![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...
ভোজন রসিকদের ভুরি ভোজের জন্য কিছু তথ্য...
১. বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও
২. ঝিগাতলার সুনামী রেস্তোরা এর কাচ্চি বিরিয়ানী
৩. খিঁলগাও এর ভোলা ভাই বিরিয়ানী এর গরুর চাপ এবং মুক্তা বিরিয়ানী এর গরুরচাপ, খাসীর চাপ এবং ফুল কবুতর
৪. মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ী
৫. হোটেল আল-রাজ্জাকের কাচ্চি+গ্লাসি
৬. লালমাটিয়ার স্বাদ এর তেহারী
৭. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসীর লেকুশ, চিংড়ি ,ফালুদা
৮. নয়াপল্টনে হোটেল ভিক্টোরীতে ৭০টি আইটেমের বুফে
৯. হাতিরপুল মোড়ে হেরিটেজ এর শর্মা
১০. শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরার গ্রীল চিকেন ।
১১. মোহাম্মদপুর জেনেভা/বিহারী ক্যাম্পের গরু ও খাশির চাপ
১২. মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারী ক্যাম্পের "মান্জারের পুরি"
১৩. চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানী
১৪. মিরপুর-১০-এর শওকতের কাবাব
১৫. নারিন্দার শাহ সাহেবের ঝুনার বিরিয়ানী
১৬. ইংলিশ রোডের মানিকের নাস্তা
১৭. গুলশানের কস্তুরির সরমা
১৮. সোবহানবাগের প্রিন্স রেস্টুরেন্ট এর কাকড়া
১৯. সাইন্স-ল্যাবের ছায়ানীড়ের গ্রীল-চিকেন
২০. নাজিরা বাজারের হাজীর বিরিয়ানী।
২১. জেলখানা গেটের পাশে হোটেল নিরবের ব্রেন ফ্রাই
২২. নয়া বাজারের করিমের বিরিয়ানী
২৩. হাজি বিরিয়ানী এর উল্টা দিকের হানিফের বিরিয়ানী
২৪. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
২৫. মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলের গেটে এক মামার চানাচুর মাখা
২৬. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ী
২৭. খিলগাঁও বাজারের উল্টো পাশে আল রহমানিয়ার গ্রীল চিকেন আর তেহারী
২৮. মতিঝিল সিটি সেন্টারের পিছনের বালুর মাঠের পিছনের মামার খিচুড়ী
২৯. চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত
৩০. ধানমন্ডী লায়লাতির খাসির ভুনা খিচুড়ী।
৩১. হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি
৩২. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার
৩৩. পুরানা পল্টনে খানা-বাসমতির চাইনিজ প্যাকেজ
৩৪. বনানীর বুমারস রেস্টুরেন্টের বুফে প্যাকেজ
৩৫. ধানমন্ডির কড়াই গোশত এর ইলিশ সস
৩৬. গুলশান ২ এর খাজানার মাটন দম বিরিয়ানী এবং হাইদ্রাবাদী বিরিয়ানী
৩৭. উত্তরার একুশে রেস্তোরার গ্রীল চিকেন
৩৮. ধানমন্ডি/বনানীর স্টার হোটেলের কাচ্চি এবং কাবাব
৩৯. মৌচাকের স্বাদ রেস্তোরার ভাতের সাথে ৩৬ রকমের ভর্তা।
৪০. সাইন্স ল্যাবে মালঞ্চ রেস্তোরার কাচ্চি বিরিয়ানী
৪১.রয়্যালের বাদামের শরবত লালবাগ
৪২. বেইলী রোডে স্টামফোর্ড ইউনিভার্সিটির সামনের গরু,খাশির চাপ+স্যুপ
৪৩.চানখারপুলের মামুন হোটেলে'র স্পেশাল(প্রতি মাসের ১ম শুক্রবার) কাচ্চি,
৪৪.মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে শীতলের গ্রিলের সাথের সস(কিনতে পাওয়াযায় অর্ডার দিলে,খুব বেশী জোশ)
৪৫.ধানমন্ডি ৮নম্বরের চাপের দোকন।
৪৬. সেগুন বাগিচার এনজইয় রেস্টুরেস্ট এর গরুর কাবাব আর নান;দই ফুচকা।
৪৭. পুরানা পল্টনের ভাই ভাই রেস্টুরেন্ট এর কাচ্চি।
৪৮. ঠাটারীবাজার স্টার এর কাচ্চি বিরিয়ানি।
৪৯. স্টারের লেগ রোস্ট।
৫০. সিপির চিকেন।
৫১. খিলগাঁও পল্লিমা সংসদের উল্টো দিকে "আপন " এর অসাধারণ কোল্ড কফি..... .
