![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
কী যে বেপথু ভালোবাসায় চাই যে তোমায়
তালপাতার বাঁশি!
তোমার নিশ্বাসের কাছে একদিন
পৃথিবীর সমস্ত ঐশ্বর্যরাশি জমা ছিল
তুমি বোঝো নাই।
যারা আগুন হয়ে হেঁটে বেড়ায়
পৃথিবীর পথে
তারা ভালোবাসার কাছে এলে
হয়ে যায় ভীরু নিরুত্তাপ।
অদ্ভুত এই দ্বৈত সত্তার দিকে তাকিয়ে থাকি অপলক!
মানুষের প্রিয় বোধ ভালোবাসা
টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার আগে
খুব ইচ্ছে করে,
তোমার সাথেই
এই পৃথিবীতে একদিন
ভাগ করে নিই অনন্ত এক বিকেলের জলছবি রং।
গভীর গোপন স্বপ্নের মতন
তোমার জন্য জমা রাখি
জগতের সবচেয়ে প্রিয় বোধ প্রেম।
প্রিয় পাতাবাহার।
এবং প্রিয় ন্যাপথোলিনের ঘোর।
এখন শুধু উদাসী অপেক্ষার বারান্দায় চোখ রেখে
নীল সাদা আকাশ দেখা
আর
হারানো সুর শুনে ফেরা শরৎ সময়!
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ আমিনুর।
আশাকরি ভালো আছো।
শুভকামনার বৃষ্টি তোমার জন্য। এবার লেখা দিলেই তুমি প্রথম এসে পড়ছো।
২| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা লেখা সাজি আপা!! আজকের সকালে প্রথম এই লেখাটাই পড়লাম। ভালো লাগল।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক শুভকামনা কাল্পনিক_ভালোবাসা।
ভালোবাসা কাল্পনিক হলেই বেশি সুন্দর হয় নাকি সত্যিতে এক কথা মনে ভাবি এই নিকটা দেখলেই।
যা কিছু কল্পনার তা থাকে স্বপ্নলোকে।
যা কিছু সত্যিতে তা থাকে হাতের মুঠোয়........
মানুষের জীবনে যত ভালোলাগা সময় সব এই হাতের মুঠোয় ধরে থাকে মানুষ.........অথচ সেই সত্যিটা না বুঝে আকাশের দিকে তাকিয়ে বিষণ্ন হয়....
সৃষ্টির রহস্য বলে যদি কিছু থাকে তা হলে মানুষের মন।
মনটা আমাদের নিজের শরীরে থাকে অথচ সেই মনের দখল আমাদের থাকেনা... কি অদ্ভুত বৈপরিত্য তাই না?
অনেক কথা লিখে ফেললামআশাকরি দিন ভালো কেটেছে।
শুভেচ্ছা রইলো ....
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এখন শুধু উদাসী অপেক্ষার বারান্দায় চোখ রেখে
নীল সাদা আকাশ দেখা
আর
হারানো সুর শুনে ফেরা শরৎ সময়!
অনেক সুন্দর।
দারুন এক কবিতায় ব্লগে আজ আসা গেল।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দূর্জয়
মনটা কেমন উদাস ছিলো।
কবি জীবনানন্দের চলে যাবার দিনে নানান লেখা পড়ে কষ্টে ছিলাম।
আর তখনি লেখাটা লিখে রাত গভীরে পোষ্ট করে ঘুমাতে গেছিলাম..
যে কোন মানুষের চলে যাওয়াটা ভীষন কষ্ট দেয়............
একটা মাত্র জীবন।
একবার চলে গেলে কেউ ফেরে না আর।
আকাশের তারা হয়ে গেলে তার নাগাল কেউ পাই কি আর?
প্রতিটা দিন বাঁচি তাই প্রগাড় ভালোবাসা নিয়ে।মানুষের জন্য।
আমার লেখালেখি যতটুকু যা, সব প্রিয় মানুষদের জন্য,যারা আমাকে ভালোবাসে।
তোমার কবিতা ক'দিন পড়া হয়নাই। লেখায় থেকো।
পথ
ঘাট
মানুষের নাম মনে রেখো........
