![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ কেউ না। লিখতে ভালোবাসি। কারো ভালো লাগলেও লিখি, না লাগলেও লিখি!পেশায় ছাত্র! ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা একজন আলোকিত মানুষ হওয়ার।আর কিছু নেই!
একাকী পথে যাইতে বাড়ি দেখেছিনু যা রেলে
গায়ের লোম হইল খাড়া শীতল রক্ত-স্রোতে।
বার কি তেরোর একটি মেয়ে ধুলোয় সিক্ত কেশ
কৃষ্ণবরণ, গন্ধ ছড়ানো ছেড়া-তালি তার বেশ।
অবলা ললনা, লুপ্ত জ্ঞান, রাস্তায় বসবাস
পাগল বলিয়া দেখেনা কেহ, নিয়তির পরিহাস!
জীর্ণ দেহে ধরিয়া শিশু নিজের বক্ষপটে
কলঙ্ক লেপন গিয়াছে ছড়ায়ে, লজ্জা সর্বতটে।
ক’জন যুবক আসিল হাঁটিয়া, কহিল হাঁক ছাড়ি
কেমনে করিলি এহেন কর্ম? হাসিতে হাসিতে মরি!
বাঁধা দিল না আসিয়া কেহ, দেখিল থাকিয়া চাহি
কত যে খারাপ বকিল তারে, বলিতে নাহি পারি!
শুধালাম পাশে দাঁড়িয়ে থাকা অচিন পথিক পানে
বলিল হাসিয়া,- ‘পাপের ফসল, নেহায়েত পথজনে’
আনত নয়নে ছিলেম তাকায়ে অবুঝ নারী মুখ
খিল খিল করি উঠিল হাসিয়া বাতাসে মেলিয়া দুখ।
ফ্যাল ফ্যাল করি থাকিল চাহিয়া নিজের বক্ষ পানে
ফিসফিস করি কি যেন কহিল নিজেই নিজের তরে!
বুকের মাঝে জমিল ব্যাথা, চোখের কোণে জল
নিজের বিবেক হইল বোবা, মানবতা বিফল।
কোথায় থাকে মানব-ধর্ম? কোথায় বিবেক তরী?
অবুঝ জমিন পাপের বীজে দিয়েছে যখন ভরি?
এমন সমাজ চাহিনা আমি, ভদ্র মুখোশধারী
নিকুচি করি এমন সমাজ, ঘৃণায় মন ভরি।
পশুর জীবন ছাড়িয়া যুবা কর গো পাপের নাশ
চাঁদের আলোয় আলোকিত কর আঁধার এ সমাজ।
©somewhere in net ltd.