![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-সকালে কি খাইছ বাবা?
-এই তো মা পাউরুটি আর কলা খাইছি। আজকে টাইম ছিল না তো তাই খাওয়ার সময় পাই নি।
-ঠিক মতো খাওয়া দাওয়া করিও। আর কোন কষ্ট বা কিপ্টামি করবা না। যখন যত টাকা লাগবে বলবা। বিকাশে দিয়ে দিব।। "
.
-মা আজকে ছয় হাজার টাকা লাগবে। একটা প্রাইভেট শুরু করব তো। "
-আজকে চালায় নাও বাবা। কালকে দিয়ে দিব। নাকি আজকেই দিতে হবে?
(কিভাবে পারে বাবা মা নামক এই মানুষগুলো এতটা অদ্ভুত হতে! বাসায় তারা কতটা অসহায় এটা আমি অনুধাবন করতে পারি। কিন্তু আমার কাছে কিভাবে তারা এতটা নরমালভাবে নিজেদের প্রকাশ করে! জানি না বাবা কত রাত না ঘুমায় অসহায় হয়ে কত্ত দীর্ঘ শ্বাস ফেলে। কিন্তু আমাকে ঠিকই বলে 'বাবা টাকার টেনশন তোমাকে করতে হবে না। যা লাগবে বলবা। '
ঈশ্বর তাদের মাঝে কি এমন দিয়েছেন বুঝতে পারি না,বুঝার সাধ্য নাই!! মাঝেমধ্যে এসব ভাবলে অটোমেটিক চোখগুলো ভিজে যায়।। কি বিশাল স্বপ্ন নিয়ে তারা আমাদের আশ্বস্ত করে তার পরিমাপ জানা নেই। তবে বারবার পথভ্রষ্ট হয়ে তাদের স্বপ্ন ভঙ্গে যে সবচেয়ে বড় ভূমিকা পালন করি। উদ্দেশ্যের বাহিরে গিয়ে বারবার যে তাদের ধোঁকা দেই এ ব্যাপারে কোন সন্দেহ নেই।। খুব ইচ্ছা হয় মাঝেমধ্যে তাদের স্বপ্ন পুরনের প্রধান হাতিয়ার হতে।। কেন যে ইচ্ছাটাকে ধরে রাখতে পারি না!)
ঈশ্বর বুঝ দিন আমাকে।। আমার মতো সবাইকে...
©somewhere in net ltd.