এই তিনটা লাইন অনেক আগে আমাকে আমার হোষ্টেল জীবনে এক আপা লিখে দিয়েছিল ডাইরীতে।
অদ্ভুত এই তিনটা লাইন আমাকে অনেক কিছু শিখিয়েছে।
ভালো থেকো।
শুভকামনা সবসময়ের।
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
নেক্সাস বলেছেন: আপু তোমার কবিতা মানেই তো একরাশ ভাল লাগা।
তোমার কবিতা মানেই তো মগ্ন চৈতন্যে শিষ দিয়ে যাওয়া দোয়েল।
অনেক সুন্দর হয়েছে নষ্টালজিক মনের উদাসী বেদনার চিত্রন।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন কাটলো নেটছাড়া কটা দিন নেক্সাস?
মনে হয় দারুন......তাইনা?
আমরা এত বেশী ডিজিটাল মানুষ হয়ে গেছি, আকাশে রংধনু দেখার চেয়ে গুগল সার্চ দিয়ে আশ্চর্য্য সব ছবির দিকে তাকাতেই বেশি পছন্দ করি।
আমার ছেলেরা দুরে বেড়াতে গেলে গাড়ির পিছনে বসে একজন কানে হেডফোন দিয়ে গান শোনে আর অন্যজন ডি এস এ পোকিমন গেইম খেলে। অনেক বলেও ওদের আকাশ দেখাতে পারিনা, সবুজ দেখাতে পারিনা..........
আজ নেটে বসে লেখাতে সুন্দর সব কমেন্ট পেয়ে আমি যারপরনাই মুগ্ধ।
তোমরা সবাই এত সুন্দর করে ভালো বলতে জানো।
জানো তো,
positive vibes bring positive energy
অনেক সুন্দর হয়েছে নষ্টালজিক মনের উদাসী বেদনার
চিত্রন।
ভালো লাগে এই বুঝতে পারা।
ভালো থেকো।
শুভেচ্ছা।
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: অনেকদিন পর। স্বাগতম এবং শুভেচ্ছা।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আরে শরৎ যে!
হুমম অনেকদিন পর দেখা হলো এই বাড়ি।
শুভেচ্ছা শরৎ এর জন্য।
৬| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার নিঃশ্বাসের কাছে একদিন
পৃথিবীর সব ঐশ্বর্য্যরাশি জমা ছিলো
তুমি বোঝ নাই!
দারুণ, মুগ্ধ, ++++++++ রইল।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মুগ্ধতা ছুঁয়ে গেলো।
অনেক শুভকামনা রইলো কান্ডারী।
৭| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮
এম মশিউর বলেছেন: তোমার নিঃশ্বাসের কাছে একদিন
পৃথিবীর সব ঐশ্বর্য্যরাশি জমা ছিলো
তুমি বোঝ নাই
পাঠমুগ্ধ! দারুন।।
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক শুভকামনা মশিউর।
পড়তে থাকা চলুক ।
৮| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯
অদৃশ্য বলেছেন:
_____ অসাম _____
এমন কবিতাতো সাজি'পার কাছ থেকেই আশাকরা যায়... মুগ্ধ হয়ে গেলাম...
আফসোস... আকাশের দিকে তাকিয়ে হতাশ হলাম বৃষ্টিজনিত কারণে...
সাজি'পার জন্য
শুভকামনা...
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রিয় নাউম বেয়াই (অজানা দেশের না জানি কি)
তোমাকে দেখে ভালো লাগলো।
বেশ কদিন পর এলাম........ঈদ ,পূজার আনন্দে বেশ গেলো কটাদিন।
শরতকাল এখানেও দারুণ.......
আকাশের নীল সাদা মেঘ এর দিকে তাকালে ভীষন ভালো লাগে।
মনে হয় হয়তো অনেক দুর থেকে ভাসতে ভাসতে মেঘগুলো এখানে এসেছে।এই মেঘের দিকে তাকিয়ে ছিলেন হয়তো আমার দেশে থাকা মা এবং প্রিয়জনরা।পাখি উড়ে কোথায় থেকে কোথায় যে যায়!
মেঘেদের উড়াউড়ির সীমানা কতদুর এ নিয়ে আসলে আমার সায়েন্স এর জানা ব্যাখ্যা নেই।
ভাবতে ভালো লাগে তাই ভাবি........
