![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
এক
কে রাখে ধরে তাকে।
কে বলে ভালোবাসা, সে তো নীল হংস বলাকার
সুখ সুখ খুনসুটি বেলা।
কে বলে কবিতায় তাকে
ধমনীতে জুড়ে রাখো নীল নীল প্রেম।
কে রাখে বুকের গভীরে ছায়া মুখ তার।
কে বলে ভালোবাসা
দুর থেকে বেশি যত বেশি
কাছে এলে তত নয়!
কে বলে ছুঁয়ে থাকো ঠোটের কাঁপন
কে বলে ভালোবাসার আগুনে জ্বলতে হলে
এখানে কাঠ নয় নদী হতে হয়।
আমি বলি।
আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়।
দুই
বিষাদের দীর্ঘ বারান্দায় চোখ রেখে
ত্রিভূজের মত উড়ে যাওয়া পাখিদের দল দেখি।
গাঙচিল নাকি বালিহাঁস!
শব্দাচলে হারিয়ে যায় ওরা, আকাশের মেঘে।
টুপটাপ বৃষ্টির মত
ভেসে আসে মেঘ।
যতটুকু পোড়ায় রোদ
গ্রীষ্মের দাবানলে।
তার ও চেয়ে খড়তাপে পুড়ে যায় ঠোঁট।
পুড়ে ছাই হতে হতে
এভাবে বিলীন হতে শেখা
ভালোবাসার দোলাচলে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
পড়বার জন্য ধন্যবাদ আমিনুর ।
ভালো থেকো.......শুভকামনা ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
আদনান শাহ্িরয়ার বলেছেন: আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়
চমৎকার ! কবি আবুল হাসানের কথা মনে পড়ে গেলো!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ আদনান।
আবুল হাসান শ্রদ্ধেয় একজন কবি।
অনেক শুভেচ্ছা থাকলো।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: গাঙচিল নাকি বালিহাঁস!
শব্দাচলে হারিয়ে যায় ওরা, আকাশের মেঘে।
খুব চমৎকার আপু ! দুটাই !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ অভি........
শুভেচ্ছা নিও।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার কবিতা গুলো।
+++++
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক শুভকামনা শোভন।
কবিতা পড়বার জন্য ধন্যবাদ।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অদ্ভুত সুন্দর কবিতা +++++++ অগনিত।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা কান্ডারী.............
ভালো থাকা হোক।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: -----
সুখ সুখ খুনসুটি বেলা
সুখ সুখ খুনসুটি বেলা
সুখ সুখ খুনসুটি বেলা
দারুণ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মাসুম কি খবর?
অনেক শুভকামনা রইলো।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দারুণ কবিতা , পড়ে মজা পেলাম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
থ্যাংকস সুজন।
ভালো থেকো। শুভকামনা।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক সুন্দর, আপু।
আপনার কবিতা কঠিন শব্দ বিবর্জিত হয়, ফলে সহজেই ছুঁয়ে যায়।
প্রথম কবিতাটা বার কয়েক পড়লাম, দারুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ দূর্জয়।
আমি কঠিন করে লিছু ভাবতে ও লিখতে জানিনা..............
আমার সাদামাটা লেখা তোমরা যারা পছন্দ করো, তাদের কাছে আমি ঋণী। অনলাইনে আমি যতগুলো ব্লগে একসময় লিখতাম আর বিশেষ করে সামহোয়ারের ব্লগারদের কাছে আমার ঋণের অন্ত নাই।
খাতার পাতা ভরে লেখাগুলো তারাই পড়েছে ,ভালোবেসে।
অনেক ভালো থেকো। কবিতায় থেকো।
শুভেচ্ছা রাশি রাশি।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: বহুদিন পর আপনার ব্লগে
কবিতার কথা খুব সুন্দর
ভাললাগা +
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর লেখা দিচ্ছি।
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা ।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
শাহেদ খান বলেছেন: 'ধমনীতে জুড়ে রাখো নীল নীল প্রেম', 'ত্রিভূজের মত উড়ে যাওয়া পাখিদের দল' কিংবা 'খড়তাপে পুড়ে যাওয়া ঠোঁট' - চমৎকার সব কথামালা, শব্দের আলোড়ন !