৫২. নীলক্ষেত এ ইয়াসিন আর ঢাকা বিরিয়ানি এর গরুর কাচ্চি .
৫৩. সোবহানবাগের তেহারি ঘর এর তেহারি ও খিচুড়ি
৫৪. চকের নুরানী লাচ্ছি ও শরবত …
৫৫. পল্টন নোয়াখালী হোটেলের গরুর কালো ভুনা (সৌজন্যেঃ অর্ফিয়াস )
৫৬. পলাশীর চা (সৌজন্যেঃ আমি তুমি আমরা )
বিশেষ দ্রষ্টব্যঃ উপরে উল্লিখিত যাবতীয় তথ্য এক বন্ধুর কাছ থেকে প্রাপ্ত ই-মেইল হতে সংগৃহীত। জনগুরুত্বপূর্ণ মনে করে আমি শুধু আপনাদের সাথে শেয়ার করলাম। অত্র পোস্টে উল্লেখ করা হোটেল/রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে কারো যদি ভাল না লাগে বা টয়লেটের সাথে কোন নিবিড় সম্পর্ক স্থাপিত হয়, তাহলে পোস্ট দাতা কোন ভাবেই দ্বায়ী থাকবে না !!
আপডেটঃ মূল লেখকের সন্ধান পাওয়া গেছে !! তিনি আমাদের সামুরই ব্লগার নাফিজ মুনতাসির ভাই !!
নাফিজ ভাইকে এই মহা মূল্যবান পোস্টের জন্য এক ট্রাক ধইন্যা পাতা !!
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
১৫ ই মে, ২০১২ রাত ১০:৩৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: একি কথা আমিও কই ! উএ বাপস ! এত হোটেলে খাইতে গেলেতো বিশাল এক প্রজেক্ট হাতে নিতে হইব !!
২| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৩০
রাতুল_শাহ বলেছেন: ভাই ৫৪ দিন ধরে শুধু ঘুরার উপর থাকিতে হবে।
১৫ ই মে, ২০১২ রাত ১০:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাইতো দেখতাছি !!
৩| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৩১
ফারজুল আরেফিন বলেছেন: কপি পেস্ট
ব্লগে আরো দুই তিনটা এরকম পোস্ট আছে
১৫ ই মে, ২০১২ রাত ১০:৩৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হেইডাতো কইয়াই দিছি ! আমি কি কুতাও কইছি যে এই ৫৪ডা হোটেলে আমি নিজে গিয়া খাইছি??
৪| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৩২
ধীমান অনাদি বলেছেন: ও আচ্ছা। জহির ভাই, ভাবীকে এই পোষ্ট দেখতে দিয়েন না। উনার হাতের রান্নার কথা নাই
১৫ ই মে, ২০১২ রাত ১০:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, আমিতো ঢাকা শহরের রেস্টুরেন্টের কথা কইলাম, আমার বাসার রান্না ঘরের কথা না...
৫| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৩৬
ইউসুফ খান বলেছেন: আহা-- লোভনীয় কালেকশন।
খিদা পেয়ে গেলো-- দেখি খাবার কি আছে--
১৫ ই মে, ২০১২ রাত ১০:৪২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, তয় আমি চিন্তা করতেছি, লিস্ট ধইরা একটা এটেম্পট নিমু, কি আছে জীবনে !!
৬| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৩৮
রাষ্ট্রপ্রধান বলেছেন:
১৫ ই মে, ২০১২ রাত ১০:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কান্দেন ক্যা? আপনেতো রাষ্ট্রপ্রধান, আপনার চিন্তা কি??
৭| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৪৪
ফারজুল আরেফিন বলেছেন: আমার মনে হয় না যে এই লিষ্ট বানাইছে সে নিজেও ৫৪ডা হোটেলে খাইয়া লিষ্ট বানাইছে
৮| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৫০
আমিই স্রোত বলেছেন: plagiarism. Very bad practice!
