নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় প্রতারক চক্রের সন্ধানঃ সতর্ক হোন!

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৪

একটি নতুন ভারতীয় প্রতারক দল সম্পর্কে সতর্ক করার জন্য এই পোস্টের অবতারণা। সবাই পড়বেন দয়া করে।

গত ২৬ মার্চ ২০২৪ তারিখে এক ভারতীয় দাদা 01677119057 নাম্বার থেকে ফোন করে জিজ্ঞেস করল অনলাইনে আয় করতে চাই কি না এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিনে ১৫০০ থেকে ২০০০ টাকা আয় করা যাবে। শুনতে বেশ চটকদার। সম্মতি প্রদান করায় বলল, তাদের HR থেকে কিছুক্ষণের মধ্যে যোগাযোগ করবে।

কিছুক্ষণ পর Whatsapp এ +8801975390547 থেকে মেসেজ আসল। নাম দেখায় Gil Cameron! বলা হল, আমাকে দু’টো কাজ দেয়া হচ্ছে, এটা করলে সাথে সাথে ৩০০ টাকা পেইমেন্ট করা হবে। এটা হল প্রথম টোপ!

আমি দু’টো চ্যানেল সাবস্ক্রাইব করার পর আমাকে একজন রিসেপশনিস্ট এর কাছে রেফার করা হল এবং একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হল। গ্রুপে ২৫ মিনিট পর পর কোন একটি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলা হয় এবং গ্রুপ ও রিসেপশনিস্টকে তার স্ন্যাপশট পাঠাতে বলা হয়। এটাই হল টাস্ক!

প্রথমে মনে হবে, একটা চ্যানেল সাবস্ক্রাইব করলেই ১০০ টাকা করে দেয়া হবে। কিন্তু, তা না। এরপরে পোস্ট আসে, Advanced Benefit Orders! খেলাটা এখানেই। একটা বড় লিস্ট ধরিয়ে দেয়া হয়, যেখানে বলা হয়, এত টাকা ইনভেস্ট করলে ১০ মিনিটের মধ্যে তার চেয়ে আরো বেশী টাকা ব্যাক করা হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় টোপ বা scam! আর Advanced Benefit Orders এ অংশগ্রহণ করলে ঐ ইউটিউব চ্যানেল সাইস্ক্রাইব এর পেইমেন্ট টাস্ক প্রতি ২০০ টাকা পর্যন্ত বাড়বে! নইলে একটি চ্যানেল সাবস্ক্রাইব এর পেইমেন্ট মাত্র ১৫ টাকা, সেটাও পাওয়া যাবে ১০০০ টাকা পর্যন্ত আয় হলে! মানুষ অধিক আয়ের নেশায় তখন এই টাকা বিনিয়োগ শুরু করে!

এভাবে তারা মানুষকে টাকা দিয়ে আসলে জুয়া খেলায় নামিয়েছে এবং আমার সন্দেহ হচ্ছে, যে কোন এক দিন একটা বড় অংকের টাকা যখন ওদের একাউন্টে জমা হয়ে যাবে, ওরা উধাও হয়ে যাবে!

বাংলাদেশের এই লোভী মানুষগুলো ঘরে বসে বসে শুধু টাকা পাঠিয়ে ১০/১৫ মিনিট পর তার চেয়েও বড় অংকের টাকা পেয়ে জুয়ার নেশায় বুঁদ হয়ে আছে। হঠাৎ একদিন ধরা খেয়ে হায় হায় করবে। বলতে পারেন, কিভাবে বুঝলাম এটা ভারতীয় চক্র। প্রথমে আমাকে যেই লোক ফোন করেছিল, সে ইংরেজিতে কথা বলছিল আর আমরা সবাই ভারতীয় ইংরেজি Accent শুনলেই বুঝতে পারি।

যাহোক, সবাই এই ব্লগটি বেশী বেশী শেয়ার করে আপনার পরিচিতদের সতর্ক করুন। পোস্টের স্ক্রিনশটগুলো মনোযোগ দিয়ে খেয়াল করলে প্রতারণার পুরো প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবেন।


প্রতারণার শুরু

খুব সাধারণ কাজ দিয়ে শুরু, ইউটিউব চ্যানেলে লাইক দেয়া


এরপর Advanced Benefit Orders এ অংশগ্রহণ করার জন্য বলা হবে, টাকা দিবেন ওদের আর অনেক বেশী টাকা ফেরত পাবেন!

রিসেপশনিষ্ট বুঝিয়ে দিচ্ছে কিভাবে এটা কাজ করে!

