নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

সুলতানা শিরীন সাজি

shazi১৯এট জিমেইল ডট কম আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,খুশী রই আপন মনে-বাতাস বহে সুমন্দ।সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,শুভক্ষণ হঠাৎ এলে তখনি পাব দেখা।ততক্ষন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,ততক্ষন রহি রহি ভেসে আসে সুগন্ধ

সুলতানা শিরীন সাজি › বিস্তারিত পোস্টঃ

(আবার ফিরে যাই ঝুমতলি)

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৮

রেললাইন বয়ে যায়।ভোরের প্রার্থনার বিপুল শক্তি।অন্ধকারকে আলো দিতে দিতে সকাল এগোয়! এমন সকাল এলেই ঝুমতলি যেতে ইচ্ছে করে! কুয়াশাঘেরা এক স্টেশনের রেললাইন ধরে হেঁটে যেতে ইচ্ছে করে। কালো রং শাড়িতে কুঁচ ফলের সমাহার! ও হেঁটে যাচ্ছে !
কখন যে ওর পাশে হাঁটতে শুরু করেছি! ও গুনগুন করে গাইছে,”যেতে যেতে, ওগো প্রিয়, কিছু ফেলে রেখে দিয়ো
ধরা দিতে যদি নাই রুচে…..”
গানটার শেষ দুটো লাইন ও বারবার ঘুরেফিরে গাইছিল আর আমি শুরুটা শুনবো বলে তখন কান পেতে আছি!
ও বুঝতে পারে, ও আমার দিকে না তাকিয়েও বুঝতে পারে আমি ওর পাশেই আছি! ও গলাটা একটু উঁচু করে গাইতে শুরু করে, “কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে।
ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে॥”
আমি মুগ্ধ হয়ে যাই! ওকে ভীষন জড়িয়ে ধরতে ইচ্ছে করে।
দূরথেকে সিগন্যালে আ্টকে পড়া ট্রেনের ইঞ্জিনের আলো দেখি। কুয়াশা ভেদ করে আসতে থাকে পু ঝিকঝিক করে,
আমি ওর হাত ধরে হলুদ সরিষা ক্ষেতের আইল ধরে এগোই। ও হলো আমার স্বপ্নের অপরুপা! কতবার কত জায়গায় ওর সাথে দেখা হয় আমার!
মহাসড়কের পাশেই বাস স্টপেজ টা।দূরের এক শহরের বাসযাত্রায় আজ ওকে সংগে নেই। পাশে বসেই খুশিতে কলকল করতে থাকে ও। অনর্গল ফরাসি ভাষায় কথা বলে! আমার অবাক হওয়াকে অবাক করে দিয়ে একটা কবিতা বলতে থাকে!
আমি বুঝতে পারি এটা অন্য কারো লেখা নয়!
এটা এই মূহূর্তের একদম ফেনা ওঠা কফির মত সতেজ কবিতা!
ও ওর ঝোলানো ব্যাগের ছোট্ট ফ্লাস্ক থেকে কফি বের করে আমাকে দেয়। মুখের মাস্ক সরাতেই আমি ওর দিকে মুগ্ধ তাকাতেই ও হেসে গলে পড়ে। ও হাসলে ওর মুখ, ওর চোখ ওর কোঁকড়া চুল, সব হাসে!
ইশারাতে ও কফির গ্লাসে চুমুক দিতে বলে!
আজ এখানে তাপমাত্রা এক! মেঘলা দিন, বাতাসে শীত ঘন হয়ে আছে! ও বলে এই শীত ওর কাছে কিছুই না। ও হলো উত্তর থেকে উড়ে আসা তুষার কন্যা !
কথার মাঝেই ও চাপিয়ে নিয়েছে লাল ওভারকোট।বাসের ড্রাইভার ওকে শাড়ির সৌন্দর্য নিয়ে প্রশংসা করে! ও হাসিতে ঝলমল করে ওঠে আবার!
আমার চোখ সরেনা!
আমি পথের ধারের লেনিনের মত মূর্তি হয়ে যাই!
ওকে নিয়ে আমি ঘুরে বেড়াই!
জলপাইগুড়ির চা বাগান থেকে রাশিয়ার কত শহর!
ভেনিসে যাবার কথা বলেছিলাম একবার! মাথা নেড়ে বলেছিল, ওর সবচেয়ে প্রিয় মানুষকে নিয়ে সেখানে যাবে ও!
সারারাত নৌকায় ঘুরে বেড়াবে!
ওর সেই প্রত্যাশার চোখ দেখে, আমার ইচ্ছে করেছিল ব্যাংকের মেশিন থেকে সব অর্থ তুলে এনে ওর জন্য একটা প্রেমিক কিনে আনি! যে,ওকে ওর চাওয়ার মত ভালোবাসবে!যে,ওর চোখের থেকে ঝরে পড়া প্রতিটা চোখের জল দিয়ে একটা পাতাবাহার বাগান বানাবে।যে, ওর বুকের ভিতর একটা নক্ষত্রের বাগান বানাবে!
আমি ওর মতই বিশ্বাসী হয়ে যাই! ওর জন্য শুভবোধের অর্ঘ্য সাজাই!
এভাবেই চলতে থাকে জীবন!
ঝুমতলি থেকে শুরু হওয়া সেই স্বপ্নরা চোখের ভিতর কত স্বপ্নর মালা বোনে!
সেখানে পাত্রপাত্রী হয়ে যাই, আমি তুমি সে ও সবাই….

