![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
আমার বন্ধুরা,যাদের ভালোবাসায় আমার লেখালেখি পথ খুঁজে পায় তাদের জন্য “কফির পেয়ালায় নিশুতি রাত জাগে” ,জাগৃতি প্রকাশনী থেকে আমার তৃতীয় কবিতার বই বের হতে যাচ্ছে একুশের বই মেলায়। বই এর প্রচ্ছদ করেছেন আমাদের দীর্ঘদিনের বন্ধু রবি খান। আমি কৃতজ্ঞ প্রকাশক ফয়সল আরেফিন দীপন,রবি খান ,আমার ভাইজান জাকিউল ইসলাম ফারুকী,বড় ভাই আবদুল হালিম এবং আমার কাছের মানুষের কাছে (যাদের সহযোগীতা ছাড়া এত কম সময়ে এটা বের করা হতোনা)।
যারা আমাকে এবং আমার কবিতা ভালোবাসে,তাদের জন্য আমার চিরকালের ভালোবাসা। সবার কাছে শুভকামনা প্রত্যাশা করছি।
কথা:
সামহোয়ারইন আমার সেই জানালা , গত সাড়ে পাঁচ বছরে খুব কমদিন আছে, যেখানে চোখ রাখি নাই।
আমার শেষ লেখায় ১ ফেব্রুয়ারীতে নিবেদীতা এসে কমেন্ট করে গেছে।
নিবেদীতা বলেছেন: "সাজিআপু আমিও লগইন না করে ব্লগে এসে পড়ে যাই, কিন্তু দু'দিন আগে আমার আগের লেখাগুলোতে সবার কমেন্ট পড়তে পড়তে কখন যে চোখ ঝাপসা হয়ে এলো... সবার এতো ভালবাসা....
তোমাকে তোমাদের সবাইকে অনেক miss করছি । নতুন লেখা দাও আপু, তুমি অন্তত ব্লগ ছেড়ে যেওনা।
ভালবাসা নিও"
ব্লগ ছেড়ে যাইনি নিবেদীতা........
যাওয়া যায়না। অনেক প্রিয় মানুষের সমারোহ এখানে।
লেখা দেয়া শুরু করবো। তোমরা পাশে থাকো জানলে ভালো লাগে ,শক্তি পাই।
সামহোয়াইন পরিবারের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ মাসুম।
নামটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভেচ্ছা ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
লুছিফার বলেছেন: আপনার জন্যে শুভ কামণা ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা ।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
পুংটা বলেছেন: কভারে নারী অবয়ব ফুটে উঠেছে। সুন্দর
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা রইলো।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অটোগ্রাফ পাওয়া যাবে কোনদিন?
ব্লগ ইন্টার অ্যাকশন না থাকলে ও আপনার বইটা কিনবো।
নাম টা ভালো লেগেছে।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ দূর্জয়।
অটোগ্রাফ নিতে হলে কানাডায় আসতে হবে।
দেখি আমি ও চলে আসতে পারি নাকি!
কবিতার নামটা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভেচ্ছা রইলো।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বইটার নাম খুব সুন্দর। বইটা সংগ্রহ করবো।
শুভেচ্ছা এবং শুভকামনা আপু।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ।
বইটার নাম ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভেচ্ছা আলাউদ্দিন।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ কামনা আপু।
অটোগ্রাফ পিলিজ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
অটোগ্রাফ?
