নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই, জানাতে চাই।

http://www.sometimeinblog.com/

সুমাইয়া আক্তার+

http://todaysbd.com/

সুমাইয়া আক্তার+ › বিস্তারিত পোস্টঃ

থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র - ১

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

থাবা বাবার শুক্রবারের ফেসবুক স্ট্যাটাস. . . . .

থাবা বাবা shared a link. Friday near Dhaka

কোথায় কিভাবে বর্জন করতে হবে তার রুপরেখা নির্ধারন করাটা খুব জরুরী। কারন আমাদে দৈনন্দিন জীবনে কোথায় নেই তারা... একতা বাদ দিয়ে অন্যটাতে যাব, সেখানেও তাদের সেবাই নিতে হবে! আজকে যে ইন্টারনেট সেবা নিয়ে আমরা অনলাইনে আন্দোলন করছি তার মধ্যেও তো জামাতি অংশ আছে... তার মানে কি সর্ষেতে ভূত নাকি আমরা পয়সা দিয়ে নেটের বাইটস কিনছি বলে সেটা সিদ্ধ!



একটু চিন্তা করা দরকার... একটা সুনির্দিষ্ট গাইডলাইন খুব জরুরি! কারন জামাতি প্রতিষ্ঠান বলে যাদের বয়কট করবো, তার মালিকানা রাতারাতি বদলে যেতে পারে... সিম্পল শেয়ার আদান প্রদানেই মালিকানা বদলে যাবে!



তবে আমার জায়গা থেকে একতা জিনিস আমি বলতে পারি, পরিচিত জামাত সংশ্লিষ্ট পন্য ও প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে বর্জন করুন, যেমন তাদের মূল কাগজ সংগ্রাম বা শিক্ষা প্রতিষ্ঠান-কোচিং ও তাদের সাংস্কৃতিক সংগঠন!



থাবা বাবা shared আজাদ মাস্টার's status. Friday

তাইলে শিরোনামহীন আর কি দোষ করলো!

হায়দার হুসেন দেখি প্রজন্ম চত্বর নিয়ে গীত লিখছেন মজার ব্যাপার হচ্ছে কয়েকদিন আগে এই একই ব্যক্তি দিগন্ত টিভির জন্মদিন উপলক্ষেও গীত রচনা করছিলেন । দিগন্ত টিভির বার্থডের কেক পুলাও খেয়ে প্রজন্ম চত্বরের জন্যে যে গান লেখা হয় সেই গানের স্থান আস্তাকুঁড়েতে



থাবা বাবা shared a link. Friday near Dhaka

তিন মিনিটের জন্য শাহবাগ হলো দেশ

তিন মিনিটের জন্য দেশটাই সাহবাগ।

এ হলো নতুন যুগের জন্ম আকাশে পূর্ব-রাগ।



তিন মিনিটের নিরবতা হলো যুগের আঁতুর ঘর

গনতন্ত্রের অভিষেক হবে দুনিয়ায় এর পর।



তিন মিনিটের জন্য শাহবাগ হলো দেশ

তিন মিনিটের জন্য দেশটাই সাহবাগ।

এ হলো নতুন যুগের জন্ম আকাশে পূর্ব-রাগ।



শহীদ যোদ্ধা বীরাঙ্গনারা ইতিহার জুড়ে জাগে

যৌবন যায় ইতিহাস গড়ে আজকের শাহবাগে।



দূর থেকে তবু আমিও সামিল সামিল অন্যরাও,

বুড়ো সুমনের একটাই কথা আমায় সঙ্গে নাও।



তিন মিনিটের জন্য শাহবাগ হলো দেশ

তিন মিনিটের জন্য দেশটাই সাহবাগ।

এ হলো নতুন যুগের জন্ম আকাশে পূর্ব-রাগ।



থাবা বাবা shared a link.Friday near Dhaka

শাহবাগে রাতভোর

স্মৃতিতে একাত্তর,

নব ইতিহাসে সাক্ষী রইলো

প্রজন্ম চত্বর।



স্লোগানে স্লোগানে কাঁপে

লাখো নবীনের বুক,

ছেলেমেয়েদের মুখেই আমার

বাংলাদেশের মুখ।



শাহবাগে রাতভোর

স্মৃতিতে একাত্তর,

নব ইতিহাসে সাক্ষী রইলো

প্রজন্ম চত্বর।



হাত ধরে ছেলেমেয়ে

মুক্তির গান গেয়ে,

জেগে আছে আজ প্রহরীর মতো

আসল বিচার চেয়ে।



শহীদ জননী দেখছেন

জাগরন প্রস্তুতি,

সুফিয়া কামাল কাছেই আছেন

বিদ্রোহী নাতি-পুতি।



শাহবাগে রাতভোর

স্মৃতিতে একাত্তর,

নব ইতিহাসে সাক্ষী রইলো

প্রজন্ম চত্বর।



থাবা বাবা Friday near Dhaka

সোজা আঙ্গুলে ঘী ওঠে না... তার জন্য চাই লম্বা চামচ! আর আলু পোড়া ঘী দিয়া খাওয়ার মজাই আলাদা!



