নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প, অনুভূতি আর জীবনের টুকরো কথা

সুম১৪৩২

আমি লিখি আমার দেখা, শোনা আর অনুভবের গল্প। কল্পনা আর বাস্তবের মিলনে গড়ে তুলি নতুন এক জগত। কলমে আমি হলো আমার একান্ত লেখা, শুধু আমার নিজের শব্দের ভুবন।

সুম১৪৩২ › বিস্তারিত পোস্টঃ

আমার কথা : ‘বিজয় বইমেলা ২০২৫’

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০



আগামী ৪–১৪ ডিসেম্বর বিজয় বইমেলা: কনটেন্ট নির্মাতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ২০২৫: আগামী ৪–১৪ ডিসেম্বর ২০২৫, বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। দেশের প্রকাশনা শিল্পকে আরও সৃজনশীল, পাঠককেন্দ্রিক ও আন্তর্জাতিকমানের রূপ দিতে আয়োজকরা এবার বিশেষ গুরুত্ব দিচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক পাঠক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ে।

এর অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বুকটিউবার, বুক ইনফ্লুয়েন্সার এবং অনলাইন রিডিং কমিউনিটির শীর্ষ কনটেন্ট নির্মাতাদের সঙ্গে এক মতবিনিময় সভা। সভায় বক্তারা বলেন—নতুন প্রজন্মের পাঠকেরা এখন বড় অংশেই ডিজিটালমুখী; তাই বইমেলাকে আধুনিক ও পাঠকবান্ধব করতে অনলাইন কনটেন্ট নির্মাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



আয়োজকেরা আশা প্রকাশ করেন—এবারের মেলা পাঠকদের জন্য হয়ে উঠবে আরও সমৃদ্ধ, সহজপ্রাপ্য এবং প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতার একটি নতুন দৃষ্টান্ত।

News Source: বিএসএস নিউজ (বাংলাদেশ সংবাদ সংস্থা অনলাইন পোর্টাল)

উল্লেখ্য, আমার নুতুন বই ‘মৃত্যু’ পাওয়া যাবে প্রতিভা প্রকাশন-এর স্টলে।


মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: বইখানি কিনে বেনগাজিকে গিফট করতে হবে । :>

২| ২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০২

মোঃআশরাফ উদ্দিন খান বলেছেন: আপনি কি একজন লেখক? জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করেন? আপনি আপনার লেখাগুলো এক জায়গায় ভেরিফাইড লেখক পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন। এতে থাকবে লেখক আইডি, যা আপনার Bio, CV বা বই—সব জায়গায় ব্যবহারযোগ্য। পাশাপাশি পাবেন লেখার কপিরাইট সুরক্ষা এবং আপনার পেজ এর ফ্রী প্রমোশন।

ফেসবুকে লেখাগুলো কপি হওয়ার আশঙ্কা, কিংবা আইডি ডিজেবল হলে লেখা হারিয়ে যাবে,কিন্তু এক কেন্দ্রিক প্ল্যাটফর্মে প্রকাশ করলে সব লেখা নিরাপদ ও সুসংগঠিত থাকে। বিভিন্ন সাইটে ছড়িয়ে থাকা লেখার কারণে প্রমাণও দুর্বল হয়—আপনি কীভাবে দেখাবেন যে লেখাটি আসলেই আপনার? এক কেন্দ্রিক প্ল্যাটফর্ম যেকোনো লেখা স্ক্যান করে মূল লেখকের পরিচয় শনাক্ত করতে পারে। এমনকি আপনার লেখা কপি হলেও, পাঠক লেখাটি স্ক্যান করে সরাসরি আপনার কাছে আসবে এবং ফলো করবে।

এমন সুযোগ মিস করতে না চাইলে “ই-নলেজ আইডিয়া” লিখে সার্চ করুন, অথবা idea .enolej .com ভিজিট করে এখনই নিবন্ধন করুন, আর গোছিয়ে নিন আপনার লেখালেখির যাত্রা সুশৃঙ্খলভাবে!

ধন্যবাদ।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.