| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিণ কোরিয়ার Gyeongbok Palace- যেন ধ্বংসস্তুপ থেকে উঠে দাড়াঁনো এক ফিনিক্স পাখি !
দক্ষিণ কোরিয়ার রাজধানীতে পর্যটন স্পটগুলোর মধ্যে প্রধানতম আর্কষণ গুলোর একটি Gyeongbok Palace। কোরিয়াকে ৫০০ বছরেরও বেশি শাসন করা Joseon সাম্রাজের সূচনাকালে প্রথম রাজা কিং তাইজোর সময়ে ১৩৯৫ সালে প্রথম নির্মিত হয় ।
এর পরের ইতিহাস শুধূ ধ্বংস আর গড়ার । ১৫৯২ সালে জাপানী দখলদারিত্বের সময় এটি দখল করে পুড়িয়ে ছাই করে দেয় তারা। প্রায় তিন শতাব্দী পরে ১৮৬৭ সালে Joseon সাম্রাজ্যের উত্তরসুরী ”প্রিন্স গুন” প্রায় সাড়ে চার লক্ষ বর্গমিটার জায়গা জুড়ে প্রায় ছয় হাজার কক্ষ ও ৩৩০ বিল্ডিং বিশিষ্ট এই প্রাসাদ পুনঃ নির্মাণ করেন । এর পর থেকেই এটি কোরিয়ান জাতির রাজকীয় ’আইকন’ হিসেবে পরিচিত পায় ।
১৯১১ সালে আবারো জাপানী সাম্রাজ্যবাদী শক্তি কোরিয়াকে দখল করলে বেশিরভাগ রাজপ্রাসাদ ভেঙ্গে ফেলা হয় । কোরিয়ান যুদ্ধের সময়ও অনেক গুলো ধ্বংস হয় । পরবর্তীতে স্বাধীন কোরিয়া সরকার ১৯৮৯ সালে এটিকে পুনঃ নির্মাণ করার জন্য ৪০ বছর মেয়াদী প্রকল্প হাতে নেয় । ২০০৯ সাল পর্যন্ত মাত্র ৪০ শতাংশ আগের অবস্থায় নেয়া সম্ভব হয়েছে ।
ন্যাশনাল প্যালেস মিউজিয়াম সহ কয়েকটি জাদুঘরও এখানে রয়েছে ।
প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে কোরিয়ান ঐতিহ্য ও ইতিহাস জানতে এখানে ঘুরতে আসেন ।
ভিডিও দিলাম নিজের তোলা । আশা করি ভালো লাগবে ।
©somewhere in net ltd.