আমার অনেক ভাল লাগল ! +++
সাজি'পু, ব্লগে নিয়মিত হওয়ার আশা রাখছি। (যদিও আমি নিজেই অনিয়মিত হয়ে পড়ি অনেক সময়ই)
শুভকামনা, সবসময়ের জন্য।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ শাহেদ।
ব্লগে নিয়মিত নই বলবোনা। ব্লগে বসিনা এমন দিন কম। লেখাটা কমে গেলেও পড়া তো আর বন্ধ থাকেনা।
মনটা বসানোর চেষ্টা করবো।করছি।
অনেক ভালো থেকো।
লেখায় থেকো।
তোমার ব্লগবাড়ি ঘুরে অনেক লেখা পড়া আছে.......সময় করে আসবো আবারো।
শুভকামনা।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
নেক্সাস বলেছেন: পুড়ে ছাই হতে হতে
এভাবে বিলীন হতে শেখা
ভালোবাসার দোলাচলে।
Bah ! Sazi apa Bah.....
ki kore likho ato sundor kabber su8rela songit. Jodi pari konodin tomar kolomta churi kore nebo....
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ নেক্সাস সুন্দর করে বলবার জন্য। আমার লেখার কলম চুরি করবে?
তুমি অনেক সুন্দর লিখো।
অনেক শুভকামনা তোমার জন্য। ভালো থেকো।
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
সায়েম মুন বলেছেন:
আমি বলি।
আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়।
-------খুব সুন্দর। আপনাকে কিছুদিন নিয়মিত দেখছি। খুব ভাল লাগছে আপু। ভাল থাকবেন। এভাবে লিখে যাবেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সায়েম,
নিয়মিত হবার চেষ্টা করছি।
"আমি পথভোলা এক পথিক এসেছি" র মত অবস্থা।
অনেক ভালো থেকো। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা ।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
রোহান খান বলেছেন: ভালোবাসা এক ফুলের বাগানের মাঝে উড়ে চলা ফড়িং এর মত...। দুর থেকে দেখতে ভালো লাগে ...কাছে গেলে পুরতে হয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আচ্ছা ,রোহানের কাছে ভালোবাসা সেই রকম নাকি?
দুর থেকে দেখতে ভালো........কাছে গেলে পুড়তে হয়?
আমার কাছে ভালোবাসা মানে হলো অন্তহীন আকাশ। মানুষ যত ভালোবাসে,ভালোবাসা তত বাড়তে থাকে........এর শেষ নেই।
এ এক অদ্ভুত অনুভব।
শুভেচ্ছা রোহান। অনেক ভালো কাটুক জীবন। জীবন পথে অনেক ভালো ভালো স্মৃতি জমা হোক।
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: কে বলে ছুঁয়ে থাকো ঠোটের কাঁপন
কে বলে ভালোবাসার আগুনে জ্বলতে হলে
এখানে কাঠ নয় নদী হতে হয়।
আমি বলি।
আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়
বারবার আওড়ানোর মত কিছু লাইন। খুব ভালো লাগলো। নিয়মিত হন আবার সাজিপা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালোলাগাটুকু ছুঁয়ে গেলো প্রিয় হাসান।
খুব চেষ্টা করছি ব্লগে নিয়মিত হবার......সাইন ইন করে রাখছি,যত ব্যস্ত থাকিনা কেনো!
ভালো থেকো...
অনেক।
শুভকামনা সারাবেলার।
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
নিঃশব্দ শিশির! বলেছেন: গাঙচিল নাকি বালিহাঁস!
শব্দাচলে হারিয়ে যায় ওরা, আকাশের মেঘে
ভালো লাগলো আপু অনেক ভালো, কেমন আছেন?
দেশে আসবেন কবে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ তোমাকে,কবিতা ভালো লাগলো জেনে খুশি হলাম।
ভালো থাকার চেষ্টা করি শিশির।
আশাকরি তুমি ভালো আছো।
দেশে আসবো মনে হয় বছরের শেষদিকে। দোয়া কোর।
ভালো থেকো
১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২
নক্ষত্রচারী বলেছেন: ছন্দময় !
ছড়া ভালোই লাগলো ।
শুভকামনা ।।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা নক্ষত্রচারী।
ভালো থাকা হোক।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫
ভিয়েনাস বলেছেন: গাঙচিল নাকি বালিহাঁস!
শব্দাচলে হারিয়ে যায় ওরা, আকাশের মেঘে
পুরো লিখাটায় মনে হচ্ছে মায়াবী পরশ বুলানো.....