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:১০

হাসান মাহবুব বলেছেন: কতদিন পর সাজি আপা!
কেমন আছেন? কালকেই অনিন্দিতার সাথে কফি খেতে খেতে আপনাকে নিয়ে কথা হচ্ছিলো, কেন এখন আর ব্লগে আসেন না। আজকেই আপনার লেখা পেলাম!

আপনার চোখ দিয়ে দেখলাম সুন্দর!

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৫

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেকদিন পর রে। সেদিন তোমাদের দেখা হবার গল্প শুনছিলাম। মাঝেমাঝেই মনেহয় প্রতিদিন ব্লগে বসবো। বসি না তা কিন্তু না। কিন্তু অনেকদিন না এলে যা হয়,সব অচেনা লাগে। এবার নিয়মিত বসবো। ভালোবাসা নিও ।

২| ২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

জুল ভার্ন বলেছেন: স্বাগতম।
শুভ গৃহপ্রত্যাবর্তন।
বহুদিন পর তোমাকে ব্লগে দেখে ভালো লাগছে।
নিরন্তর শুভ কামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪২

সুলতানা শিরীন সাজি বলেছেন: ভাইয়া আপনি আবার ব্লগে বসেন। ব্যপারাটা আনন্দের। আমিও আসবো বলেই বসছি আজকাল। দেখি পারি কিনা! সবাই কই? সহেলী, মেহবুবা, কালবেলা,কালপুরুষ, উত্তরাধিকার? সেই যে, সবুজ রানা,চিকন মিয়া,নাঈম,সুনীল সমুদ্র, দেবদারু,শিরীষ, রুবেল,তুষার,পথিক,শামসীর যাযাবর, শেখ জলিল, লাল দরজা সহ আরো কত কে!
শুভেচ্ছা সারাবেলার ভাইয়া

৩| ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪২

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ রাজীব। পাঠে ভালোলাগা। শুভেচ্ছা

৪| ২৭ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: আপুনি
সব সময় এসো কবিতা নিয়ে এমন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: তোমাকে দেখি আর কত কিছু যে মনে পড়ে।সব বদলে গেলো। তুমি তেমনি আছো,আগের মত। ভালোবাসা শায়মা।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২২

ইসিয়াক বলেছেন: শুভ কামনা রইলো আপু।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৩

সুলতানা শিরীন সাজি বলেছেন: শুভকামনা ইসিয়াক।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই আবেগাপ্লুত হলাম আপু। পুরোটা লেখা জুড়ে বিষণ্ণতা বেদনা ছড়িয়ে আছে মনে হচ্ছে। কেন জানি না। লেখাটা কি বেদনা প্রকাশ করে? গল্পের প্রেমিকার জন্য অমন একজন প্রেমিক হতে ইচ্ছে করে, যেমন করে প্রেমিকের মনটাকে গল্পে এঁকেছেন। গল্প না বলি, এটা একটা কবিতা। উপমাগুলোর প্রয়োগ লেখাটাকে অনেক হৃদয়গ্রাহী করেছে। ছোট্ট, কিন্তু কত বিশাল ভাবনা গর্ভে ধরে আছে।