গ্রুপ এডমিনরা আহবান জানাচ্ছে টাকা বিনিয়োগ করতে

গ্রুপ এডমিনরা আহবান জানাচ্ছে টাকা বিনিয়োগ করতে, উৎসাহ উদ্দীপনা দিচ্ছে

গ্রুপ এডমিনরা আহবান জানাচ্ছে টাকা বিনিয়োগ করতে, অনেক লোক গুণ গান গাইছে



লোকজন টাকা ট্রান্সফয়ার করছে অনেক লাভের আশায়!

লোকজন টাকা ট্রান্সফয়ার করছে অনেক লাভের আশায়, টাস্ক ম্যানেজার উৎসাহ দিচ্ছে!



লোকজন অনেক বেশী টাকা ফেরত পেয়ে উদ্বেলিত!

লোকজনের গুণ গানের বহর দেখে মনে হচ্ছে পীরের দরগায় এসে খাজানা পাচ্ছে!

আপডেটঃ এক ভাই দেখলাম এ বিষয়ে একটা ইউটিউব ভিডিও বানিয়েছেন। পোস্টের বক্তব্যটাই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। দেখতে পারেন একবার।

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: মানুষ কাজ না করেই টাকা ইনকাম করতে চায়।
ঘরে বসে টাকা ইনকাম আবার কি? অনলাইনে টাকা ইনকাম আবার কি? টাকা ইনকাম করতে হলে পরিশ্রম করতে হয়।

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সঠিক বলেছেন, ধনবাদ।

২| ২৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নূর আলম হিরণ বলেছেন: এরকম প্রায় মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। আমি মাঝে মাঝে এদের সাথে মজা নেই।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুম, মোবাইলে SMS তো প্রায়ই আসে। এবার প্রথম কল পেয়ে প্রতারণার পুরো কৌশলটা জানার ইচ্ছে হল

৩| ২৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

নতুন বলেছেন: আমি একবার এমন স্ক্যামারের থেকে ২০ ডলার আয় করেছিলাম। B-)

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুম, কিন্তু অনেকেই হয়ত এসব স্ক্যামারদের কাছে অনেক ডলার খোয়াচ্ছে! তাই দয়া করে পরিচিত জনদের সতর্ক করুন। ধন্যবাদ।

৪| ২৯ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ভারতীয়দের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশী ডিজিটাল লোভী বলদদের অসামান্য অবদানের জন্য তাদের ভারতীয় গোবর উপহার দেয়া হোক।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহমত পোষণ করছি!

৫| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: ওনারা আমার কাছেও হানা দিয়েছিল, খালি ইংরেজী বলে আমি তাদের পরিক্ষা করার জন্য বাংলায় উত্তর দেই তাও তিনারা বুঝে যান, তখনই আমি সতর্ক হই। আমাকে বাড়িতে শুয়ে বসে দৈনিক ছয় হাজার টাকা ইনকাম করার টোপ দিয়েছিল।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমাকে যে ফোন দিয়েছিল সে একবার বাংলাও বলে ফেলেছিল। মনে হয় কোলকাতার প্রতারক চক্র!

৬| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সবাইকে সতর্ক হতে হবে।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, সেজন্যই এই পোস্ট। ধন্যবাদ।

৭| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:০৪

কামাল১৮ বলেছেন: আপনার কাছে কোন প্রমান নাই।আছে সন্দেহ।এক জন বলছে বিশ ডলার আয় করেছে।কোনটা সত্য।লোভ না করাই ভালো।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এতগুলো স্ক্রিনশট দিলাম, তারপরেও বলছেন প্রমাণ নাই?? দুনিয়ার কোন ব্যবসায় ১০/১৫ মিনিট পরে অস্বাভাবিক মুনাফা চলে আসে?
আপনাকে নিয়ে ভয় হচ্ছে ভাই!!

৮| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এরাও তো দেখতেছি জিনের বাদশা এর মতই প্রতারণা শুরু করে দিয়েছে।
সবাইকে সতর্ক হতে হবে।

২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, এজন্য পোস্টটি অন্যদের কাছেও পৌঁছে দিন। ধন্যবাদ।

৯| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৩

অর্ক বলেছেন: প্রতারকের আবার ভারত কি পাকিস্তান কি আফ্রিকানই বা কি! পাশের ঘরের প্রতারক থেকেও সাবধান। সচেতনামূলক ভালো লেখা। ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ১২:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০| ২৯ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৩

