![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ
গুগল ম্যাপ এ খুঁজে বেড়াই তোমার শহর।
তোমার শহরের ব্যস্ত রাস্তাটার শেষ প্রান্তে , একটা নদীর খুব কাছেই তোমার বাসা।
তোমার গাড়ির রঙটা দেখতে পারি। এমনকি গলির মোড়ের রাস্তার নামলেখা সাইনবোর্ডটা।
তোমার গাড়ির পার্কিং লট এর পাশেই তোমার পাতাবাহার বাগান।
এত সুন্দর গোছানো বাগানের কাছে গিয়ে চোখ চমকে যায়।
বাগানের কোনার ধূসর বেঞ্চটাকে ভীষন একাকী মনে হয়।
মাউসের ক্লিকে একটু ডানপাশে ঘুরতেই খুঁজে পাই তোমার সাইকেলটাও।
কেমন অলস পড়ে আছে বাগানের পাশে।
তোমার ছাদের কোনায় বিশাল এক এন্টেনা। সমস্ত পৃথিবীর টিভি চ্যানেলগুলো পেয়ে যাও অনায়াসে।
ইরানের ছবি তোমার দারুণ পছন্দ।
আর ডিসকভারী চ্যানেলে মাছেদের রাজ্য দেখাও তোমার ভীষন প্রিয়।
পানির নীচে পাতালপুরী থাকে নাকি? একথার উত্তরে হাসতে হাসতে বলেছিলে, থাকেতো!
তোমার বাসার সামনের বড় রাস্তাটার নাম ফরেস্ট হীল এভেন্যিউ।
রাস্তাটা দিয়ে ঘুরছি আর ভাবছি সেই গানটা, "ফরেস্ট হীলের এক দুপুরে কথা ছিল তুমি আসবে"
এইসব গান আমাদের কত আপন ছিল।
কত দুপুরের নির্জনে এই গানের সুরেই আমাদের ভালোবাসাবাসি। কষ্ট পাওয়া ,দুঃখ পাওয়া।
তোমার বাড়ির পিছনের বিশাল সেই বাগানটার কাছে এসে ঝিরঝির পাতা দেখি। খুব ইচ্ছা করে তোমার কাছে শুনি, কোন গাছের কি নাম।
সকাল এ ঘুম ভেঙে তুমি হয়তো টোস্টার এ ব্রেড টোস্ট করছো। ব্রেড এন্ড বাটার তোমার দারুণ পছন্দ।
কালো কফি মগটায় কফি ঢেলে রান্না ঘরের পাশের টেবিলে বসে পিছনের গাছগুলোর দিকে তাকিয়ে আছো
সারাজীবনের প্রিয় অভ্যাস সকালবেলায় রবীন্দ্রনাথের গান।
আজ গাইছে সুবিনয় রায়। "বহে নিরন্তর অনন্ত আনন্দধারা" নাকি "বসে আছি হে কবে শুনিব তোমার বাণী"। আমার খুব ভালো লাগে,"আমার নিখিল ভুবন হারালেম আমি যে।"
আমি জানি ,তুমি তোমার সকালের দিকে তাকিয়ে আছো।
আর আমি এই সকালেই ফরেস্ট হীল এভেন্যিউ এর শেষ প্রান্তের কফি হাউসটার সামনে দাঁড়িয়ে আছি ।
ইচ্ছা করে, যাই। কফি শপের ভিতরে গিয়ে বসি। তোমার জন্য অপেক্ষা করি। অনন্তকালের অপেক্ষা!
গুগল ম্যাপ এর কল্যানে কত কিছু দেখে ফেলি।পথ ঘাট।বাড়ি ঘর।গাছপালা।বাগান।
শুধু তোমাকে দেখা হয়না।
অথচ শুধু তোমাকে দেখবো বলেই বারবার ফিরে ফিরে আসি!
সেপ্টেম্বর ১৯/২০১৬
(অনেকদিন পর ব্লগে এলে যখন দেখি ,এখনো কেউ কেউ খুঁজে যায়। খুব ভালো লাগে। বেঁচে থাকা আসলেই দারুণ ব্যাপার। শুভেচ্ছা ব্লগের সবাইকে)
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন: নিখিল ভুবনের বাসিন্দা আমরা সবাই।
অনেকদিন পর ব্লগে লেখা দিয়ে ভয় পেয়ে গেলাম।
শুভেচ্ছা জানবেন।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭
বিজন রয় বলেছেন: বহুদিন পর!!!
নিয়মিত হবেন আশা করি।
শুভকামনা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ব্লগে আসি। তবে লেখা দিলাম বহুদিন পর।
শুভেচ্ছা রইলো।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫২
ঘাসফুল বলেছেন: সেই পুরোনো ধাঁচে লিখা, অনেক অনেকদিন পর...