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম আপু। শুভ কামনা আপনার জন্য সবসময়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৭

সুলতানা শিরীন সাজি বলেছেন: ি সুন্দর করে বললেন খলিল ভাই। আমাদের এই কমেন্টগুলো ব্লগ জীবনের পরম পাওয়া। এইসব কমেন্টের ঘরে কথা বলেই একদিন আমরা নিজেদের চিনেছিলাম। কবিতা গল্পের সেই চেনা ফেইসবুক জীবনের চেয়ে বেশি মহার্ঘ্য মনে হয় আমার কাছে। মাঝে মাঝে খুব একলা লাগে যখন,কতদিন নিজের লেখার কমেন্টগুলো পড়েছি,পড়ি। অনেক ভালো লাগে।

আশাকরি ভালো আছেন। শুভকামনা সারাবেলার। আমাদের ব্লগ পরিবারের সবাই যে যেখানে আছে,যেনো ভালো থাকে।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: মন ভালো হয়ে যায় আপু আপনাদের দেখলে, কী মায়া লেখায় !

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: এই ব্লগবাড়ির মত মাতা পৃথিবীর কোথাও পাইনি মনিরা।
ভীষন আপন এই বাড়ি। লেখি বা না লিখি এখানে এসে বসে থাকলে নির্মল বাতাস বয়ে যায়।সুখ জাগানিয়া কত স্মৃতি এখানেই। ভালোবাসা নিও। পাঠা ভালোলাগা

৮| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর ব্লগে প্রত্যাবর্তনে সুস্বাগতম!

"ভোরের প্রার্থনার বিপুল শক্তি" - অসাধারণ একটি পর্যবেক্ষণ জীবন থেকে তুলে এনেছেন। খুবই সত্য কথা।

খুব সুন্দর একটি শব্দচিত্র এঁকেছেন। ছোটবেলা থেকেই আমার রেলে যাতায়াত ছিল। তাই খুব ভোরে কুয়াশাঘেরা ট্রেনলাইন ধরে হাঁটা এবং স্টেশনের প্লাটফর্ম থেকে দেখা, কুয়াশা ভেদ করে আসা রেল-ইঞ্জিনের কুয়াশাচ্ছন্ন আলোর ছটার মায়াবী দৃশ্যটা আমার অতি পরিচিত। তাই 'ঝুমতলি'র স্বপ্নের' নস্টালজিয়ায় আমিও আক্রান্ত হ'লাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৪৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: কি সুন্দর বললেন।
পাঠে ভালালাগা। শুভেচ্ছা রইলো ভাই।

৯| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
এমন প্রাণবন্ত জীবনের হাস্যোজ্জ্বল সূর্য এঁকে তুলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশাকরি আপনার এবারের আগমন খুব স্থায়ী হবে। আপনার ব্যস্ততার ফাঁকে আমাদেরকে দেওয়া এমন আলো আমরা সবসময় চাই। আশাকরি ভালো আছেন খুব।
শুভকামনা জানবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ। আশাকরি নিয়মিত হবো আগের মত।
আলো ছড়ানো তো সহজ কথা না, তবু এই আলোর বাড়িতে আসলে নিজেই আলোকিত হই।
শুভেচ্ছা রইলো।
অনেক অনেক শুভকামনা ।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৫

রোবোট বলেছেন: ওয়েলকাম ব্যাক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: ধন্যবাদ ।শুভেচ্ছা রইলো।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২১

মেহবুবা বলেছেন: কতদিন পর সেই তোমার মত করে লিখে দিলে! কত্ত ভাল তোমার লেখার হাত!
হাতের লেখা কেমন কে জানে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২১

সুলতানা শিরীন সাজি বলেছেন: কতদিন পর মেহবুবা। কেমন আছো?
:) তোমার ঠিকানা দিও।
হাতের লেখায় চিঠি দিবো। ভালোবাসা নিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.