নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কাশান শহর ভ্রমন...

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭

বলছি গত বছর ২৩ শে ডিসেম্বরের কথা। আজকের ব্লগটি হবে মূলতঃ ছবি ব্লগ। তেহরানে অবস্থানরত বাংলাদেশী ছোট গ্রুপের সবাই মিলে ঠিক করলাম ছুটির দিনে কোথাও ঘুরে আসা যাক। ঠিক হল, তেহরান থেকে ২৫০ কিমি দূরে কাশান শহর ঘুরতে যাওয়া, যেখানে দিনে গিয়ে দিনে ফিরে আসা যাবে।



কাশান মূলতঃ অনেক পুরনো শহর। হাজার বছর পুরনো স্থাপনা আছে। মূলতঃ এসবই দেখার বিষয়।



দুপুর ১২টা নাগাদ কাশান পৌছে প্রথমেই আমরা গেলাম ফিন বাগান দেখতে। ছবিতে দেখুন।





ফিন বাগানের প্রবেশ পথ







বাগানের ভেতরের স্থাপনার ছাদে নকশা





অত আহামরি টাইপ কোন বাগান ছিল না, আসলে গত বছর কাশ্মীরের ঐতিহ্যবাহী মোঘল বাগানগুলো দেখে আসার পর এই বাগানটিকে নিতান্তই সাধারণ মনে হল। :P



বাগান দেখে আমরা এগুলাম শত বছর পুরনো কিছু ঐতিহাসিক স্থাপনা দেখতে। ছবিতেই দেখুন।







এটা সম্ভবতঃ রেফ্রিজারেটর



পার্ক



এরপর গেলাম বুরুজেরদি ঐতিহাসিক বাড়ী দেখতে। কাশানের ধনাঢ্য ব্যবসায়ী হাজী মেহদি বুরুজেরদির স্ত্রী’র জন্য ১৮৫৭ সালে স্থপতি উস্তাদ আলি মারয়াম এই বাড়ীটি তৈরী করেন। তার স্ত্রী ছিলেন তাবাতাবেইন বংশোদ্ভূত। ছবিতেই দেখুন।





এই ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত





বাড়ীতে সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা...









দুপুরে একটা জম্পেশ খাওয়া দিয়ে আমরা চলে গেলাম অঘা বুজুর্গ মসজিদে। আসরের নামায ওখানেই পড়েছিলাম। আঠার সতকে উস্তাদ হজ শা’বান আলি এই মসজিদ এবং মাদরাসা নির্মান করেন।



অঘা বুজুর্গ মসজিদ নির্মিত হয়েছিল উপাসনা এবং মোল্লা মাহদি নারাঘি (২য়) কর্তৃক ধর্ম প্রচার এবং শিক্ষা প্রদানের জন্য। এই মোল্লা মাহদিই অঘা বুজুর্গ (বাংলা অর্থ করলে, “বড় মানুষ”) নামে পরিচিত।





অঘা বুজুর্গ মসজিদের প্রবেশ দ্বার













সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ায় আমাদের ভ্রমনের সমাপ্তি টানতে হল। কাশানে আরো কিছু দেখার জায়গা আছে যা ইন্টারনেটে দেখতে পেলাম। সবই মূলতঃ ঐতিহাসিক স্থাপনা। যাহোক, দিনটি ভাল কেটেছিল... :)



আমার যত ভ্রমন ব্লগ...

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: ছবি দেখা যাচ্ছে না। ছবি আপাতত নতুন পদ্ধতিতে আপলোড করুন।

২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন পদ্ধতিতে আপলোড করলাম।

আমার মনে হয়, সামু'র এই ছবি আপলোড এর ব্যাপারটিতে একটু দৃষ্টি দেয়া দরকার। পদ্ধতি আরো অনেক সহজ হওয়া প্রয়োজন। ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে যদি ব্লগে ছবি দেয়া যেত তাহলে মনে হয় সবচেয়ে ভাল হত।

২| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার ছবি ব্লগ।
পোষ্টে +++

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... :)

৩| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ ছবি ব্লগ+++++

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... :)

৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

এহসান সাবির বলেছেন: +++++

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... :)

৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৫

জেরিফ বলেছেন: চমৎকার সব ছবি

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। :)

৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪৬

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর , চমৎকার ছবি ব্লগ ।

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। :)

৭| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট!

অটঃ আপনার পুরানো ভ্রমন পোষ্ট অনেকগুলো আমার খুবই প্রিয়। মাঝে মাঝে আমি এখনও পড়ি।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তাই নাকি? শুনে অনেক অনেক ভাল লাগল... :#)

টুকটাক ঘোরাঘুরি করা হলেও এখন চাকরিতে এত ব্যস্ত যে লেখার সময়ই পাই না... :| :|

৮| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র... :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৯

আমি পাঞ্জেরী বলেছেন: কাশানে নাকি ওনেক কারপেটের কারখানা আচে।

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: থাকতে পারে, এক দিনের ট্রিপ ছিল তো, অত কিছু দেখার সময় হয় নি। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.