![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*মোদীর কাছে খালদার
আত্মসমর্পণ
এইভাবেই *
ভারতের
প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর সাথে
সাক্ষাৎ করতে গিয়ে
তিনটি প্রশ্নের
মুখোমুখি হতে হয়েছে
বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়াকে।
খোদ ভারতীয়
প্রধানমন্ত্রী নিজে
এই প্রশ্নগুলো করেন
বলে কলকাতা থেকে
প্রকাশিত দৈনিক
স্টেটসম্যানের এক
খবরে বলা হয়েছে।
মানস ঘোষের এই
প্রতিবেদনে বলা
হয়েছে, বেগম খালেদা
জিয়া বাংলাদেশে
গণতন্ত্রহীনতার
নালিশ জানিয়েছিলেন
ভারতীয়
প্রধানমন্ত্রীর
কাছে। কিন্তু
ভারতীয়
প্রধানমন্ত্রী তাকে
তিনটি প্রশ্ন করলে
তিনি বিব্রতকর
অবস্থায় পড়ে যান।
বেগম জিয়া প্রথম
প্রশ্নটির উত্তর
দিতে পারলেও বাকি
দুটি প্রশ্নের ক্ষেত্রে
বিব্রতকরভাবে তিনি
নিরব থেকেছেন।
স্টেটসম ্যানের বরাত
দিয়ে কানাডার
অনলাইন নতুনদেশের
এক প্রতিবেদনে বলা
হয়েছে, বেগম খালেদা
জিয়াকে নরেন্দ্র
মোদীর প্রথম প্রশ্ন
ছিলো-ভারতের
রাষ্ট্রপতির সাথে
যেদিন পূর্ব
নির্ধারিত সাক্ষাতের
কর্মসূচি ছিলো
সেদিন কারা ঢাকায়
হরতাল ডেকেছিলো।
দ্বিতী য় প্রশ্ন
ছিলো ২০০৪ সালে চীন
থেকে আসা দশ ট্রাক
অস্ত্র চট্টগ্রাম
বন্দরে অবৈধভাবে
খালাস করে ভারতীয়
সন্ত্রাসীদের কাছে
পৌঁছে দেয়ার যে
আয়োজন করা
হয়েছিলো সেটা
ঘটেছিলো আপনার
প্রধানমন্ত্রীত্ বের
আমলে। আর সেই
গোপন আমদানির সঙ্গে
আপনার ক্যাবিনেটের
দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী
স্বরাষ্ট্র ও
শিল্পমন্ত্রী জড়িত
ছিলেন। শোনা যাচ্ছে,
আপনি এবং আপনার
দল ওই ঘটনার তদন্তে
খুব একটা সাহায্য
করেননি।আর তৃতীয়
প্রশ্নটি ছিলো-
বর্ধমানের
বিস্ফোরণকাণ্ডে তার
দলের ও জোটসঙ্গী
জামায়াত নেতাদের
সম্পৃক্ততার তথ্য
ভারত-বাংলাদেশের
যৌথ তদন্তে উঠে
আসছে। বিএনপি ও
তার জোটসঙ্গীদের
ওইসব দোষীদের
আড়াল না করে
তদন্তে সহায়তা করা
তার (বেগম খালেদা
জিয়ার) নৈতিক
দায়িত্ব। প্রথম
প্রশ্নের ব্যাপারে
খালেদা জিয়া উত্তর
দিলেও পরের দুটি
প্রশ্নের মুখে
একেবারেই চুপসে যান
বলে ঐ প্রতিবেদনে
দাবি করা হয়েছে।
ফিলিং : বেজি
এইভাবেই ধরা খাইতেই
থাকবে।
সুত্র : ডেইলি জনতার
নিউজ।
জয়বাংলা,
জয়বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.