অনেক ভালো লাগলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর কমেন্টেস এর জন্য অনেক ধন্যবাদ ভিয়েনাস।
অনেক ভালো থেকো।
তোমার লেখা গল্প দেখলাম, আসছি তোমার ব্লগবাড়ি।
শুভকামনা রইলো।
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো দিন চলে যাচ্ছে
আপনাকে অনেক দিন পরে ব্লগে দেখে ভালা লাগছে!
আশা করি ভালো আছেন!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
চলে যাওয়াটাই বড় কথা।
সুর,ছন্দ,কবিতার মত.........
আমি ভালো থাকার চেষ্টা করি । ভালো থাকার চর্চা করি।
জীবন তো সবসময় একসময় একভাবে যায়না...আর আমি নিয়তিবাদি । মনে হয় পথ তো তৈরী করা আছে, আমাদের শুধু চলার কাজ।
সুতরাং হাহুতাশ করে কোন লাভ নেই।
বেঁচে থাকার আনন্দে ভালো থাকি।
শুভেচ্ছা জেনো।
১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৬
শ্যামল জাহির বলেছেন: কবিতায় মুগ্ধ!
শুভ কামনা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ শ্যামল।
জেনে ভালো লাগলো মুগ্ধতার কথা। শুভেচ্ছা।
২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
শ।মসীর বলেছেন: বিষাদের দীর্ঘ বারান্দায় চোখ রেখে
ত্রিভূজের মত উড়ে যাওয়া পাখিদের দল দেখি।
ভাললাগা....
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শামসীর যাযাবর,
শরতের কাশবন দেখতে কোথাও যাচ্ছোনা?
দাওনা পোষ্ট ঘুরে এসে।
আমরা পাতার রং দেখতে যাবো কদিন পর......এখানে সবুজ পাতারা সব বদলে হলুদ আর লাল হয়ে যাচ্ছে...........ঝরে যাবার আগে কি সুন্দর হয় যে গাছেরা।
গাড়ীর সিগন্যালে দাঁড়িয়ে আজ এত আনমোনা হয়েছিলাম। অদ্ভুত লাগছিলো গোধূলীর আলোয় বর্ণালী গাছগুলো দেখতে দেখতে।
ভাবছিলাম এত সুন্দরের কাছে এলে থেমে যেতেই হয়!
ভালো থেকো।সব্বাই।
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
অদৃশ্য বলেছেন:
____ অপূর্ব সুন্দর ____
____ অপূর্ব সুন্দর ____
দুটি কবিতাই মোহনীয়তায় পূর্ণ... ভালোবাসার তৃষ্ণা তৈরী করছে...
সাজি আপার জন্য
শুভকামনা...
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অদৃশ্য
অনেক ভালো লাগলো ভালোলাগার প্রকাশটুকু।
ভালো থেকো।
দৃশ্যমান থেকো লেখায়।
শুভকামনা।
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
রোহান খান বলেছেন: "আমার কাছে ভালোবাসা মানে হলো অন্তহীন আকাশ। মানুষ যত ভালোবাসে,ভালোবাসা তত বাড়তে থাকে........এর শেষ নেই"
কল্পোলোকে এমনি মনে হয়ে থাকে কিন্তু বিশাল বাস্তবতার কাছে দিনে দিনে ক্ষয়ে যায় ......।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কল্পলোক না রোহান.....
আমার একান্ত পৃথিবীতে ভালোবাসা এমনি....
আর আমরা তো নিজস্ব বোধগুলোকে নানাভাবে লিখার চেষ্টা করি।
প্রকৃতির দিকে তাকালেই তো বোঝা যায়.....
ঋতু বৈচিত্র,
সূ্র্য্য ,চাঁদের চক্র..........সব কিছুই ফিরে ফিরে আসে।
পূর্ণিমার পর অমাবস্যা।
দিনের পর রাত।
শীতের পর বসন্ত।
মানুষের জীবনে ভালোবাসাও ঠিক এমনি..
