তো!.......।
অনেক ভালো থেকো.......দেশের জন্য মন কেমন করছে?
শুভকামনা থাকলো।
৪১| ৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: বাহ !! তুষার পরা শুরু হয়ে গেছে !!!
আমাদের এখানেও যে কোন দিন ঘুম থেকে উঠেই দেখবো চারপাশ সাদা বরফে ঢেকে গেছে
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি আর করা..........।
প্রকৃতির রুপ মেনে নিয়ে চলতেই হবে.......।
ভালো থেকো।
শুভেচ্ছা।
৪২| ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৯
সাইফুর বলেছেন:
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ১৭১টি
* মন্তব্য করেছেন: ৯২১৬টি
* মন্তব্য পেয়েছেন: ১১০৪৫টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১ সপ্তাহ
* ব্লগটি মোট ১০০০০২ বার দেখা হয়েছে
---------------------------------------
১০০০০২ এর জন্য অনেক অভিনন্দন
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ কাছিম............।
শুভেচ্ছা থাকলো।
৪৩| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
ঝুমী বলেছেন: দারুণ ছবি এবং লেখা। সাজি আপু, কেমন আছেন? +
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো আছি ঝুমঝুমী.......।তোমার খবর কি?
অনেক ভালো থেকো।
শুভকামনা।
৪৪| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
প্রলয় হাসান বলেছেন: আপু, খুব ইচ্ছে করছে কানাডা যেতে। তোমার ছবি দেখে লোভ হচ্ছে ভীষন।
অফটপিকঃ আপু, তোমার আগের পোস্টে আমার করা শেষ কমেন্টা মুছে দিয়ো প্লিজ।
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: কানাডার জানুয়ারী ফেব্রুয়ারী দেখলে আর আসতে ইচ্ছা করবে না.........চারিদিক শুধু সাদা।
তবু আমন্ত্রন থাকলো।
শুভেচ্ছা।
(ঠিকাছে।)
৪৫| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
সুদীপ চৌধুরী বলেছেন: আপনার বেশি বেশি গদ্য লিখা উচিত।পরামর্শ নয়।পাঠকের দাবী!
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৫:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
চেষ্টা করবো.......তবে লিখতে বসলে থামতে পারি না....।বেশী বড় হয়ে যায় লেখা।
নিয়ন্ত্রন টা দরকার।দেখি।মনে থাকলো।
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।...।
৪৬| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:০৫
অনন্ত দিগন্ত বলেছেন: ওয়াও সাজিপু ....... তুষারপাত শুরু হয়ে গিয়েছে ওখানে ? কত সেন্টিমিটার ছিল ? ..... এবারের এখানের শীত দেখে মনে হচ্ছে বেশ তুষারপাত হতে পারে যদিও আগের মতো হয়না (আমি ৪ - ৫ ফুট পর্যন্ত দেখেছি)..... তবে টায়ারে ব্যান্ড না লাগিয়ে কখনোই ড্রাইভে যাবেন না এখন ..... আর আপনার ঘরে যদি ঝাপসা জানালা থাকে ওখান থেকে দিনের বেলা তুঝারপাতের একটা ছবি তুলেন ....... সেইরকম সুন্দর লাগবে (আশাকরি) ........
আপনার হাতের গরম গরম কিছু খেতে চাই এই ঠান্ডায় ......
০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৫:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি খবর দিগন্ত?
আব হাওয়া চ্যানেল বলেচিলো ২৫ সেন্টিমিটার.....মনে হয় ১৫ থেকে ২০ পড়েছিলো।
সামনে আসছে সেইসব দিন ....দেয়া যাবে অনেক ছবি।
শুভেচ্ছা থাকলো।
এই ঠান্ডায় পিঁয়াজু হলে মন্দ হয় না.....।
৪৭| ০১ লা নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭
সৈয়দ নাসের বলেছেন: পৃথিবীর যেই প্রান্তেই আমি থাকি
হ্রদয়ে বাংলা দেশের ছবি আঁকি
আমাকে হাতছানি দেয়-
সবুজ শ্যামল নীল পরিবেশ
সে আমার দেশ - রুপসী বাংলা দেশ ।
কবি-- লেখা এবং ছবি দুটোই চমৎকার
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ.........
সুন্দর বলেছেন........শুভেচ্ছা আপনাকে।
৪৮| ০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪২
পারভীন রহমান বলেছেন: তুষারপাত এর মধ্যে কি কর ছিস সাজি?
ভালো লাগলো ছবিগুলো সেই সাথে লেখাও
শুভেচ্ছা
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: পারভীন..
বরফ সব গলে গেলো আর তুই আসলি.......
ঠান্ডা ভালোই পড়েছে কিনতু বরফ মনে হয় পড়বে না স হসা/
তুই মনে হয় ব্যষ্ত...।কদিন দেখছি না।
ভাল থাকিস..।শুভেচ্ছা।
৪৯| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৯:৫২
মুনিয়া বলেছেন: অসাধারণ আপু। তুষারপাত আমারো খুব প্রিয়।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ মুনিয়া........।
অনেক ভালো থেকো.......তুষারপাত আমারো ভালো লাগে ।না লেগে উপায় কি!
শুভেচ্ছা নাও।
৫০| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৩:২০
কাল্বেলা বলেছেন:
কি সুন্দর দেশে থাকো তোমরা , বু!!!!!!
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: চলে আয়.......
সেই দিনের অপেক্ষায়........।
ভালো থাকিস।
তোকে দেখে ভালো লাগলো ব্লগে.....
ভালো থাক।
অনেক শুভেচ্ছা।
৫১| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
উত্তরাধিকার বলেছেন:
হুম্ম... খুব খাঁটি কথা।
আপু,
একটা ছবি এঁকেছি।
দেখে এসো...
৫২| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার করে একেঁছো তুষারের চিত্র।
ছড়িয়ে পড়ুক ব্লগে.............
ভালো থেকো।
০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: তুষার গলে শেষ..........।
ভালো থাকো.............
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৯
হমপগ্র বলেছেন: আবারও ১ম