১৫ ই মে, ২০১২ রাত ১১:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঐ মিয়া, Plagiarism শব্দের অর্থ বোঝেন?? এই দেহেনঃ
an act or instance of using or closely imitating the language and thoughts of another author without authorization and the representation of that author's work as one's own, as by not crediting the original author
সূত্রঃ Click This Link
আমি এই পোস্টে কোথাও কইছি যে এইটা আমার নিজের তৈরী লিস্ট?? বিশেষ দ্রষ্টব্যটা চোখে পড়ে নাই? আর যদি এইটা Plagiarism হইয়া থাকে, তাইলে সেইটা আমি করি নাই, আমার বন্ধু করছে।
আর মূল লেখক যে এত কষ্ট কইরা এই লিস্ট করছে, সেইটাতো সবার জানার আর এস্তেমাল করার লাইগাই, নাকি? তো পাবলিকে জানলে সমস্যা কি?
সুতরাং, আতলামী দূরে গিয়ে করেন। ছোট বেলায় এইসব এট্টু আট্টু গণোতাম, এহন আর আতেল মাতেল গণায় ধরি না !
৯| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৫৪
নীরব দর্শক বলেছেন: বেশ কিছু কমন পরছে। বাকি গুলাতে যেতে হবে।
তুমি গেছ কয়টায়?
দারুন একখান পোস্ট। প্রিয়তে নিলাম।
++++
১৫ ই মে, ২০১২ রাত ১১:৩৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাইরে, আমি মাত্র দুই একটায় গেছি মনে হয় !
১০| ১৫ ই মে, ২০১২ রাত ১০:৫৭
৪০৪ পাওয়া যায়নি বলেছেন: +++ আপনার ভোজনরসিক বন্ধু এবং আপনাকে ধন্যবাদ। প্রিয়তে নিলাম।
১৫ ই মে, ২০১২ রাত ১১:৪২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মূল পোস্টঃ
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
Click This Link
১১| ১৫ ই মে, ২০১২ রাত ১১:০১
বেঈমান আমি বলেছেন: খাওনের পয়সা টা কি আপনি দিবেন?
১৫ ই মে, ২০১২ রাত ১১:৪২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি কি একবারও কইছি যে আপনের এইসব খাইতেই হইব??
১২| ১৫ ই মে, ২০১২ রাত ১১:০৯
বটতলার টারজান বলেছেন: ৮ নম্বরে বুফের আপডেট দাম জানেন?
পেট টানছে :-&
১৬ ই মে, ২০১২ সকাল ১১:০৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: নাফিজ মুনতাসির ভাই কইতে পারব, এই পোস্টে জিগান...
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
১৩| ১৫ ই মে, ২০১২ রাত ১১:০৯
নাফিজ মুনতাসির বলেছেন:
লিস্টটা আমিই বানিয়েছিলাম সামুতে :!>
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
১৫ ই মে, ২০১২ রাত ১১:৪৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক কাম করছিলেন ভাই !! দেহি একটা ট্রাই দিতে হইব, মাগার ঢাকা শহরে যেই ট্রাফিক জ্যাম, থাকি আবার উত্তরা !!
১৪| ১৫ ই মে, ২০১২ রাত ১১:২০
প্রীিত ওয়ােরছা বলেছেন: সেন্ট যোসেফ ষ্কুলের সামনে মামার চানাচুর মাখানো আমি অনেক বার খেয়েছি।অসাধারণ!
যে কেউ চলার পথে সেখানে থেমে ট্রাই মারতে পারেন।
১৬ ই মে, ২০১২ সকাল ১১:১০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ওকে, ইনশাল্লাহ সুযোগ হলে আর মনে থাকলে ট্রাই দিমু, ধইন্যা পাতা...
১৫| ১৫ ই মে, ২০১২ রাত ১১:২৩
হ্রস্ব ই বলেছেন: ভালো লাগলো পোষ্ট টা। ধানমন্ডিনর Bar B Q Tonight এর নাম টা থাকা উচিত লিস্ট.।।
১৬ ই মে, ২০১২ সকাল ১১:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ওকে, মূল লেখকের দৃষ্টি আকর্ষন করলাম।
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
১৬| ১৫ ই মে, ২০১২ রাত ১১:৩৮
হিবিজিবি বলেছেন: ৪. মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ী
১০. শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরার গ্রীল চিকেন ।
১৯. সাইন্স-ল্যাবের ছায়ানীড়ের গ্রীল-চিকেন
২৯. চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত
৩৯. মৌচাকের স্বাদ রেস্তোরার ভাতের সাথে ৩৬ রকমের ভর্তা।
৪০. সাইন্স ল্যাবে মালঞ্চ রেস্তোরার কাচ্চি বিরিয়ানী
১৬ ই মে, ২০১২ সকাল ১১:১৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, আপনে দেখি অনেকগুলাই ট্রাই করছেন।
১৭| ১৫ ই মে, ২০১২ রাত ১১:৪২
নাফিজ মুনতাসির বলেছেন: আপডেটে মূল লেখকের নামটা দেয়ার জন্য ব্যাপক ধইন্যা বস.........
