| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুম১৪৩২
আমি লিখি আমার দেখা, শোনা আর অনুভবের গল্প। কল্পনা আর বাস্তবের মিলনে গড়ে তুলি নতুন এক জগত। কলমে আমি হলো আমার একান্ত লেখা, শুধু আমার নিজের শব্দের ভুবন।
নভেম্বর মাসটা আমার জন্য অন্যরকম। খুবই অন্যরকম। কেন—সেটা বলার আগে ছোট্ট একটা ঘটনা বলি।
তারিখটা ৩ নভেম্বর, ২০২৫।
প্রকাশক থেকে সেদিন ফোন এল—
“আপনার বই আমাদের হাতে এসেছে। একটু সময় হলে সৌজন্য কপিগুলো নিয়ে যান।”
আমি তখন অকারণে খুব ব্যস্ত থাকার ভান করে বললাম—
“আসবো… তবে ৫, ১০, ১৩ বা ১৭ নভেম্বরের একদিন।” আরও বললাম—
“ইচ্ছে আছে ১৩ বা ১৭ তারিখেই নিব।”
প্রকাশক হকচকিয়ে জিজ্ঞেস করলেন—
“তারিখগুলো এমন সাজানো কেন?”
আমি হেসে বললাম—
“এমনি… মনে হল।”
কথাটা আসলে সত্যি নয়। এসব তারিখের পেছনে কারণ আছে। এক এক করে বলি—
৫ নভেম্বর—আমার আব্বার জন্মদিন।
আমরা কোনোদিন সেটা পালন করিনি। আমার মনে হয়, আম্মাই হয়তো মনে মনে আব্বাকে উইশ করতেন। ঘরের ভেতরে, নরম গলায়।
---------------------------------------------------------------------------------------
১০ নভেম্বর—আব্বার মৃত্যুদিন।
এই একই দিন নূর হোসেনও শহীদ হয়েছিলেন।
নূর হোসেনকে আমি ছোটবেলা থেকেই অদ্ভুতভাবে ভালোবাসতাম। বুকের ওপর, হাতে–পায়ে কলম দিয়ে লিখতাম — “গণতন্ত্র মুক্তি পাক”–জাতীয় কিছু। বড়রা বকা দিতেন। তবু লিখতাম।
এরশাদ পতন আন্দোলনের সময় আমার আব্বা আমাকে নিয়ে রাস্তায় যেতেন। খুব ছোট ছিলাম, তেমন কিছু বুঝতাম না, তবু মিছিল করতাম। যখন ক্লান্ত হয়ে যেতাম, আব্বা কোলে তুলে নিতেন। আব্বার কথা আর লিখব না… লিখলেই চোখে পানি এসে যায়। পরে লিখব।
সেই সময়কার বাংলাদেশ আর্মি নিয়ে একটা মজার স্মৃতি আছে, বলতে ইচ্ছে হচ্ছে—
আমরা এলাকার ছেলেরা রাস্তায় খেলা–ধুলা করতাম। তখন আর্মি দেখলেই কেমন যেন খেপানোর চেষ্টা করতাম। যখনই আর্মিরা আমাদের ধাওয়া দিত, আমরা দূরের একটা স্কুলের দেয়াল টপকে লুকিয়ে থাকতাম। একটু পর আবার বের হয়ে হাসাহাসি করতাম। বলতাম—‘ওওরা আমাদের ধরতেই পারে না!’ আরও অনেক কথা ……..