কখনো ফুরায়না।
দিনে দিনে বাড়ে শুধু।
শুভকামনা থাকলো। ভালো কাটুক জীবন।
২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২
টুম্পা মনি বলেছেন: চমৎকার কবিতা !!!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভারী সুন্দর প্রোফাইল এর ছবি টুম্পা মনি।
খুব ভালো লাগলো।
শুভকামনা।
২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
শ।মসীর বলেছেন:
একদিন গিয়েছিলাম, ছবি তুলেছি, কিন্তউ মনমত হয়নি । তারপর থেকে আকাশ মুখ ভার করে বসে আছে, তাই যাওয়া ও হচ্ছেনা, পোস্ট ও দেয়া হচ্ছেনা । দিব ইনশাআল্লাহ....।
শুভকামনা রইল আপু ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আচ্ছা.....বুঝলাম।
ঠিকাছে সুযোগ মত যেয়ো আবার।
আমিও বের হবো সহসাই।
আজ দেখলাম গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে......বাতাসে উড়ছে।
কেমন যে লাগছিলো।
মন খারাপ আর করিনা।
জানি প্রকৃতি এমনি........শীত শেষ হলে আবার গাছে গাছে ফিরে আসবে পাতারা।
ভালো থেকো।
অনেক শুভকামনা।
২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
শ।মসীর বলেছেন: আপনাদের ঝরা পাতা দেখার অপেক্ষায়....
২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪
আউলা বলেছেন: সাজি আপু কেমন আছেন? আমারব্লগে আপনার কমেন্ট দেখে আবেগ আপ্লুত হয়ে গেলাম। কই হারিয়ে গেলাম আমরা সবাই??? সবাইকে মিস করি! আপনার কন্ঠের সেই আউলা ঝাউলা ডাকটা আজো কানে ভাসে।
শুভেচ্ছা রইল
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমি ভালো আছি। আসলেই কোথায় যে হারিয়ে গেলাম সবাই।
আবার সেইদিন গুলি যদি ফিরে আসতো.........
খুব মিস করি।
সবার কথা মনে পড়ে।
তোমাকে তো সারাজীবনই আউলা ঝাউলা ডাকবো।
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নিও।
২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
রোহান খান বলেছেন: "মানুষের জীবনে ভালোবাসাও ঠিক এমনি..
কখনো ফুরায়না।
দিনে দিনে বাড়ে শুধু"
----আপনার অনুভুতিকে সম্মান জানাই। তবে এও বলতে চাই যে ভাল বাসা বাড়ে কথাটা ঠিক তবে কিছু কিছু মানুষের জীবনে ভালবাসাটা সময়ের সাথে সাথে কমে যায়। হয়ত এর পরেও তারা এক সাথে থাকে কিন্তূ তা হল সামাজিকতা ও সন্তানাদির জন্য।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সামাজিকতা এবং সন্তানাদির জন্য একসাথে থাকাটা কিন্তু অনেক বড় ব্যাপার।
ভালোবাসার ক্রমবিকাশ তো এভাবেই হয়....
শুভেচ্ছা রোহান।
ভালো থাকা হোক।
২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
নস্টালজিক বলেছেন: এজ ইউজুয়াল!
স্নিগ্ধ, মনোরম দৃশ্যকল্প!
শুভেচ্ছা, সাজি!
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা প্রিয় সবুজ রানা।
অনেকদিন পর ব্লগে দেখা হলো..........
আশাকরি ভালো আছো। শুভেচ্ছা সারাবেলার।
২৯| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কে রাখে বুকের গভীরে ছায়া মুখ তার।
কে বলে ভালোবাসা
দুর থেকে বেশি যত বেশি
কাছে এলে তত নয়!
...........
আমি বলি।
আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়।
...........
পুড়ে ছাই হতে হতে
এভাবে বিলীন হতে শেখা
ভালোবাসার দোলাচলে।
চমৎকার। আপনাকে নিয়মিত হতে দেখে ভালো লাগছে আপু।
শুভেচ্ছা।
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখলাম।
আপনার প্রোফাইল এর ছবি দারুণ।
পিচ্চিগুলো এখন বেশ বড় হবার কথা।
ওদের সবার জন্য অনেক শুভকামনা।
হুমম ,নিয়মিত বসার চেষ্টা করছি........ভালো থাকবেন।শুভেচ্ছা।
৩০| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
লেখোয়াড় বলেছেন:
একটু ব্যস্ত আছি, পরে কথা হবে।
আমার ওখানে আপনার করা মন্তব্যের উত্তর করা হয়নি এখনো।
শীঘ্রই করবো।
ভাল থাকুন প্রবাসিনী, দুর পরবাসী।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ব্যস্ততায় ভালো থাকুন।
শুভেচ্ছা দুর থেকে।
৩১| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮
লেখোয়াড় বলেছেন:
"আপনার সাথে আজ প্রথম কথা হল।
গলার আওয়াজে চিনতে পারেন নাই তো?