অনেক ভালো থেকো।
বৃষ্টিতে এখানে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে প্রতিদিন। শূন্য গাছগুলোর দিকে তাকিয়ে আগের মত মন খারাপ করিনা। জানি কয়েকটা মাস........তারপর আবার ফিরে আসবে পাতারা।
প্রকৃতির নিয়মগুলোকে মেনে নিতে জানলে কষ্টগুলো কমে যায়....
ভালো থেকো ম্যালা।
শুভেচ্ছা।
৯| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: এখন শুধু উদাসী অপেক্ষার বারান্দায় চোখ রেখে
নীল সাদা আকাশ দেখা
আর
হারানো সুর শুনে ফেরা শরৎ সময়!
অসাধারণ আপু !
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন আছো স্বপ্নবাজ অভি?
অনেক ভালো থেকো । লেখায় থেকো।
শুভকামনা রাশি রাশি।
১০| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২
বোকামন বলেছেন:
হারানো সুরের মতই নির্মল কবিতা ।
এহেন কবিতা পাঠে যান্ত্রিক সময় কিছুক্ষনের জন্য সবুজ হয়ে যায় ....।
কবিতায় অনেক ভালো লাগা
ভালো থাকুন, কবি ।
শুভকামনা :-)
২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
শুভকামনা আপনার জন্য।
১১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২
শ্যামল জাহির বলেছেন: চমৎকার কথা মালার বুননে মুগ্ধ!
শুভ কামনা।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ শ্যামল।
শুভকামনা রইলো।
১২| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
রাইসুল সাগর বলেছেন: কবিতায় ভালোলাগা।
শুভকামনা নিরন্তর।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন আছো সাগর?
ভালো থেকো সারাবেলা।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: --
যারা আগুন হয়ে হেঁটে বেড়ায়
পৃথিবীর পথে।
তারা ভালোবাসার কাছে এলে
হয়ে যায় ভীরু নিরুত্তাপ।
---
দারুণ একটা কবিতা পড়লাম, খুব দারুণ
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মাসুম
ভালো লাগলো জেনে.........ভালোলাগাটুকু।
শুভেচ্ছা।
১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩
সায়েম মুন বলেছেন: সুন্দর! খুব ভাল লাগলো আপু। শুভকামনা সব সময়।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সায়েম
ব্যস্ততায় ভালো থেকো।
শুভেচ্ছা।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
মামুন রশিদ বলেছেন: স্নিগ্ধ সুন্দর কবিতায় ভালোলাগা জানবেন আপু ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ মামুন।
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।
শুভকামনা ।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
লেখোয়াড় বলেছেন:
কবিতা পড়ে গেলাম।
আরো পড়ে তবে কথা বলবো।
ভাল থাকুন।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঠিকাছে.......সময় করে আবারো ঘুরে যাবেন।
জানেন এই একটু আগে আমার ব্লগ জীবনের ৬ বছর হলো।
এই এখন দেখলাম ৬ বছর ৫১ মিনিট
মনে পড়লো ,আগে আমরা একমাস হলেও ব্লগে আসার দিন সেলিব্রেট করতাম।
আসলে দারুণ দিন কেটেছে এখানে....এখনো ভালো লাগে।তবে মিস করি অনেক পুরাতন ব্লগারদের।
শুভেচ্ছা নিন লেখোয়াড়।
ভালো থাকবেন।
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৬
নস্টালজিক বলেছেন: শরৎ সময় সুন্দর!
তোমার শান্ত শব্দচয়নে মুগ্ধতা, সবসময়ই!
শুভেচ্ছা, সাজি!