শেরজা তপন বলেছেন: এমন ফোন প্রতিনিয়তই আসছে। বড় বড় ধমক দিয়ে রেখে দিচ্ছি।
ধন্যবাদ এত খেটেখুটে পোস্টটি শেয়ার করার জন্য।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ১২:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এই চক্র অনেক আগে থেকেই পুলিশের সার্ভেলেন্সে আছে।

আপনি রিসেপসনিস্ট হিসেবে আছেন জানতে পারলে পুলিশের অনেক সুবিধা হবে।

আমি দুটো নাম্বার দিচ্ছি, ডিটেক্টিভ ব্রাঞ্চের। যোগাযোগ করুন। অথবা, আপনার নাম্বার দিন। পুলিশ আপনার সাথে যোগাযোগ করবে , আপনি চাইলে।

৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, এটা আপনি কি বললেন, রিসেপশনিষ্টতো প্রতারকদের একটা পদবী!

আপনি ডিবি'র নাম্বার দু'টো আমাকে [email protected] ঠিকানায় ই-মেইল করুন। আমি ওনাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।

১২| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাকে বেশ কয়েকবার কল করেছে। প্রথমেই জানতে চায় আমি ইংরেজি বুঝি কিনা। আমি না বলে কেটে দেই।

৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, ভাল করেছেন। আমি মূলতঃ হ্যা বলেছি ওদের প্রতারণার সিস্টেমটা জানার জন্য। এর আগে একবার আমার শ্বশুরের মোবাইলে কল দিয়েছিল, আমি ধরে বলে দিয়েছিলাম না উনি ইংরেজি জানেন না।

১৩| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



FBI Guidance for Cryptocurrency Scam Victims

If you believe you or someone you know may be a victim of a cryptocurrency scam, immediately submit a report to the FBI Internet Crime Complaint Center (IC3) at http://www.ic3.gov or contact your local FBI Field Office and provide as much transaction information as possible. Be wary of anyone claiming they can recover your funds as this may be another scam. For more information see August 11, 2023, Alert Number 08112023.

WHAT INFORMATION SHOULD I PROVIDE TO THE FBI?
The most important information you can provide are transaction details. Transaction details include cryptocurrency addresses, amount and type of cryptocurrency, date and time, and transaction ID (hash). These unique identifiers vary in length and look like long strings of random letters and numbers. Please see examples of important transaction details in the table below.

HOW SHOULD I CONTACT THE FBI?
Do not wait. Go to http://www.ic3.gov and click on "file a complaint".

WHAT OTHER INFORMATION SHOULD I PROVIDE?
Provide any other information you may have about the scam, to include:

Where and how you first encountered the scammer.
Your communications with the scammer (for example, emails or texts) and associated identifiers such as names, e-mail addresses, and phone numbers.
What domain names, website addresses, or applications the scammer instructed you to use.
Any two-factor authentication or "one time passcode" information.
Which cryptocurrency exchanges you used to send or receive funds.
The timeline of the scam.

WHAT IF I DO NOT HAVE TRANSACTION INFORMATION?
If you do not have transaction information, please still submit a report to the FBI IC3 and provide as much information as you have.

৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা বোধহয় এমেরিকার জন্য প্রযোজ্য।

১৪| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




CID, cyber crime unit - 01320010148

এখানে যোগাযোগ করুন, প্লিজ।

৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১৫| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: অনলাইনে ইউরোপ আমেরিকায় স্ক্যাম সম্পর্কিত কার্যক্রম পরিচালিত হয় মূলত ভারতের "পশ্চিমবঙ্গ' থেকে। বলতে পারেন ভারতের পশ্চিম বঙ্গ মূলত এই ধরনের প্রতারকদের স্বর্গরাজ্য ও হাব। পুরো ভারতের অন্য কোথাও এত অনলাইন ভিত্তিক স্ক্যামের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান নেই যতটা পশ্চিমবঙ্গে আছে। সবাইকে সাবধান হওয়ার অনুরোধ থাকছে। ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল তথ্য দিলেন। ধন্যবাদ।
আফ্রিকায় নাইজেরিয়াও সম্ভবতঃ আরেকটা স্ক্যাম এর হাব।

১৬| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: যারা এ ব্যাপারে আরোও জানতে আগ্রহী তারা নিচের চ্যানেল দুটো ঘুরে দেখতে পারেন। বিদেশী প্রযুক্তিবিদ কিভাবে ভারতীয় স্ক্যামারদের ধরাশায়ী করছে। ধন্যবাদ।

ScammerPayback, Scambaiter

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক উপকারী চ্যানেল শেয়ার করলেন।

১৭| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৩:১৮

অপু তানভীর বলেছেন: মানুষের মাঝে এই কমনসেন্স টুকু থাকা দরকার যে ঘরে বসে দিনে দুই হাজার টাকা আয়ের পথ কেউ আপনাকে সেধে এসে দিবে না। যদি এই কমনসেন্স না থাকে তাহলে সেই বলদগুলোর টাকা খোয়ানোই ভাল । এরা ঠেকে শিখবে !

