নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবিনের আলো

নবিনের আলো › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি যেখানে এগিয়ে নিয়ে যায় সমাজ সেখানে বাধা হয়ে দাঁড়ায় !

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৯

সৃষ্টি কর্তা মানুষকে বিভিন্ন আকৃতি এবং বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন । মানুষ জন্মের পর থেকেই সময় অতিবাহিত হবার সাথে সাথে একটার পর একটা প্রকৃতিগত পরিবর্তন এবং বৈশিষ্ট্য লাভ করে । এরই ধারাবাহিকতায় ছেলে-মেয়েরা একসময় শৈশব থেকে যৌবনে পদার্পণ করে ।জন্মের পরপরই একটা শিশুর প্রধান চাহিদা থাকে শুধু মাত্র দুধ । বড় হবার সাথে সাথে তার খাদ্যাভাসের পরিবর্তন আসে এবং খাবারের পরিমাণও বাড়তে থাকে যা আমরা সবায় জানি এবং মানি ।কিন্তু যৌবনে পদার্পণ করার পর একজনের শুধু মাত্র খাবার চাহিদায় থাকেনা তার ভেতর জৈবিক চাহিদাও স্বাভাবিকভাবে চলে । খাদ্যের কথা সবাইকে বলতে পারলেও জৈবিক তথা যৌন চাহিদার কথা সবাইকে বলতে পারেনা ।
এমতাবস্থায় তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে এটা নিবারন করার চেষ্টা করে । সমাজ ব্যাবস্থার কারনে পরিবারকে এসব কথা বলতেও পারেনা অন্যদিকে পরিবারের বয়স্করা বুঝলেও তা এড়িয়ে যায় । তারা নানান ভাবে নিজেদের দায়দায়িত্ব এড়িয়ে যাবার চেষ্টা করে । সবশেষে ছেলে সন্তান যদি লেখাপড়া করে তাহলে বলে যে, পড়া শেষ হলেই বিয়ে দিয়ে দিব ।যখন পড়া শেষ হয় তখন বলে বিয়ে করলে বৌ কে ত খাওয়াতে হবে তাই একটা কর্মসংস্থান হলেই বিয়ে দিয়ে দিব ।
এরপরই শুরু হয় আসল খেলা, সন্তান যখন নিজের পায়ে দাড়াই তখন পরিবারের সবার মাঝে সন্দেহ ঘনীভূত হয় যে, বিয়ে দিলে সে আলাদা হয়ে যাবে-ঠিক মত খরচ দিবেনা সুতরাং বিয়েটা যতোটা সম্ভব দেরিতে দেয়াই ভাল। আর এক্ষেত্রে নিকট আত্মীয়রা অনেক সময় অনুঘটকের কাজ করে ।
এদিকে সন্তানের বয়স বাড়তে থাকে । সেও নিজেকে এসময় নিজেকে নিঃসঙ্গ অনুভব করে আর বুঝতে পারে তারও কাওকে না কাওকে তার প্রয়োজন জীবনের বাকি দিনগুলো সুন্দরভাবে অতিবাহিত করার জন্য । ফলে সেই ছেলেটি আর পরিবারের সিদ্ধান্তের অপেক্ষা না করে নিজেই বড় একটা সিদ্ধান্ত নিয়ে বসে । যা অনেক সময় পরিবারের চিন্তার বাইরে চলে যায় এমনকি অগ্রহণযোগ্য হয়ে দাড়ায় ।এভাবে ভুল-বুঝাবুঝি থেকে বৈরিতার সৃষ্টি হয় যা চাইলেই এড়ানো সম্ভব ছিল ।
এসব ব্যাপারগুলোতে আমাদের সমাজের গুরুজনেরা একটু সতর্ক থাকলে অনেক যৌথ পরিবার হয়ত ভেঙ্গে যেতনা, সৃষ্টি হতনা পারিবারিক কলহ ।সবাই অনেক সুখে-শান্তিতে থাকতে পারত

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.