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
প্রিয় নস্টালজিক
শুভেচ্ছা নিও। শরৎ দ্রুত ফুরাচ্ছে।
গাছগুলো শূন্য হয়ে যাচ্ছে....এখনকার ঠান্ডা বাতাস দেশের শীতের কথা মনে করিয়ে দেয়।
ভালো থেকো। অনুপ্রাণিত হই সুন্দর মন্তব্যে।।
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫
আহসান জামান বলেছেন:
আনন্দপাঠ, নিয়মিত হোক কবি। ভালো থাকবেন।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ কবি আহসান।
নিয়মিত হবার প্রচেষ্টায়। আপনি খুব ভালো থাকবেন।
শুভেচ্ছা।
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: কোমল অনুভব। সাথে শরতের মন ভালো করা সাদা মেঘ নীল আকাশ। ছবিটাকে কবিতায় ধরতে পেরেছেন ঠিকই।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ছবিটা আমার বাসার খুব কাছেই।
আশাকরি ভালো আছো হাসান। অনেক শুভকামনা সবসময়ের তোমার জন্য।
২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮
তাজা কলম বলেছেন: আপ্লুত হওয়ার মতোন কবিতা- বেশ ভাল লাগলো।
২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ ।অনেকদিন পর আপনাকে দেখলাম এই বাড়ি।
ভালো থাকবেন,
শুভেচ্ছা।
২১| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যারা আগুন হয়ে হেঁটে বেড়ায়
পৃথিবীর পথে।
তারা ভালোবাসার কাছে এলে
হয়ে যায় ভীরু নিরুত্তাপ।
অদ্ভুত! অদ্ভুত সুন্দর।
***
আপু, বেশ কিছু বানান চোখে পীড়া দিচ্ছিল, প্লাস যতিচিহ্নের অযত্ন ব্যবহার। এ কবিতাটা আমি লিখলে নিচের মতো করে লিখতাম
***
কী যে বেপথুমান ভালোবাসায় চাই যে তোমায়
তালপাতার বাঁশি!
তোমার নিশ্বাসের কাছে একদিন
পৃথিবীর ঐশ্বর্য্যরাশি জমা ছিল
তুমি বোঝো নাই!
যারা আগুন হয়ে হেঁটে বেড়ায়
পৃথিবীর পথে
তারা ভালোবাসার কাছে এলে
হয়ে যায় ভীরু নিরুত্তাপ।
অদ্ভুত এই দ্বৈত সত্তার দিকে তাকিয়ে থাকি অপলক!
মানুষের প্রিয় বোধ ভালোবাসা
টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার আগে
খুব ইচ্ছে করে,
তোমার সাথেই
এই পৃথিবীতে একদিন
ভাগ করে নিই অনন্ত এক বিকেলের জলছবি রং।
গভীর গোপন স্বপ্নের মতন
তোমার জন্য জমা রাখি
জগতের সবচেয়ে প্রিয় বোধ প্রেম।
প্রিয় পাতাবাহার।
এবং প্রিয় ন্যাপথোলিনের ঘোর।
এখন শুধু উদাসী অপেক্ষার বারান্দায় চোখ রেখে
নীল সাদা আকাশ দেখা
আর
হারানো সুর শুনে ফেরা শরৎ সময়!
***
শুভ কামনা।
২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
চলেই গেছিলাম।
আবার এলাম বানান ঠিক এর জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা আছেন বলেন এখনো লেখালেখির আনন্দ পাই।
ভালো থাকবেন।
অনেক শুভকামনা।
২২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐশ্বর্য্যরাশি> ঐশ্বর্যরাশি
২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অপলক বানানটা আমি আগেরটা বাংলা অভিধান দেখে দিয়েছিলাম।
এটাও ছিলো।
বদলে দিলাম....
২৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬
রাইসুল সাগর বলেছেন: ভালো আছি আপু। তুমিও ভালো থেকো সারাদিন সারাবেলা। শুভকামনা নিরন্তর।
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভ অনুভব ছুঁয়ে গেলো সাগর।
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
জয় সরকার বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর তোমাকে দেখলাম জয়।
ভালো থেকো।
ভালোলাগাটুকু আনন্দ দেয়।
শুভেচ্ছা নাও
২৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক দিন পর
সুন্দর সব শব্দসম্ভার আবার চোখে ভাসলো।
অনেক ভালোলাগা।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সকাল খবর কি?