খুব খিয়াল কৈরা!



থাবা বাবা Friday near Dhaka

'জয় বাংলা' আর 'জয় বঙ্গবন্ধু' বাঙ্গালীর দুটো স্লোগান। বাংলাদেশের ৭৫ পরবর্তী সুবিধাবাদী রাজনৈতিক দলেরা এইদুটকে আওয়ামী ট্যাগ দিয়ে সর্বসাধারনের জন্য ব্রাত্য করে দিল সাথে নিয়ে এলো একটা উর্দু স্লোগান 'বাংলাদেশ জিন্দাবাদ'। কী হাস্যকর... একুশের চেতনায় উজ্জীবিত বাঙ্গালী নিজেদের অস্তিত্ব প্রকাশের স্লোগান দেয় উর্দুতে!



প্রজন্ম চত্বরে 'জয় বাংলা'র মুক্তি ঘটেছে, বঙ্গবন্ধুও মুক্ত হবেন!



থাবা বাবা Friday near Dhaka

আমার একজন ফেসবুক বন্ধ কিছুখন আগে একটা মন্তব্য করেছেন...



"অনেকে বলেন না, "আমার সোনার বাংলা" আগে রবীন্দ্রসংগীত, পরে জাতীয় সংগীত!! বঙ্গবন্ধুও আগে আওয়ামীলিগের, তারপরে বাঙালীর।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এটা কখনই মুক্তিযুদ্ধের শ্লোগান হতে পারেনা। তারপরে যখন "এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে" শুরু করবে, তখন কি থামাতে পারবেন?"



থাবা বাবা shared Nirmalendu Goon's status. Friday

"জয় বাংলা -জয় বঙ্গবন্ধু"

'জয় বাংলা' থেকে 'জয় বঙ্গবন্ধু' বিচ্ছিন্ন কোন শব্দ নয়।'জয় বাংলা' শব্দ দুটোর পরে,'জয় বঙ্গবন্ধু' শব্দ দুটো উচ্চারিত না হলে সেটা ‘অর্ধসত্য’ বলা হবে।

'সত্য' বলতে না পারলে 'অর্ধসত্য' কথা বলা থেকে বিরত থাকা উচিত।



"জয় বাংলা -জয় বঙ্গবন্ধু"



চলবে ......

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

রাজী৭১ বলেছেন: থাবা বাবা, বাংলাদেশ তোমায় মনে রাখবে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: ধন্যবাদ আপনাকে। থাবা বাবার আরও স্ট্যাটাস নিয়ে পরের পোস্ট কবে পাচ্ছি?

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৪

রকসটারডিমটিবি বলেছেন: ২০১০ এর স্ট্যাটাস গুলো দয়া কোরে পোস্ট কোরবেন :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

লিন্কল্ন বলেছেন: থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস পড়ে মনে হলে তিনি যে শুধু নাস্তিকতা নিয়ে লিখেছে তা নয়, দেশকে নিয়ে লিখেছেন। ভালো লাগল। খুশি হতাম যদি শুনতাম তিনি ফেসবুকে নাস্তিকতা নিয়ে লিখেন নাই।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

জাহিদ হাসান বলেছেন: থাবা বাবা (রাজিব ) আমৃত্যু আমার ফেসবুক ফ্রেন্ড ছিল ।
তাই তার প্রতিটি স্ট্যাটাসই দেখেছি ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

জিয়ান আহমেদ বলেছেন: দেশকে নিয়ে কবিতা লিখলাম কিন্তু দেশের অধিকাংশ মানুষের(মুসলমান) মনে আঘাত দিলাম, এটা তো ঠিক না। just like আমি আমার বাসা সুন্দর করে সাজালাম আর পরিবারের মানুষদের torture করলাম। প্রকৃত দেশপ্রেমিককে দেশ ও দেশের মানুষকে সমানভাবে ভালবাসতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.