বললাম আমি। সেই আমি ।
যার সাথে পথ হাঁটবেন বলেছেন একদিন।
শুধু একদিন । শুধুই একদিন।
খুব বৃষ্টি পড়ছিল ।"
............................ এই লাইনগুলি কোন কবির কোন কবিতা থেকে নেয়া হয়েছে বলতে পারবেন?
" তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি"
অনেক দিন পর আপনার লেখারা আসা শুরু করেছে, আশা করি অব্যাহত থাকবে। সহজ-সরল পবিত্রময় কথারা ঝরবে শুধু।
আপনার এই লেখা দুটি আমার কাছে কিছুটা অচেনা লাগছে, ঠিক জানি না, আপনার লেখালেখিতে কোন পরিবর্তন আসছে কিনা।
লেখারা ফিরে আসুক স্বমহিমায়, স্বকীয়তায়।
ভাল থাকুন সাজি, মনোরম দৃশ্যকল্পে।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবিতার লাইনগুলো খুব চেনা।
খুব সন্মানিত বোধ করলাম।
এই মনেরাখাটুকু বারবার ডেকে আনে.........
ব্লগের অদ্ভুত টান,
অচেনা, অজানা মানুষগুলোর ভালোবাসার টান.....
রবী ঠাকুরের মতই যতই বলিনা কেনো,
"ডেকোনা আমারে ডেকোনা ডেকোনা.........."
আমি চিরটাকাল খাতা আর কলমের মানুষ।অনলাইন এ বসে পৃথিবী ঘুরি, তবে লিখতে বসলে খাতা ,কলম না হলে আমার চলেনা।
দোকানে ঘুরে ঘুরে নানান বাহারী নোট খাতা ,কলম কিনতে আমার খুব ভালো লাগে।
অনেকগুলো খাতা রেখে দেই,
মনে ভাবি কোনটায় গল্প লিখবো,
যেখানে থাকবে আমার লালমনিরহাট, মিশন স্কুল, বন্ধুরা,রবীন স্যার, অনুদি।
আবার কোনটায় আমার এখানকার জীবন......কি করে একদম পৃথিবীর অন্য এক প্রান্তে চল এলাম, কি করে কাটালাম ঝরাপাতায় দলে মিশে।
এমন তুষারিত জীবনের সাধ আমার ছিলো, মনের ভিতর সংগোপনে।
সেই সাধ কি করে সত্যি হয়ে গেলো........
আরো কত কি!
আমার লেখা দুটো ভালো লাগেনি?
তবে যে স্বকীয়তার কথা বললেন ,তার খোঁজে ঘুরে বেড়াই।
আমি আমার মত করেই লিখতে চাই।
ভালো থাকেন লেখোয়াড়......
সহজ সরল কথাদের মাঝে মাঝে খুঁজে পাইনা, জীবনের নানান জটিলতা সবখানেই ঘুরে বেড়ায়......
সেসব থেকে পালিয়ে আসতে মাঝে মাঝে পারিনা।
ঘুরপাক খেতে থাকে বোধেরা তখন........
মনে হয় মানুষ নাকি গাছ!
মনে হয় গাছের জীবনই ভালো......
৩২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১২
অনাহূত বলেছেন: কতো কতোদিন পর আপনার ব্লগে এলাম।
কেমন আছেন সাজি আপু?
যতটুকু পোড়ায় রোদ
গ্রীষ্মের দাবানলে।
তার ও চেয়ে খড়তাপে পুড়ে যায় ঠোঁট
যতটুকু পোড়ায় রোদ
গ্রীষ্মের দাবানলে।
তার ও চেয়ে খড়তাপে পুড়ে যায় ঠোঁট
ভালো লাগা পুরো কবিতা জুড়ে - এক এবং দুই।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কে জানিতে আসবে তুমি গো অনাহূতের মত।
কতদিন পর!
আমি ভালো আছি.......তুমি কেমন আছো? কেমন চলে লেখালেখি?
অনেক শুভকামনা তোমার জন্য।
৩৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
আমি বলি।
আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়।
আমি বলি 'এ লাইনগুলো খুবই সুন্দর'।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ রিয়াদ.......