আসলেই অনেকদিন পর।
ভালো থেকো।
শুভকামনা রইলো।
২৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮
লেখোয়াড় বলেছেন:
অজানা নিখিলে জীবনযাপন, এই জীবনের আদ্যন্ত ভালবাসার দিনরাত্রি, এরই মাঝে এত সময়, এত শতাব্দী গড়িয়ে গেল তবুও আপনি রয়ে গেলেন সেই প্রাণস্পর্শী সুলতানা শিরিন সাজি।
আপনার প্রথম কবিতা বৃষ্টিতে, সেই থেকে এই কবিতাটি পর্যন্ত আপনি একই ধারায় প্রবাহমান, একই ঐকান্তিক সীমায় ধাবমান, সমভাবে কোমল, অমায়িক আর মুখর। আপনার কবিতা মানে হৃদয় খুঁড়ে মায়াবী আবেশ, যেটা আপনার ব্যক্তিত্বেরও অভিব্যক্তি কিংবা প্রকাশ।
মাঝে কিছুদিন বিরতি দিয়ে আপনার যেটা হয়েছে সেটা হলো, আপনার কবিতাগুলো সরল মুগ্ধতার সাথে সাথে অনেক বেশি রহস্যময় হয়ে উঠছে যেটা কবিতাকে আরো বেশি অলঙ্কারময় করে তুলছে।
এই কবিতাটির নামটি অন্যরকম হতে পারতো।
ব্লগে আপনার বয়সের অর্ধেক বয়স আমার। আমি যেদিন প্রথম এই ব্লগে এসেছিলাম সেইদিনই আপনাকে দেখেছিলাম এবং আপনার লেখা পড়েছিলা। সেই থেকে শুরু। তখনকার অনেক ব্লগার এখন আর আসেন না। আমিও তাদেরকে অনেক অনুভব করি। এটা নিয়ে আমার দুটো পোস্ট দেয়া আছে।
যেমন,
শিরিষ
অমিত চক্রবর্তী
মতিউর রহমান সাগর
বীনা
আকাশ অম্বর
হানিফ রাশেদীন
শূণ্য উপত্যকাসহ আরো অনেকে।
আমি অবশ্য তখন বাজে ব্লগিং করতাম, বাজে লিখতাম যা সবমুছে ফেলেছি, রয়ে গেছে আরো অনেক। সেই জন্য আমি আপনার এই ব্লগবাড়িতে তেমন আসতাম না, চুপিচুপি পড়ে চলে যেতাম।
ইদানিং আপনি ব্লগে আবার সময় দিচ্ছেন, কবিতা পোস্ট দিচ্ছেন এটা অনেকের মতো আমারো ভাল লাগছে, আপনার মতো যদি অন্য সকলে ফিরে আসতো!
আপনার হয়তো অনেকেন সাথে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, এটা আপনার একটা সান্ত্বনা হতে পারে। কিন্তু আমার কারো সাথে ব্যক্তিগত যোগাযোগ নেই, এজন্য আমার শূণ্যতা আরো বেশি।
এই যা! কত কথা বলে ফেললাম, আপনি বিরক্ত হওয়ার আগেই বিদায় হই।
ভাল থাকুন কবি। আপনার মতো করেই সহজে আর স্বকীয়তায়।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অজানা নিখিলে জীবনযাপন
ঠিক তাই
কবির গুরুর গানের মতন....."আমার নিখিল ভূবন হারালেম আমি যে"।
এত সুন্দর করে মূল্যায়নের প্রচেষ্টা।
ঝাপসা হয়ে গেলো চোখ লেখোয়াড়।
কবিতার নাম এর বেলায় ভীষন দূর্বল আমি।
যে কোন লেখা লিখে ফেলার পর একটা নামের জন্য কেটে যায় কত সময়।
আর কখনো কখনো নাম থেকেই শুরু হয় ।তখন আর ভাবনা থাকেনা।
আপনি যাদের কথা বলেছেন,
তাদের সবাই ব্লগে অনিয়মিত হলেও একদম না এসে থাকেন একথা আমি মনে করিনা.........
আমি লেখা পোষ্টের বেলায় অনিয়মিত থাকলেও ঠিক এসে ঘুরে যেতাম ব্লগবাড়ি।
আমি আশা করবো তারা এই লেখা দেখলে নিশ্চয়ই চেষ্টা করবেন ব্লগে আসতে।
ব্যক্তিগত যোগাযোগ ঠিক নিয়মিত না থাকলেও দু'একজনকে জানাতে পারবো। অন্তত: আপনার কথা তো জানাবোই।
শুভেচ্ছা জানবেন লেখোয়াড়।
কাল আমার শহরে আমার বই এর একটা অনুষ্ঠান আছে, "কফির পেয়ালায় নিশুতি রাত জাগে" এর মোড়ক উন্মোচন।কবিতা এবং গান এবং আলোচনা থাকবে।
ইচ্ছা করছে আপনারা সবাই আসেন।
শুভেচ্ছা রাখবেন।
আপনাদের কথা তো এসেই পড়ে আমি যোখন কবিতার কথা বলি।
অনেক শুভকামনা ।
বিরক্তির কথা বলছেন কেনো লেখোয়াড়।
যে কোন মতামত রেখে গেলে ভালো লাগবে।
আর এই কবিতাটার যে নামটা ভাবছেন........জানিয়ে গেলে খুশি হবো।
২৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা আর ভালোবাসা আপুনি!