বই এর উৎসর্গে লেখা আছে।
শুভেচ্ছা।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হা হা হা
বই কাল/পরশু সংগ্রহে থাকবে।
শুভকামনা আপু।
ভালো থাকুন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ দূর্জয়।
বই কেমন লাগলো জানিয়ে গেলে খুশি হবো।
শুভকামনা।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
মাহী ফ্লোরা বলেছেন: নতুন বই এর জন্য শুভকামনা রইলো আপু। ভাল থাকবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তোমার জন্য শুভকামনা থাকলো ফ্লোরা।
অনেক ভালো থেকো।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০
সায়েম মুন বলেছেন: আপু আপনার বই এবং আপনার সফলতা কামনা করছি। বইমেলায় গেলে বইটা সংগ্রহ করবো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ সায়েম।
অনেকদিন পর । আশাকরি ভালো আছো।
শুভকামনা তোমার জন্য।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
নেক্সাস বলেছেন: বই কেনার আশা রাখি।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
নেক্সাস বলেছেন: আপনার প্রতিটি কবিতার শব্দ চয়ন ও প্লাটফরম আমাকে মুগ্ধ করে। খুব কঠিন নয় তবে নান্দনিক ও অভিজাত শব্দ চয়নে আপনার কবিতা হয়ে উঠে ঝকঝকে সুখ পাঠ্য আধুনক কবিতা। শব্দের পারষ্পরিক অন্বয় আপনার কবিতায় দৃশ্যকল্প রচিত হয় অনায়াসে। আপনার কবিতায় যেমন আছে নানন্দনিক সূচনা তেমনি আছে তৃপ্ত পরিণতি।
আশা করি আপনার বইটা কিনে নিতে পারবো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতা নিয়ে তোমার কথা ভালো লাগলো।
আশাকরি এই বই এর কবিতা গুলো ভালো লাগবে।
শুভেচ্ছা তোমার জন্য।
তোমার লেখা চলুক।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
সকাল রয় বলেছেন:
এবার তবে বই মেলায় যাওয়া যায়........
আপনার বই বেরুচ্ছে আর সেটা কিনতে যাবো অবশ্যই। আপনি তো মেলায় থাকবেন না। থাকলে ভালো হতো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সকাল
কত্তদিন।
অনেকদিন কথা নাই। দেখি নাযে কোথাও!
আমি চেয়েছিলাম এবার আসতে ।
দেখা যাক........যদি আসি। জানাবো।
শুভকামনা সকাল।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
অদ্ভুত আঁধার এক বলেছেন: অনেক দিন পর আসছিলাম ভাল থাইক...
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ভালো লাগলো তোমাকে দেখে।
আশাকরি ভালো আছো।
শুভকামনা।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
তুষার আহাসান বলেছেন: শুভ কামনা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আপনি ব্লগে আসেন দেখে ভালো লাগলো।
অনেক ভালো থাকবেন।
শুভকামনা।
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
বিহঙ্গ বলেছেন: নিবেদীতা বলেছেন: "সাজিআপু আমিও লগইন না করে ব্লগে এসে পড়ে যাই, কিন্তু দু'দিন আগে আমার আগের লেখাগুলোতে সবার কমেন্ট পড়তে পড়তে কখন যে চোখ ঝাপসা হয়ে এলো... সবার এতো ভালবাসা....
তোমাকে তোমাদের সবাইকে অনেক miss করছি । নতুন লেখা দাও আপু, তুমি অন্তত ব্লগ ছেড়ে যেওনা।
ভালবাসা নিও" - আর কিছুই বলার নেই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
বিহংগ
এর মানে হলো সবাই আছো ব্লগেই।
আমারই মতন আড়ালে।
চেনা মুখ দেখলে সামনে এসে দাঁড়াতে কার না ভালো লাগে?
আবার আসো লেখা নিয়ে..............আবার আগের মতন লেখায়,কথায় ......ব্লগ আনন্দ।
ভালোবাসা নিও।
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বই সংগ্রহ করলাম।
এবং বেশ কয়েকটা কবিতা পড়লাম ও।
বেশ লাগতেছে আপু।
মুগ্ধ
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ভালো লাগলো জেনে।
ধন্যবাদ দূর্জয়।
১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
এসএমফারুক৮৮ বলেছেন: শুভ কামনা রইলো আপু।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।
১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
ফিদাতো মিশকা ফ বলেছেন: ধন্ন্যবাদ প্রিয় । শুভকামনা রইল
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা মিশকা।
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
আহসান জামান বলেছেন:
শুভকামনা কবি, ভালো থাকবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
শুভকামনা আপনার জন্য।
অনেক ভালো থাকবেন।
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভকামনা রইল সহব্লগার হিসেবে সফলতা কামনা ছাড়া আর কি বা করতে পারি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ....