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কতদিন পর ঘাসফুল আমার বাড়ি।
সেই পুরানো আমি তো! লেখাও তেমনি।
আশাকরি ভালো আছেন।শুভেচ্ছা।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ সাজি আপা! খুব চেনা কিছু দৃশ্য, দ্রব্য, অভ্যাস আলাদা ভাবে দেখলে যা কোন দ্যোতনা সৃষ্টি করে না, কিন্তু এসব মিলেই তো জন্ম নেয় ভালোবাসা, মায়া।
দেশে আসবেন কবে? বই আসছে এবার?
ভালো থাকুন অনেক।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: প্রিয় হামা
আমাদের এই যে ব্লগবাড়ির দেখা হওয়া , ভালোলাগা মন্দলাগা জানানো।
খুব ভালো লাগে।
লেখা ভালো লাগলে জেনে খুশি হলাম।
দেশে আসি বা নাই আসি বই বের হবার সম্ভাবনা আছে। আমার ভাই লেখা পাঠাতে বলছে।
দেখি কি করি। আর যদি আসি তোমাদের সাথে মিতিন আর রুহীনকে দেখার ইচ্ছা তো আছেই।
খুউব ভালো থেকো।
শুভেচ্ছা।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০১
আহমেদ জী এস বলেছেন: সুলতানা শিরীন সাজি ,
অনেকদিনের পরে একজন মানুষের ভেতর-বাইরের কথা নিয়ে এলেন । সহজিয়া বাক্যে ভাবের ধ্রুপদী আমেজ ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সহজ করেই লিখতে চাই।যতদিন পারি।
শুভেচ্ছা।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
পড়তে দারুণ লাগল।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস ।
শুভেচ্ছা রইলো।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কত কিছু দেখে ফেলি।
পথ ঘাট।বাড়ি ঘর।গাছপালা।বাগান।
শুধু তোমাকে দেখা হয়না।
অথচ শুধু তোমাকে দেখবো বলেই বারবার ফিরে ফিরে আসি!
দারুন! ভাললাগা ....অনেক।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ।
শুভেচ্ছা নেবেন। আর খুব ভাল থাকবেন।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৯
রক্তিম দিগন্ত বলেছেন:
গুগল ম্যাপ এর কল্যানে কত কিছু দেখে ফেলি।পথ ঘাট।বাড়ি ঘর।গাছপালা।বাগান।
শুধু তোমাকে দেখা হয়না।
অথচ শুধু তোমাকে দেখবো বলেই বারবার ফিরে ফিরে আসি!
চমৎকার লেখা।
ফিরে আসায় স্বাগতম।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ধন্যবাদ।মনে রাখার জন্য।
শুভেচ্ছা ।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: কথা ছিলো দেখা হবে দেখা হলো না,
হৃদয়ের কথাটা বলা হলো না ।" গানটার কথা মনে করিয়ে দিলেন!
ভাল্লাগছে!
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমাদের যে পথ হাঁটা......আমরাই প্রথম পথিক তো না।
আমরা যে কথা বলি, এভাবে কথা কত মানুষই বলেছে।
আমরা সব পুনরাবৃত্তি করি। আমাদের নিজস্বতায়।
এই যে মিল পেলেন ,সেটাই কারন।তাই না?
ভালোলাগাটুকু প্রেরণা দেয়।
শুভেচ্ছা।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫২
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার লেখা।
অনেক অনেক ভালোলাগা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
ভালোলাগাটুকু সুখী করে।
খুব ভালো থাকবেন। শুভেচ্ছা।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪
শামছুল ইসলাম বলেছেন: প্রযুক্তি দিয়ে সব দেখা যায়, দেখা যায় না হৃদয়টা । গুগল ম্যাপ দিয়ে প্রিয়জনের বাসা, বাগান, গাড়ি - সব দেখা হয়ে গেল, শুধু দেখা হলো না তাকে, পাওয়া হলো না তার হৃদয়ের ছোঁয়া ।
সহ্জ বর্ণনায় ছবির মত চোখের সামনে যেন সব কিছু দেখতে পেলাম ।
কবিতায় +++++ ।
ভাল থাকুন । সবসময় ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমার ব্লগ বাড়িতে স্বাগতম।
এই দেখতে পারাটুকুই তো চাই।
শুভেচ্ছা।ভালো কাটুক প্রতিটা দিন।আনন্দে কাটুক।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনবদ্য। +
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তুমি এখনো কাল্পনিক ভালোবাসা আছো? সত্যিকারের ভালোবাসা হওনি?
খুব ভালো থাকো।
শুভেচ্ছা নাও।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯
ক্লে ডল বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লেখা। খুব ভাল লেগেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর করে বলার জন্য ধন্যবাদ মাটির পুতুল। খুব সুন্দর নিক ক্লে ডল।
আমরা সবাই কিন্তু মাটির পুতুল ।
শুভেচ্ছা রইলো।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
অদৃশ্য বলেছেন:
আহ্, অনেকদিন বাদে এসেই এমন একটি লিখা... ভেতরে কেমন হাহাকার তৈরি হলো সাজি আপু... আপনার এই কোমল শব্দগুলো সবসময়ই আমাকে আকর্ষণ করে... খুব সাধারণ শব্দের ব্যবহারে কিভাবে মানুষের হৃদয় ছোঁয়া যায় তা আপনি খুব ভালো করেই জানেন... কি চমৎকার দৃশ্য, অনন্য...