২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শায়মা
োঅনেক ভালোবাসা তোমার জন্য।
২৮| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:০৮
সোমহেপি বলেছেন: অনেক সুন্দর আপু।
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভাল থেকো সোম।
শুভেচ্ছা।
২৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যারা আগুন হয়ে হেঁটে বেড়ায়
পৃথিবীর পথে
তারা ভালোবাসার কাছে এলে
হয়ে যায় ভীরু নিরুত্তাপ।
সুন্দর। খুব সুন্দর।
পেলব শব্দরাশিতে ডুবে ছিলাম এতক্ষণ।
শুভেচ্ছা আপু।
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আলাউদ্দিন
কেমন আছো? শুভেচ্ছা নাও।
৩০| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
আকাশদেখি বলেছেন: নষ্টলোজিয়ায় হারিয়ে যাওয়া
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা।
৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
শাবা বলেছেন: কবিতার প্রতি স্তবকই সুন্দর হযেছে। আমি কোনটা রেখে কোনটা বেশি পছন্দ তা নির্ধারণ করতে হিমশিম খেয়ে যাই। তবে এ স্তবকটি অসাধারণ হয়েছে :
যারা আগুন হয়ে হেঁটে বেড়ায়
পৃথিবীর পথে
তারা ভালোবাসার কাছে এলে
হয়ে যায় ভীরু নিরুত্তাপ।
আমার ব্লগে আমন্ত্রণ।
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আসবো শাবা তোমার ব্লগবাড়ি।
অনেক শুভেচ্ছা নাও
৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
নিবেদীতা বলেছেন: গভীর গোপন স্বপ্নের মতন
তোমার জন্য জমা রাখি
জগতের সবচেয়ে প্রিয় বোধ প্রেম।
অনেক ভাল লাগা....
* কেমন আছ সাজিআপু ?
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নিবেদিতা
তোমার সাথে দেখা হওয়া সময় স্মৃতিতে জমানো রইলো।
ভালো থেকো। ভালোবাসায় থেকো।
৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১
লেখোয়াড় বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার
সুলতানা শিরিন সাজি।
ভাল আছেন নিশ্চয়ই।
নতুন লেখা নিয়ে হাজির হন শীঘ্রই।
ভাল থাকুন।
০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
লেখোয়াড় ,আমি বাংলাদেশে এসেছি।এখন ঢাকাতে।
লেখালেখি তেমন হচ্ছেনা ।মোটামুটি অবরোধবাসিনী হয়ে আছি।
লালমনিরহাট এ গিয়ে কিছু লেখা পোস্টের ইচ্ছা থাকলো.......
শুভেচ্ছা নিন।
৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
শায়মা বলেছেন: হ্যাপী নিউ ইয়ার আপুনিমনি!!!!!!!!
এখনও কি ঢাকা আছো???
শীতের পিঠা খাচ্ছো নিশ্চয়ই!!!!!!!!!!
৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬
লেখোয়াড় বলেছেন:
তাই বলুন। ক'দিন থাকবেন বাংলাদেশে?
আচ্ছা, আবার কথা হবে।
৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩০
এক্স রে বলেছেন: দারুন একটা লেখা আপু। নববর্ষের শুভেচ্ছা
৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩০
এক্স রে বলেছেন: দারুন একটা লেখা আপু। নববর্ষের শুভেচ্ছা
৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
রুদ্র জাহেদ বলেছেন: তোমার নিশ্বাসের কাছে একদিন
পৃথিবীর সমস্ত ঐশ্বর্যরাশি জমা ছিল
তুমি বোঝো নাই।
আপনার প্রতিটি লেখা আমি মুগ্ধ হয়ে পাঠ করি আপুনি
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৭
আমিনুর রহমান বলেছেন:
আপু অনেক সুন্দর হয়েছে।
গভীর গোপন স্বপ্নের মতন
তোমার জন্য জমা রাখি
জগতের সবচেয়ে প্রিয় বোধ প্রেম।
প্রিয় পাতাবাহার।
এবং প্রিয় ন্যাপথোলিনের ঘোর।