নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

ছুটছি

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

একেকটা দিন পার হয়ে যায়।সূর্যালোকের সাথে বাতাসের অন্তরঙ্গতা দেখে খুব ভালো লাগে।
মনে হয়,বাতাসের সাথে রোদের মিতালীই শুধু একই রকম রয়ে গেছে ।প্রকৃতির টানগুলো এমনই।
সকালটা শুরু হয়েছিল এভাবে! শান্ত নরম রোদের সাথে।

আজ সকালবেলায় তোমাকে দেখলাম ।জানলাম তোমার জীবন বোধ। কি ভাবছো আজকাল!
ডালভাত,বেগুন ভর্তা আর শিমভাজিতেই আছো।
দিনেরবেলায় একটা সময় প্রিয় সাইকেল ভ্রমন।
রাস্তাটার নাম যেনো কি? ডু মরিয়ের,তাইতো? যদি ভুলে না থাকি!
সবুজ লেকের পানিতে শহরের একটা অংশের ছায়া পড়ে থাকে যেখানে,তার পাশ দিয়েই তোমার আসা যাওয়ার পথ।

আমি আজ এক চৌরাস্তার মোড়ে গাড়ি থামিয়ে বসে আছি। দূর থেকে আসা এক সাইক্লিস্টকে দেখে তোমাকে মনে পড়লো।
তখন তুমি হয়তো শহরের ছায়া পড়া সেই অদ্ভুত লেকটার কাছে বসেছিলে।
ভাবছিলে কবিতার ঘর ও বাহির।তুমি বলেছিলে,কবিতায় যে জীবনবোধ লেখা হয়,সেখানে কবিরা হলো পথিকের মত।

রবার্ট ফ্রস্ট তোমার প্রিয় কবি।আর সৈয়দ শামসুল হক।
আমার প্রিয় কবি হলে তুমি। একথা জেনে অহংকারী হয়ে গেলে তুমি।
যেনো ,"সোনার পালংকে গা। এগোতে সাতমহল,পিছাতে সাতমহল।"

আজ বিকালে আমি অনেকসময় ধরে হেঁটেছি। আমি হাঁটছি আর আমার চোখের সামনে পৃথিবীর নানান ঘটে যাওয়া ঘটনা দেখতে পাচ্ছি।
একসময় মনে হলো,মসুল এর ভাঙা বাড়ির পথঘাট এর মধ্যে আমি হাঁটছি।
কোন এক বাড়ি থেকে বের করে আনছে আহত শিশুদের!
আমার চোখ ঝাপসা হয়ে আসছে।আমি পালাচ্ছি!
এবার পৌছে গেছি ইতিহাসের পাতার এক অদ্ভুত মিশরীয় শহরে।
মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছি। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মরুযাত্রী। অচেনা মানুষগুলো ওদের ভাষায় কথা বলছে।
আমার ভীষন পিপাসা পেয়েছে।আমি পানির জন্য ছুটছি!
এরপর, এরপর আমি আলাবামার এক রাস্তায় দাঁড়িয়ে।
খোলা এক মাঠে বিশাল এক কনসার্ট হচ্ছে।গান গাইছে কেরী আন্ডারউড।"Something in the Water"
আমি মুগ্ধ হয়ে শুনছি। আমার বিস্ময়কে ছাপিয়ে যাচ্ছে সময়!

ক্লান্ত আমি হাঁটতে হাঁটতে থেমে গেলাম সেই লেকের ধারে।
তোমার সাইকেলটা দেখতে পাচ্ছি। একটা কাগজে লিখে গেছো,"কামিং"।
কতকাল ধরে আসছো তুমি ?কত নক্ষত্রকাল!

আসতেই তো চেয়েছো সারাজীবন! মানুষ তো আসবার জন্যই আশা করে।
অন্তরে বাহিরে সেই ইচ্ছা নিয়ে মানুষের পথ চলা।
হাঁটতে হাঁটতে।
দৌড়াতে দৌড়াতে।
কখনোবা সাইকেল কখনো বা গাড়িতে।
একটা সকাল এর শুরু থেকে এভাবেই কত অজস্র বিকালের স্বপ্ন বয়ে যায়।

আমি যাই অথবা তুমি আসো!
আমরা সবাই এভাবেই ছুটতে থাকি।
দেখা হতে হতেও আমাদের দেখা হয়না।
তবু
অপেক্ষা করে থাকি।
তুমি বলে গেছো,তুমি আসছো!
আমি বলেছি,আমি আসছি!
আমরা সবাই তাই ছুটছি!
ছুটছি!
ছুটছি!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

সাগর শরীফ বলেছেন: আমি যাই অথবা তুমি আসো!
আমরা সবাই এভাবেই ছুটতে থাকি।
দেখা হতে হতেও আমাদের দেখা হয়না।
তবু
অপেক্ষা করে থাকি।
অসম্ভব ভাল লাগল । +++++

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুভেচ্ছা জানবেন। পাঠে ভালোলাগা

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: উঃ, এত্ত সুন্দর কবিতা! খুব ভাল লাগলো!
আমি আজ এক চৌরাস্তার মোড়ে গাড়ী থামিয়ে বসে আছি। দূর থেকে আসা এক সাইক্লিস্টকে দেখে তোমার কথা মনে পড়লো।
- অসাধারণ একটি চিত্র এঁকেছেন কবিতায়। পাঠকেরাও দেখতে পাচ্ছে।
ভাবছিলে কবিতার ঘর ও বাহির। তুমি বলেছিলে, কবিতায় যে জীবনবোধ লেখা হয়, সেখানে কবিরা হলো পথিকের মত -- খুব সুন্দর! মন ছুঁয়ে যায়!
আমার প্রিয় কবি হলে তুমি। একথা জেনে অহংকারী হয়ে গেলে তুমি - হবেই তো! রবার্ট ফ্রস্ট ও সৈয়দ হককেও ছাড়িয়ে এত উপরে যে!! :)
একটা সকালের শুরু থেকে এভাবেই কত অজস্র বিকালের স্বপ্ন বয়ে যায় - অসাধারণ!
এক মাস পরে এসেও কবিতায় প্রথম ভাল লাগাটি রেখে গেলাম!

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর মন্তুব্য! অনেকবার পড়েছি।
উত্তর লেখা হয়নি ।আর বছর পর উওর দিচ্ছি বলে কিছু মনে করবেন না।

কবিতা যারা ভালোবাসা তার সবাই ভীষন শ্রদ্ধার আমার কাছে।
ভালো থাকবেন

৩| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

মেহবুবা বলেছেন: শুভকামনায় থেকো।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

সুলতানা শিরীন সাজি বলেছেন: কেমন আছো মেহবুবা?
যদি এই মেসেজ দেখো, যোগাযোগ করো। কথা বলার আছে।
ভালোবাসা নিও

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

মিথী_মারজান বলেছেন: অদ্ভুত মায়াময়!
অনেক সুন্দর!

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: কি সুন্দর একটা নাম ,মিথী।
অজস্রবার ডাকতে ইচ্ছে করে এমন একটা মিস্টি নাম।

মিথী মিথী মিথী মিথী মিথী মিথী মিথী
শুভেচ্ছা রইলো

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

বিজন রয় বলেছেন: আপনি ব্লগে!!!!!
কি সুন্দর।

এবার নতুন পোস্ট দেওয়া শুরু করুন।
নিয়মিত হন।

শুভকামনা রইল।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: মায়ার ঘোর এ পড়ে যাচ্ছি আবার।

শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.