![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি আমার দেখা, শোনা আর অনুভবের গল্প। কল্পনা আর বাস্তবের মিলনে গড়ে তুলি নতুন এক জগত। কলমে আমি হলো আমার একান্ত লেখা, শুধু আমার নিজের শব্দের ভুবন।
✨ দুর্গাপূজার শুভেচ্ছা ✨
এ উৎসব আমাদের জীবনে আনুক আনন্দ, মিলন আর ভালোবাসা। পরিবার, বন্ধু ও আপনজনদের সঙ্গে কাটুক সুন্দর মুহূর্ত। সবার জন্য রইল শুভকামনা।
২| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন:
৩| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৫
নজসু বলেছেন:
*শুভ বিজয়া দশমী!*
শুভ শক্তির জয় হোক,
আলোয় ভরে উঠুক জীবন,
ভালবাসা, শান্তি আর আনন্দে ভরে উঠুক প্রতিটি দিন।
কেটে যাক সকল আঁধার।
শুভ বিজয়া!
৪| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
দুর্গা গল্পে থাকুক, দুর্গাকে অপশক্তির হননকারী হিসেবে নিয়ে দুর্গা উৎসব পালন করা হোক, পুজা করা বন্ধ হোক।
০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
সুম১৪৩২ বলেছেন: ধর্ম বর্ণ নির্বিষে প্রাণ দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আফসোস কিছু মানুষ রুপি জানোয়ার ওই স্বাধীনতার সুযোগ নিয়ে নাম পরিবর্তন করে চলে।
সব সময় মনে রাখতে হবে একটা কথা, ছাগলদের জন্য ধর্মীয় উৎসব না। ২০২৪ এ সময় যে লাঠি নিয়ে রাস্তায় ছিলাম , ওই লাঠি এখনো সযত্নে রেখে দিয়েছি, প্রয়োজন হলে ওই লাঠি আবার বের করে ওই জানোয়ারদের, আবার ধোলাই দিবো।
যে সব হিন্দু ভাইরা ওই ছাগল এর কমেন্ট পড়ছেন, তাদের বলছি ignore করেন ওই ছাগল কে
৫| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৩
মৌরি হক দোলা বলেছেন: বিজয়া দশমীর শুভেচ্ছা।
৬| ০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২০
আবেদি১২৩ বলেছেন: আরে @জেনারেশন একাত্তর , কেমন আছো ভাইজান , তোমারে তো দেখেই না , তুমি তো আমার ........ খাইয়া আমার রিপ্লাই রিমুভ করে দিসো। আবার দেখি তোমার কপি পেস্ট ব্লগ থেকে ব্লক ও মারস। ব্যথা কি বেশি পাইসিলা ভাইজান, বেশি ব্যথা পাইলে ভদ্র হয়ে যাও , না হলে তো বুজতেই পারছো , তোমার মতো মাল , আমার ভয়ে রিপ্লাই মুঝে ফেলো আবার ব্লক ও মারো , বুজতো তো আমি কি মাল
৭| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি জুলাই আন্দোলনের কোন ফেইজে রাস্তায় নেমেছিলেন? কোটা আন্দোলনের শুরু থেকেই ছিলেন নাকি? আপনি না আয়ারল্যান্ড থাকেন?
০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১২:১৫
সুম১৪৩২ বলেছেন: কুতুব ভাই, আমি অনেক আগেই দেশে ফিরে এসেছি। আমার আগের লেখাগুলোতেও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে—যেমন ‘ইমার্জেন্সি ল্যান্ডিং’ লেখাতেই আছে। আশা করি এখন আপনার ভুলটা কেটে গেছে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৯
বিজন রয় বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা।
পৃথিবীর সকল মানুষ সুখী হোক, ভালো থাকুক।