১৫ ই মে, ২০১২ রাত ১১:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কি কন ভাই?? আরেকটু হইলেতো কেইস খাইয়া গেছিলাম !!
উপ্রে ১৫ নাম্বারে দেহেন এক আতেল আইছে !!
১৮| ১৬ ই মে, ২০১২ রাত ১২:০০
আর.হক বলেছেন: আমার কিন্তু বহুত হোটেলে খাওয়ার অভিজ্ঞতা আছে............ খালি পোস্টাইলে হইবো না......... খাইয়া পোস্টাইতে হইবে.............
দিমু নাকি একখান?
১৬ ই মে, ২০১২ সকাল ১১:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দিয়া দেন ভাই ! খাইতেতো আমারো মঞ্চায়, মাগার টাইম কই??
১৯| ১৬ ই মে, ২০১২ রাত ১২:২১
কামরুল হাসান শািহ বলেছেন: ক্ষিদা লাগছে
১৬ ই মে, ২০১২ সকাল ১১:১৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাইলে ভাত খান...
২০| ১৬ ই মে, ২০১২ রাত ১২:৪৭
মিরাজ is বলেছেন: এর অনেক যায়গায় দেখি খাইছি!!!
৪২বেইলী রোডে স্টামফোর্ড ইউনিভার্সিটির সামনের গরু,খাশির চাপ+স্যুপ
এইটা কই???নাম কি হোটেলের???
১৬ ই মে, ২০১২ সকাল ১১:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমি জানি না রে ভাই... ঢাকা শহরে যানযটের ভয়ে আমার চলা ফেরা খুবই সীমিত।
এইখানে জিগান দয়া করে...
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
২১| ১৬ ই মে, ২০১২ রাত ১:২০
সিমান্ত বলেছেন: কাইলক্যা থ্যাইক্কাই এই প্রজেক্ট শুরু করুম। পাইছি , এবার আর ঢেকায় ক্যাঠা.....
১৬ ই মে, ২০১২ সকাল ১১:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জটিল ! দরকার হইলে লগে "নাফিজ মুনতাসির " ভাইরে লইয়া লইয়েন, এক্সপার্ট হিসেবে...
২২| ১৬ ই মে, ২০১২ সকাল ৯:১৮
রায়হান কবীর বলেছেন: সেগুন বাগিচার এনজইয় রেস্টুরেস্ট এর গরুর কাবাব আর নান;দই ফুচকা।'
-এনজয় রেস্টুরেন্ট খুব বেশিদিন কিন্তু চালু হয়নি, এর মাঝে এর খাবার নিয়ে সামুতে পোস্ট এসে গেলো, নিজের এলাকার দোকানের নাম দেখে ভালো লাগছে
১৬ ই মে, ২০১২ সকাল ১১:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
২৩| ১৬ ই মে, ২০১২ সকাল ১১:৫৭
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: ইয়াম ইয়াম। খিদা লাইগা গেল রে।
পুরান ঢাকায় থাকার সুবাধে অনেক কিছুই খাইতে পারি।
ভালো লাগলো
পেক পেক পেক
১৬ ই মে, ২০১২ দুপুর ১২:০০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইস, আপনার সৌভাগ্য দেখে ঈর্ষে হচ্ছে !!
২৪| ১৬ ই মে, ২০১২ বিকাল ৪:৪২
ক্লান্ত জীবন বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে। পিলাচ লন।
১৬ ই মে, ২০১২ রাত ৮:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, প্রিয়তে লইলে আসলডাই লন !!
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
২৫| ১৬ ই মে, ২০১২ বিকাল ৪:৫৪
অর্ফিয়াস বলেছেন: পল্টন নোয়াখালী হোটেলের গরুর কালো ভুনা- এড করেন, এড করেন।
১৬ ই মে, ২০১২ রাত ৮:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এডাইলাম...