আমার বই মানে আমার সহব্লগারদের ভালোবাসা।
শুভেচ্ছা।
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
নিবেদীতা বলেছেন: সাজিআপু.... প্রতিদিনই এসে দেখে যাই যে তুমি আমার কমেন্টে কোনো ans. করেছো কিনা, তোমার
“কফির পেয়ালায় নিশুতি রাত জাগে” বইটি কিনে তারপর ভেবেছিলাম এই পোস্টে ঢুকে কমেন্ট করবো, আজ পড়তে এসে দেখি এখানে তুমি লিখেছ আমাকে, আমার যে কি ভালো লাগছে..............
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নিবেদীতা
তোমাদের ভালোবাসাই আমাকে লেখায়..........
আর বই তো তোমাদের জন্য।
বারবার ব্লগে আসি তোমাদের জন্য।
সামহোয়ার এর জানালা মানে অসংখ্য প্রিয় মুখ,প্রিয় নিক।
আজ “কফির পেয়ালায় নিশুতি রাত জাগে” বইটা আমার হাতে এসে পৌছাবে। এক বন্ধু নিয়ে আসছে।বুঝতেই পারছো কেমন আছি।
তোমরা ভালো থেকো।
বইটা কেমন লাগে জানিও।
ভালোবাসা নিও।
২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯
নিবেদীতা বলেছেন: অ----নে----ক ভালবাসা আর শুভকামনা রইল তোমাকে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তোমাদের ভালোবাসার ঋণ কিভাবে শোধ করবো বুঝিনা।
দোয়া কোর লিখে যেতে পারি যেনো,যতদিন বাঁচি।
ভালোবাসা নিও।
২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
shfikul বলেছেন: শুভ কামনা আপনার জন্য।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইলো।
২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
অদৃশ্য বলেছেন:
সাজি আপু
আপনার ব্লগে আসবার আগেই কার ব্লগে যেন দেখলাম আপনার এই বই এর নাম.... খুবই আনন্দর খবর...
দু'একদিনের মধ্যেই বইমেলাতে যাব... পেয়ে যাব আশাকরি..
ভালো থাকুন সর্বদা...
শুভকামনা....
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমার সাথে দেখা হবে যখন আমার কাছে একটা বই পাবে।
সেটা তোমার জন্য রেখে তোমার সংগ্রহের বইটা কোন বন্ধুকে দিও।
খুব ইচ্ছা ছিলো দেশে আসার! আসবো আশাকরছি হুট করেই।
এখন আসলে কি ভালো যে হতো।
শাহবাগের জনারণ্যে একজন হতে ভীষন ইচ্ছে করছে।
বইটা কেমন লাগলো জানিও।
আজ বইটা আমার শহরে এসে পৌছেছে ।কাল পাবো।
শুভকামনা জেনো।
২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
স্বদেশ হাসনাইন বলেছেন: অভিনন্দন প্রিয় কবি
মুদ্রিত মাধ্যমে আরেকটি পালক যোগ হলো
হ্যাপি ব্লগিং ...
০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ স্বদেশ।
শুভেচ্ছা আপনার জন্য।
২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মেহবুবা বলেছেন: শুভকামনায় থেকো সাজি ।
এবার বইমেলার কথা মনে থাকছে না , বার বার ভুলে বার বার মনে করি ।
০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
জানি মেহবুবা।
বুঝতে পারি কেনো এমন হচ্ছে।
ভালো থেকো।
ভালোবাসা নিও
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
শায়মা বলেছেন: নাম দেখেই মুগ্ধ হয়ে যাই আপুনি!