সেই বয়সে সত্যিই তাই মনে হতো। এখন বুঝি—ওরা চাইলে দু’মিনিটেই ধরে ফেলতে পারত। কিন্তু ধরে নি। কেন ধরেনি? কারণ তারা রাগী মানুষ নয়—হৃদয়বান মানুষ ছিলেন। শুধু একটু ভয় দেখাতে চাইতেন।
আমি এখনো বিশ্বাস করতে চাই—সেই দিনের হৃদয়বান আর্মিরা এখনও এই দেশে আছে।
---------------------------------------------------------------------------------------------------------------------
আজ বাকের ভাইয়ের ফাঁসি হবে। সেই দিন আমি এলিফ্যান্ট রোডে এক বন্ধুর বাসায়। অ্যাপার্টমেন্টের ওপরের তলায় থাকতেন একজন লেখক—যিনি আমাকে বই পড়তে শিখিয়েছেন।
নাম তাঁর—হুমায়ূন আহমেদ।
সেদিন তিনি নিজে সবার বাসায় গিয়ে বলছিলেন—
“আজকের দিন গাড়িগুলো একটু অন্যখানে রাখেন।”
তিনি যখন আমার বন্ধুর বাসায় এলেন, আমি প্রথমবার তাঁকে দেখলাম। আর সেই দেখাটাই শেষ দেখা। কিন্তু বইয়ে তাঁকে এখনো দেখি। কিছু কিছু বই বার বার পড়তে ইচ্ছে করে। তিনি আমার প্রিয় লেখকদের একজন।
আর তাঁর জন্মদিন—১৩ নভেম্বর।
------------------------------------------------------------------------------------------------------------------
এবার আসি আমার আরেক অনুভবের জায়গায়—
আমার আব্বার প্রিয় নেতা মওলানা ভাসানী। আমার নানারও তাই। আমি যতটুকু জানি, নানা সরাসরি তাঁর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আম্মা আর খালারা খুব বেশি জানেন না—শুধু শুনেছেন। উনিও আমার বাবার আর নানার মতোই—আমার প্রিয় নেতা।
তাঁর মৃত্যুদিন—১৭ নভেম্বর।
--------------------------------------------------------------------------------------------------------------------
এই নভেম্বরের তারিখ গুলোর ভেতর একটা তারিখ আছে—যেটা আমারও জন্মদিন। হাফ সেঞ্চুরির খুব কাছাকাছি এসে… একটা সংখ্যাকে আমি হয়তো পার করে দিয়েছি, কিংবা করতে যাচ্ছি।
আব্বার জন্মদিনের দিনই আমি অফিসিয়ালি আমার বই হাতে পেয়েছি। নিজ হাতে বই তুলেই মনে হলো— আমরা আসলে মৃত্যু নয়, স্মৃতি নিয়ে বাঁচি।
বইটি পড়ার আমন্ত্রণ রইল।
এখন রকমারি ছাড়াও আরও অনেক অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। রকমারির লিংকটি নিচে দিচ্ছি।
যাদের জীবনে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা আছে— এই বই হয়তো তাদের পাশে বসে গল্প বলতে পারবে, এক বন্ধুর মতো।
যদিও এটি আমার প্রথম লেখা— আমার বিশ্বাস,
বইটি আপনাদের নিরাশ করবে না।
কয়েকটা পাতা পড়ুন… মনে ধরলে রাখবেন। না ধরলে হেসে ফেলবেন—সেটাই পাঠকের অধিকার।
১৪ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪১
সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ
২|
১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৬
সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ
৩|
১৬ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৫
dupur১২৩ বলেছেন: আগাম জন্ম দিনের শুভেচ্ছা।
১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৩
সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ , পড়াশুনায় মন দাও। জানি বলে লাভ নাই , তারপরও বললাম
৪|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই নভেম্বরের তারিখ গুলোর ভেতর একটা তারিখ আছে—
যেটা আমারও জন্মদিন।
.............................................................................

১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৬
সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল
আপনার মন্তব্যটা সত্যিই ভালো লাগলো—কৃতজ্ঞতা রইল।
৫|
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। বইটির সাফল্য কামনা করছি। +
১৯ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২০
সুম১৪৩২ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার ব্লগ দেখলাম, ভালো লাগলো জেনে আপনি আপনার অবসর জীবন উপভোগ করছেন। সৃষ্টি কর্তা আপনার অবসর জীবনকে আরও উপভোগ্য করুক। অনুসরণ করলাম—আপনার পরবর্তী লেখাগুলো যাতে পড়তে পারি। আবারও ধন্যবাদ আপনার শুভকামনার জন্য। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।