২৬| ১৬ ই মে, ২০১২ বিকাল ৫:০০
মাহী ফ্লোরা বলেছেন: হুম আমারে খাইতে নিয়া যাইয়েন।
১৬ ই মে, ২০১২ রাত ৮:৪৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঠিক আছে, তয় আমনে ডাহা আইবেন কবে??
২৭| ১৬ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬
মাহমুদা সোনিয়া বলেছেন: জহির ভাইয়ের অফিসে বা বাসায় গেলে কি খাওয়া যাবে, এটা দিলেও পোস্ট আরও পূর্ণতা পেত!!
:!> :!>
অটঃ লেখা প্রিয়তে!
১৬ ই মে, ২০১২ রাত ৮:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার বাসাতো আর হোটেল না, তাই সেখানে গেলে এসব এর বাইরেই কিছু পাবা...
প্রিয়তে নিতে চাইলে আসল পোস্টটাই লওঃ
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
২৮| ১৬ ই মে, ২০১২ রাত ৯:০৫
খান মেহেদী ইমাম বলেছেন: কোনো কথা নাই প্রিয়তে রাখছি এইবার দেশ এ গিয়া ২ মাস থাকব সব গুলায় হোটেল এ খাইয়া তারপর দেশ থিকা আসমু। আমি আবার খানা খাদ্য কুব ভালা পাই।
৫৬. মুহাম্মদ জহিরুল ইসলাম ভাইয়ের বাসা।
১৬ ই মে, ২০১২ রাত ৯:১৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ৫৬. মুহাম্মদ জহিরুল ইসলাম ভাইয়ের বাসা।
হা হা হা, শুভেচ্ছা, স্বাগতম !!
আসল পোস্ট প্রিয়তে লনঃ
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) "
২৯| ১৬ ই মে, ২০১২ রাত ১০:৪৭
আমি তুমি আমরা বলেছেন: পলাশীর চা বাদ গেল তো।
১৬ ই মে, ২০১২ রাত ১১:০৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যোগ করে দিলাম...
৩০| ১৬ ই মে, ২০১২ রাত ১০:৫৪
বাঘ মামা বলেছেন: দারুন পোস্ট হয়েছে।বিশেষ করে আমার মত খাদকের জন্য
১৬ ই মে, ২০১২ রাত ১১:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
৩১| ১৭ ই মে, ২০১২ রাত ১২:৪৪
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: ধুর মিয়া এমন সময় পড়লাম, এই রাইতের বেলা এখন হলের বাইরে যাইতে হইতাছে, যাই একটু চা বিস্কিট দিয়া পেট মহাশয়রে বুঝ দেই।
১৭ ই মে, ২০১২ সকাল ১১:২১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা...
৩২| ১৮ ই মে, ২০১২ বিকাল ৫:০০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: নান্না পচা
১৮ ই মে, ২০১২ বিকাল ৫:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাইলে তো চিন্তার কথা !!
৩৩| ১৮ ই মে, ২০১২ বিকাল ৫:৩০
নটরাজ বলেছেন: ভাই, পেটের ভেতর তো ইন্দুর দৌড়াইতেছে লিস্টি দেইখা :#> :#> :#>
১৮ ই মে, ২০১২ বিকাল ৫:৩২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমারো, মাগার থাকি উত্তরায়, আর হোটেলগুলা সব হইল ঐ প্রান্তে...
৩৪| ২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১২
আধাঁরি অপ্সরা বলেছেন: কয়েক জায়গার বিশেষ বিশেষ খাবার গুলো খেয়েছি এবং বলতে হয় বেশি জোস!!!!
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:৫৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কোন কোন জায়গার খাবার খেয়েছ সেটাও বলে যাও, যাতে আমরাও ট্রাই করতে পারি...
৩৫| ০১ লা জুন, ২০১২ ভোর ৬:২৭
পুরান ঢাকার পোলা বলেছেন: শমসের আলির খিচুড়ি না খায়া ঘরে বইসা ভাত খাওয়া ভালো। ফালতু জিনিস।খিচুরি খাইতে চাইলে মতিঝিল এর ঘরোয়া এর উপর কিছু নাই
০১ লা জুন, ২০১২ রাত ৮:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আইচ্ছা...