সুন্দরটুকুর প্রকাশ, হৃদয় ছুঁয়ে গেলো ।
শুভেচ্ছা ।
৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৪
অনাহূত বলেছেন: হা হা। হুম।
এই তো আপু, চলছে। আমি আইলসা লেখক সময় করে আসবেন আমার ব্লগে।
ভালো থাকবেন আপু।
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঘুরে এলাম তোমার ব্লগবাড়ি। সুন্দর লিখেছো ।
ভালো থেকো,
শুভকামনা।
৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫
বোকামন বলেছেন:
পুড়ে ছাই হতে হতে
এভাবে বিলীন হতে শেখা
ভালোবাসার দোলাচলে।
ভীষণ সুন্দর কবিতা পড়লাম
অনেক ভালোলাগা ....
শুভেচ্ছা, কবি
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দীর্ঘ এক কবিতা পড়লাম আপনার ব্লগবাড়ি।
কমেন্টের ঘরে কিছু লিখতে পারলাম না।ভালোলাগা এখানেই জানালাম।
শুভেচ্ছা রইলো।
৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২
মায়াবী ছায়া বলেছেন: কে বলে ভালোবাসার আগুনে জ্বলতে হলে
এখানে কাঠ নয় নদী হতে হয়।
.........সুন্দর লিখেছেন ।।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ মায়াবী ছায়া।
শুভেচ্ছা। আমার ব্লগবাড়িতে স্বাগতম।
৩৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৫
সমুদ্র কন্যা বলেছেন: আহা কতদিন পর আপনার এই মায়াময় লেখা!
খুব মিস করি আপনাদের আপু।
আবার ফিরে আসুন ব্লগে।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রিয় সমুদ্র কন্যা
খুব মিস করি তোমাদের সবাইকে।
ব্লগে বসতে পারিনি অনেক দিন........এমন দিন নাই এই জানালায় উঁকি দেয়া হয়নি।
খুব মন খারাপ হতো,
সাগর ,রুনীর ছবি দেখলে
ইমনের ছবি দেখলে......
অদ্ভুত মানুষের মন।
সময়ে সব সয়ে যায়.......
আবার আসার চেষ্টা করছি। ব্লগ মানে তো লেখালেখির ব্যস্ততা।লেখা পড়ে কমেন্ট দেবার আনন্দ।
অনেক ভালো থেকো।
৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮
বশর সিদ্দিকী বলেছেন: পুড়ে ছাই হতে হতে
এভাবে বিলীন হতে শেখা
ভালোবাসার দোলাচলে।
চমৎকার লাগল শেষের লাইন গুলো
১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ......
শুভকামনা রইলো।
৩৯| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬
শায়মা বলেছেন: ঠিক যেন ফিনিক্স পাখির মত!
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
থ্যাংকস।
ভালো থেকো শায়মা.....
৪০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপু, প্রথমে আপনার সাথে ঝগড়া করে নেই! আপনি আমাকে এখনো ঝুলিয়ে রেখেছেন!
আমি বলি।
আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়।
ত্রিভূজের মত উড়ে যাওয়া পাখিদের দল দেখি।
পুড়ে ছাই হতে হতে
এভাবে বিলীন হতে শেখা
ভালোবাসার দোলাচলে।
অদ্ভুত কোমল এবং হৃদয়ের গোপন খোঁড়ল থেকে উচ্চারিত শব্দরাই এই কবিতাদের ভাষা।
শুভ কামনা আপু।
ভালো থাকবেন।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঝগড়াটা আর হলোনা।
অনেক ভালো থেকো তুমিও।ঈদ আনন্দ ছড়িয়ে যাক সবখানে।
শুভেচ্ছা নিও।
৪১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৩
আহসান জামান বলেছেন:
স্নিগ্ধতা! ভালো থাকবেন কবি।
৪২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০৪
সোমহেপি বলেছেন: টুপটাপ বৃষ্টির মত
ভেসে আসে মেঘ।
যতটুকু পোড়ায় রোদ
গ্রীষ্মের দাবানলে।
তার ও চেয়ে খড়তাপে পুড়ে যায় ঠোঁট।
কবিতার এ অংশটার পরের অংশটা না হলেও চলত। এ অংশটা পড়ে মনে হচ্ছিলো আর কোন শব্দ না হলেই রেশ থেকে যাবে।পরের অংশটা কবিতার ভাবটাকে হালকা করে দিলো।
অনেক স্নদর কবিতা সাজিপা
৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৪৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা আপুনি
আমি বলি।
আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
আমিনুর রহমান বলেছেন:
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
আপু অনেক সুন্দর হয়েছে। প্রথম প্লাস আমি দিছি
আমি বলি, ভালোবাসার কাছে এলেই
আগুন এবং নদী
বড় বেশি কাছাকাছি হয়।