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দিন শেষ দেশের টাকাই বাইরে চলে যাবে। তাই এদের সতর্ক করা আমাদের দায়িত্ব। ধন্যবাদ।

১৮| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০৫

রানার ব্লগ বলেছেন: অনলাইন বেইজড যতো আকাম কুকাম আছে ভারতীয় এই সব ক্রিমিনালদের সহজ টার্গেট থাকে বাংলাদেশের বেকুব জনগন ।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বিষয়টা সত্যিই দুঃখজনক।

১৯| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯

নতুন বলেছেন: কামাল১৮ বলেছেন: আপনার কাছে কোন প্রমান নাই।আছে সন্দেহ।এক জন বলছে বিশ ডলার আয় করেছে।কোনটা সত্য।লোভ না করাই ভালো।

কামাল ভাই এটা অবশ্যই স্ক্যাম। আমি জানি ওরা স্ক্যাম করে।

আমি ওদের সাথে তাল মিলিয়ে তাদের বলা কাজ গুলি করেছি। ২০$ আমার বাইনান্স একাউন্টে নিয়েছি।

তারপরে যখন ওরা আমাকে টাকা ডিপোসিট করতে বলেছে আমি আর করিনাই। B-)

ওরা কিছু কাজ করতে বলে এবং মানুষ লোভে পরে নিজে বেশি আয় করতে গিয়ে টাকা জমা করে এবং ধরা খায়।

এই বিষয়টা নিয়ে আরো প্রচারনা দরকার।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নতুন ভাই বিষয়টি আরো খোলাসা করার জন্য।

২০| ৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১৮

ধুলো মেঘ বলেছেন: আমি একটা ওয়েবসাইট এরকম দেখেছি মাত্র ১ ডলারে আইফোন জেতার সুযোগ। এর নিচে আবার ফেসবুক কমেন্ট "আমি ভেবেছিলাম এটা কোন প্রতারণা, কিন্তু সত্যি যখন আইফোন হাতে পাই, তখন নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিলনা"
আরেকটা মন্তব্য, "আমার বহুদিনের স্বপ্ন পূরণ করার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ"

তখন বয়েস কম ছিল, তাই বিশ্বাস করেছিলাম। কিন্তু এমন কোন উপায় ছিলনা যে অনলাইনে ডলার পাঠাই - তাই বেঁচে গিয়েছিলাম সে যাত্রা।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

২১| ৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১২

ঢাবিয়ান বলেছেন: আমাদের দেশে প্রতারক চক্র মুলত জিনের বাদশা, মলম পার্টি বা বড়জোড় অনলাইন কেনাকাটার মাঝেই সীমাবদ্ধ। এর বেশি জ্ঞানবুদ্ধি বাঙ্গালীর নাই। সচেতনতামুলক এই পোস্ট দিয়ে ভাল করেছেন। অনলাইনে ক্রিকেট বিশ্বকাপ দেখার সময় দেখেছিলাম কিছু সাইট লাইভ স্ট্রিমিং করছিল খেলা। কমেন্টবক্সে দেখলাম বেশিরভাগই বাংলাদেশি। খেলা দেখানোর পাশাপাশি কিছুক্ষন পর পর ক্রমাগত অনলাইনে আয় করার জন্য কিছু লিংক দিচ্ছিল। হিন্দিতে সবাইকে সেই লিংকে যাবার জন্য আহবান করছিল!!

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জ্বি, লোভী বাংলাদেশীরা টাকার গন্ধ পেলে হুমড়ি খেয়ে পড়ে যতক্ষণ না পর্যন্ত ধরা খায়। দুঃখজনক।

২২| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: সব জাগায় ঠক, প্রতাওক দিয়ে ভরা।

৩১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন। কোলকাতার দাদারা এখন ফ্রড ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাচ্ছে মনে হয়!

২৩| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আজ আফ্রিকান এক বলদ আমাকে এই নম্বর (০১৮৩১৭২১০৬১) থেকে কল করেছে ঘরে বসে টাকা আয় করার জন্য। নম্বরটি সাবধানতার জন্য শেয়ার করা হলো। ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.