০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মুগ্ধ হতে সবাই পারেনা।
তুমি হলে মায়াবতী রাজকন্যা। ভালো থাকো। যেমন খুশি।
২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
_তানজীর_ বলেছেন: আপু শুভ কামনা রইল! গত বছর বইমেলায় যেতে পেরেছিলাম অনেক বছর পরে। এই বছর যেতে পারলে আরো ভালো লাগত।
০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তুমি গত বছর গেছো!
আমার কথা কি আর বলি। গুনতে চাইনা......মন খারাপ হয়ে যায়।
বাসায় ঘুরে যাও একদিন.....সেদিন দেখা হয়ে ভালো লাগলো।
২৯| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অভিনন্দন।
০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অভিনন্দন স্বর্ণাকে।
অসম্ভব পরিশ্রমী একটা পোষ্ট সাজানোর জন্য।
স্মরণীয় স্মতির এ্যালবাম পোষ্ট টার জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৩০| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০২
রোজেল০০৭ বলেছেন: শুভকামনা রইল।
৩১| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
হাসি .. বলেছেন: সঙগ্রহ করতে চেষ্টা করব
শুভকামনা
৩২| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
উত্তরাধিকার বলেছেন:
৩৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: বই বের হল কি ?
বই মেলায় তো আগুন
৩৪| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০
ভাস্কর চৌধুরী বলেছেন:
৩৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭
লেখোয়াড় বলেছেন:
"সামহোয়ারইন আমার সেই জানালা , গত সাড়ে পাঁচ বছরে খুব কমদিন আছে, যেখানে চোখ রাখি নাই"
................ সেই দিনগুলো আসলেই আপনার কম হয়ে আসছে।
কোথায় আপনি, মাঝে মাঝে দেখা দিলে কি খুব ক্ষতি হয়?
চলে আসুন সাজি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
লিখিনা বলে যে আসিনা তা কিন্তু ঠিক না লেখোয়াড়.....
প্রতিদিন একবার হলেও চোখ রাখি এই জানালায়।
শুভেচ্ছা......
৩৬| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩
শান্তির দেবদূত বলেছেন: অনেক দিন পরে মনে হয় আপনাকে অনলাইনে দেখলাম। আমি নিজেও আসিনি অনেক দিন। আপনার কবিতার বই বের হয়েছে দেখলাম। অনেকশুভেচ্ছা ও শুভকামনা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দেবদূতের মজার সব লেখা মিস করি।
শুভেচ্ছা।
৩৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৮
আরজু পনি বলেছেন:
আপনার নাম পড়েছি অনেক আগেই । কোন ব্লগারের ব্লগের ডানপাশের লিংকে, কোন ব্লগারের ব্লগ সাইটে ...কোন ব্লগারের পোস্টে ।
আজকে অনলাইনে পেয়ে গেলাম ।
অনেক অভিনন্দন রইল সাজি ।।
৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ব্লগে আমি খুব অনিয়মিত হয়ে গেছি অনেকদিন থেকে।
তার মানে এই না যে লেখা পড়িনা বা ব্লগে আসিনা........লেখা পোষ্ট করা বা কমেন্ট করা হয়না ,
আরজুপনি নামটা অনেক চেনা।
লেখাতেই এই ব্লগবাড়ির মানুষদের চিনেছি।
এই ব্লগবাড়ির এত মায়া বলে বোঝাতে পারবোনা......
শুভেচ্ছা রইলো।
লেখা চলুক ঝমঝমিয়ে।
৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪২
শহুরে আগন্তুক বলেছেন: এবার কি বের হবে আপু ?
৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১
বেলা শেষে বলেছেন: “কফির পেয়ালায় নিশুতি রাত জাগে” .....সুলতানা শিরীন সাজি
For সুলতানা শিরীন সাজি
৪১| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
রুদ্র জাহেদ বলেছেন: আমার সব বই চাই আপুনি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: কফির পেয়ালায় নিশুতি রাত জাগের জন্য শুভকামনা এবং সফলতা কামনা করছি !
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
বইয়ের নামটা অনেক সুন্দর - একটা ফিউশন ফিউশন ভাব আছে