আশাকরছি নিয়মিত হবেন... সু-সম্পর্কই মানুষকে মানুষ হতে সাহায্য করে, কে শেখাবে আমাদের, আমরা ভুলে যাচ্ছি...
সাজিআপুর জন্য
শুভকামনা...
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কেমন আছো অজানা দেশের না জানি কি?
আমার লেখার প্রতি তোমাদের ভালোলাগাটুকু সুখি করে। লিখতে ইচ্ছা করে আরো।
চেষ্টা করবো নিয়মিত হবার।
ভালো থেকো।
সু-সম্পর্কই মানুষকে মানুষ হতে সাহায্য করে।ঠিকতো।
কি সুন্দর করে বলছো।
যত দুরেই থাকিনা কেনো, আমরা সবাই সবার পাশে থাকে। হাত ধরে থাকি। তাহলেই শান্তি ফিরে পাবো আমরা ।
অস্থিরতা সব দুরে সরে যাবে।
তোমার লেখায় দ্রোহের আগুন দেখলাম। ভালো লেগেছে।
কিছু আগুন তো দরকার রে।
খুব ভালো থাকো।
সুন্দর থাকো।
লেখায় থাকো।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ আর শুভেচ্ছা রাশিরাশি।
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৯
জেন রসি বলেছেন: অপেক্ষা কিংবা আক্ষেপ! চমৎকার।
শুভেচ্ছা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর এই দেখতে পারা।
শুভেচ্ছা রসি।
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ ।
হাসি মুখ ভালোবাসি।আমাদের সবার অনেক হাসা দরকার।
শুভেচ্ছা রইলো।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০
রুদ্র জাহেদ বলেছেন: সহজ সাবলীলভাবে কী মায়াবী সুন্দর ঘোরলাগা লেখা।এমন লেখা পড়ে প্রাণ জুড়িয়ে যায়। সামুতে নতুন লেখা পড়ে অনেক ভালো লাগল প্রিয় কবি
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
থ্যাঙ্কস রে। কি সুন্দর করে বললা যে!
শুভকামনা রইলো।
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৭
এডওয়ার্ড মায়া বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পেলাম ।
চাঁদগাজীর কথায় বেশ মজা পেলাম -
সম্ভবত তিনি আপনাকে অনেক আগে থেকেই চিনেন
নিখিল ভুবন কখনো আপনার ছিলো না; দখলবাজীর মনোভাব ছেড়ে দেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
জি অনেকদিন পর লিখলাম।
কি জানি ।হয়তোবা চেনে।
লেখায় তেমন কিছু ছিলনা।
শুভকামনা রইলো।
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: গুগল ম্যাপ- এ দেখি তোমার অবয়ব
শুধু তোমাকে দেখা হয়না।
তুমি আমায় দেখতে পাও না, কোন সাড়া দাও না
শুধু তোমাকে দেখবো বলেই বারবার ফিরে ফিরে আসি!
তুমি আমাকে দেখতে পাও না, তাই আমি তোমায় দেখতে পাই না
গুগল ম্যাপ- এ দেখি তোমার অবয়ব।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ।
শুভেচ্ছা নিন।
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: অসম্ভব মায়াময় লেখা! ছবি, শিরোনাম, পোস্টের ভেতরের কথাগুলো- সবকিছুই হৃদয়ছোঁয়া। অনেক পাঠকের মন্তব্যগুলোও খুব ভাল লেগেছে। + +
২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ আপনাকে। পাঠে কৃতজ্ঞতা।
পাঠকরাই তো লেখার জন্য অনুপ্রেরণা দেয়।
খুব ভালো লেখে অনেকেই।
ভালো থাকবেন। শুভেচ্ছা।
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
নস্টালজিক বলেছেন: ফিরে আসায় আনন্দিত, সাজি।
শুভেচ্ছা নিও।
০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ধন্যবাদ প্রিয় নস্টালজিক সবুজ রানা।
এই ফিরে আসার অপেক্ষায় আমিও ছিলাম।
শুভেচ্ছা সারাবেলার।
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
জনৈক অচম ভুত বলেছেন: অসাধারণ! মুগ্ধতা রেখে গেলাম।
০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: থ্যাঙ্কস।
আমি কিন্তু ভূত ভয় পাই।
ভয়ে কয়েকদিন এবাড়ি আসিনাই।
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
নিখিল ভুবন কখনো আপনার ছিলো না; দখলবাজীর মনোভাব ছেড়ে দেন।