৩৬| ০৭ ই জুন, ২০১২ সকাল ১০:৫৭
উম্মে মারিয়াম বলেছেন: একা একা এত রিচফুড খাইয়েন না।পেটে সইবেনা
০৭ ই জুন, ২০১২ বিকাল ৪:৩১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাইলে আসেন, আপনেরে লইয়াই খাই !!
গফরগাও এ কি কি রিচ ফুড পাওয়া যায় একটু বলেন, একদিন গিয়া খাইয়া আসুম...
৩৭| ১৭ ই জুন, ২০১২ সকাল ৯:৪৪
সুজন দেহলভী বলেছেন: ভালো লাগলো। সময় পেলে ঘুরে আসবেন Dhaka Dining Dishes
১৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... আপনার গ্রুপে যোগ দিলাম।
৩৮| ১৯ শে জুন, ২০১২ রাত ৮:১৬
যাযাবরমন বলেছেন: ভাল খাবার খেতে ইচ্ছা করে
২০ শে জুন, ২০১২ সকাল ৯:৫৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাতো অবশ্যই, কিন্তু ঢাকা শহরের যান যটের কারণে ইচ্ছে থাকলেও ভাল খাবার খাওয়ার ইচ্ছে চলে যায়...
৩৯| ০১ লা জুলাই, ২০১২ দুপুর ১২:৪৫
মোহাম্মদ আনোয়ার বলেছেন: অনেকগুলোতে খাইছি। বেশ ভালো। ধন্যবাদ পোস্টদাতাকে।
০১ লা জুলাই, ২০১২ বিকাল ৪:৫৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মূল পোস্ট লেখক নাফিজ মুনতাসির ভাইকে ধন্যবাদ।
৪০| ০২ রা আগস্ট, ২০১২ ভোর ৫:৩৯
শামীম আরা সনি বলেছেন: নাফিজ ভাইয়ের পোস্ট টা আমার প্রিয়তে আছে।
আচ্ছা এত জায়গার নাম মনে রাখবো কি করে?
০২ রা আগস্ট, ২০১২ সকাল ৯:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এত জায়গার নাম মনে রাখার দরকার নাই, নাফিজ ভাই এর পোস্টটার একটা প্রিন্ট আউট নিয়ে ব্যাগে রেখে দিবেন...
৪১| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪১
ইকবাল মোস্তফা বলেছেন: সরাসরি প্রিয় তে.।.।.।.।.।।.কিন্তু টেকা পামু কই?
২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:২৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র...
মূল পোস্ট এটাঃ
" বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) " এটাকেই প্রিয়তে নিন।
৪২| ২৯ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১০
গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: ভাল লাগ্ল।পেলাস
০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র...
৪৩| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: আমার , ব্লগার মুহাম্মদ জহিরুল ইসলাম এবং ব্লগার আর্ফিয়াস এর পোস্ট আলো ব্লগে ! আলো মডারেটর আবার তাতে ধন্যবাদ জানায় !!
১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দেখেছি ভাই, ধন্যবাদ...
৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
নীল অভ্র বলেছেন: অনেক খোঁজাখুজি করে খুব অল্প কিছু খাবারের নাম, ঠিকানা জোগাড় করতে পেরেছিলাম, এখানে তো দেখি মেলা বসে গেছে, খুব উপকার হল, এই জীবনে কতটা টেস্ট করে দেখতে পারব, জানি না। তবে দায়িত্ব এড়িয়ে গিয়ে ভালো কাজ করেন নি, খেতে এখন একটু ভয় লাগছে।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, ভয়কে জয় করে খেয়ে ফেলুন... কি আর হবে, খুব বেশী হলে টয়লেটের সাথে একটু বন্ধুত্বইতো, নাকি??
৪৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
চান্কু মিয়া বলেছেন: প্রিয়তে
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র...
৪৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
েবনিটগ বলেছেন: +
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র...
৪৭| ০২ রা মে, ২০১৩ বিকাল ৩:০৩
অনির্বাণ রায়। বলেছেন: সুনামি জঘন্য হইয়া গেচে । এর চেয়ে ঐটার পাশে নতুন ডার্লিং পয়েন্ট এর খাওন ভালা , আর তাছাড়া গাউসিয়াও সুনামির চেয়ে ভালা পাই :/
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাইরে, এই লিস্টের অধিকাংশ জায়গাতেই আমিও যাই নাই, জানি না যেতে পারব কি না...
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১২ রাত ১০:২৭
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
উরে বাপস
+